রবিবার ঠিক এই সময় আকাশ থেকে চোখ সরাবেন না! গ্রহণে লাল টকটকে হবে চাঁদ! কোন কোন শহর থেকে সবথেকে ভাল ভাবে দেখা যাবে?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রবিবার চন্দ্রগ্রহণ আর তা নিয়েই উত্তেজনা তুঙ্গে রয়েছে ছোট বড় প্রত্যেকের মধ্যেই। মহাজগাতিক এই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী রবিবার ভারতীয় সময় রাত ৮টা বেজে ৫৮ মিনিটে গ্রহণ শুরু হবে। ফ্যাকাশে হতে শুরু করবে চাঁদ।
advertisement
এরপরেই ধীরে ধীরে লালচে হতে শুরু করবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভারত থেকে সবথেকে বেশি লাল দেখাবে রবিবার রাত ১১টা ৪২ মিনিট নাগাদ। সূর্যগ্রহণের সময় সূর্য ঢাকা পড়লেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু তা হয় না। সেক্ষেত্রে চাঁদকে দেখতে ফ্যাকাশে দেখতে লাগে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় গাঢ় লাল দেখায়। এই লালচে হওয়ার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণও।
advertisement
advertisement
কেন লাল হয় চাঁদের রং?
চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে এলে তখন তার ছায়া পড়ে। সেই সময়েই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়। চাঁদ পুরোপুরি কালো হওয়ার বদলে লাল হয়ে ওঠে। এই প্রসঙ্গে মহাকাশ বিজ্ঞানী ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রো ফিজিক্সের বিজ্ঞানী নিরুজ মোহন রামানুজম জানান, সূর্যরশ্মির লাল অংশ কম প্রতিসারিত হয় এবং তা চাঁদের উপরে গিয়ে পড়ে। অন্যদিকে, সূর্যরশ্মির নীল অংশ ছড়িয়ে যায়। তাই চাঁদকে গ্রহণের সময় গাঢ় লাল দেখালেও কখনই কালো দেখায় না।
চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে এলে তখন তার ছায়া পড়ে। সেই সময়েই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়। চাঁদ পুরোপুরি কালো হওয়ার বদলে লাল হয়ে ওঠে। এই প্রসঙ্গে মহাকাশ বিজ্ঞানী ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রো ফিজিক্সের বিজ্ঞানী নিরুজ মোহন রামানুজম জানান, সূর্যরশ্মির লাল অংশ কম প্রতিসারিত হয় এবং তা চাঁদের উপরে গিয়ে পড়ে। অন্যদিকে, সূর্যরশ্মির নীল অংশ ছড়িয়ে যায়। তাই চাঁদকে গ্রহণের সময় গাঢ় লাল দেখালেও কখনই কালো দেখায় না।
advertisement
advertisement