রবিবার ঠিক এই সময় আকাশ থেকে চোখ সরাবেন না! গ্রহণে লাল টকটকে হবে চাঁদ! কোন কোন শহর থেকে সবথেকে ভাল ভাবে দেখা যাবে?

Last Updated:
রবিবার চন্দ্রগ্রহণ আর তা নিয়েই উত্তেজনা তুঙ্গে রয়েছে ছোট বড় প্রত্যেকের মধ্যেই। মহাজগাতিক এই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী রবিবার ভারতীয় সময় রাত ৮টা বেজে ৫৮ মিনিটে গ্রহণ শুরু হবে। ফ্যাকাশে হতে শুরু করবে চাঁদ।
1/6
আজ এক বিরলের মধ্যে অতি বিরল দিন৷ যেদিন চাঁদের গায়েও লাগবে রঙ, এটি অত্যন্ত বিরল, কারণ ২০২২ সালের পর প্রথমবারের মতো এই চন্দ্রগ্রহণ ঘটবে। একে ব্লাড মুনও বলা হয় যা উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যাবে। পুরো গ্রহণের বিভিন্ন পর্যায় স্পষ্টভাবে দৃশ্যমান হবে। এই চন্দ্রগ্রহণটি পাঁচ ঘন্টা স্থায়ী হবে, যাতে চাঁদ পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে যাবে এবং লাল রঙের চাঁদ প্রায় ৬৫ মিনিটের জন্য দেখতে পাবেন পৃথিবীর মানুষ৷ Photo - AI 
রবিবার চন্দ্রগ্রহণ আর তা নিয়েই উত্তেজনা তুঙ্গে রয়েছে ছোট বড় প্রত্যেকের মধ্যেই। মহাজগাতিক এই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী রবিবার ভারতীয় সময় রাত ৮টা বেজে ৫৮ মিনিটে গ্রহণ শুরু হবে। ফ্যাকাশে হতে শুরু করবে চাঁদ।
advertisement
2/6
হোলিতে চন্দ্রগ্রহণ। পঞ্চাং অনুযায়ী, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ১৩ মার্চ রাতে হোলিকা দহন হবে। ঠিক এই সময় চন্দ্রগ্রহণও হবে, তবে এটি ভারত থেকে দৃশ্যমান হবে না। ফলে, এটির কোনও সূতিকালও ভারতীয় উপমহাদেশে প্রভাব ফেলবে না।
এরপরেই ধীরে ধীরে লালচে হতে শুরু করবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভারত থেকে সবথেকে বেশি লাল দেখাবে রবিবার রাত ১১টা ৪২ মিনিট নাগাদ। সূর্যগ্রহণের সময় সূর্য ঢাকা পড়লেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু তা হয় না। সেক্ষেত্রে চাঁদকে দেখতে ফ্যাকাশে দেখতে লাগে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় গাঢ় লাল দেখায়। এই লালচে হওয়ার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণও।
advertisement
3/6
জ্যোতিষ শাস্ত্রমতে চন্দ্রগ্রহণ কুম্ভ রাশিতে ও পূর্বভাদ্রপদ নক্ষত্রে লাতে চলেছে ৷ এর প্রভাব সমস্ত রাশির উপরে বিশেষ ভাবে পড়বে ৷ প্রতীকী ছবি ৷
চাঁদের যেহেতু নিজস্ব আলো নেই, চাঁদের উপর সূর্যের আলো পড়ে। সেই আলোই পৃথিবীতে প্রতিফলিত হয়। চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। উল্টে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এর ফলেই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় লাল চাঁদকে 'ব্লাড মুন' ও বলা হয়।
advertisement
4/6
আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে ৷ মোটা পাবেন, নতুন চাকরি বা দায়িত্ব পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
কেন লাল হয় চাঁদের রং?
চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে এলে তখন তার ছায়া পড়ে। সেই সময়েই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়। চাঁদ পুরোপুরি কালো হওয়ার বদলে লাল হয়ে ওঠে। এই প্রসঙ্গে মহাকাশ বিজ্ঞানী ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রো ফিজিক্সের বিজ্ঞানী নিরুজ মোহন রামানুজম জানান, সূর্যরশ্মির লাল অংশ কম প্রতিসারিত হয় এবং তা চাঁদের উপরে গিয়ে পড়ে। অন্যদিকে, সূর্যরশ্মির নীল অংশ ছড়িয়ে যায়। তাই চাঁদকে গ্রহণের সময় গাঢ় লাল দেখালেও কখনই কালো দেখায় না।
advertisement
5/6
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরাম সূত্রে জানা গিয়েছে চন্দ্রগ্রহণে রক্ত বর্ণের চাঁদ দেখতে পাওয়া যাবে ৷ ৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯.৫৭-তে শুরু হবে গ্রহণ চলবে ৮ সেপ্টেম্বর ২০২৫, রাত ০১.২৬-এ ৷ প্রতীকী ছবি ৷
রবিবার ভারতীয় সময় রাত ৮টা ৫৮ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাত ২ টো ২৫ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত ৮২ মিনিট ধরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে।
advertisement
6/6
এই মুহূর্তে শনিদেব মীন রাশিতে বক্রি অবস্থায় আছেন ৷ একই সঙ্গে দ্বিতীয় চরণ চলছে ৷ যা অত্যন্ত পরিমাণে চাপের বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
কোথা থেকে দেখা যাবে?
এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের থেকে প্রায় সব শহর থেকেই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। কলকাতা, দিল্লি, মুম্বই, লখনউ, পুণে, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখা যাবে। কিন্তু, আকাশ পরিষ্কার থাকলে তবেই গ্রহণ দেখা যাবে।
advertisement
advertisement
advertisement