Tips and Tricks: জলে গুলে ছিটিয়ে দিন এই সাদা গুঁড়ো...জাস্ট গায়েব হয়ে যাবে ড্যাম্পের দুর্গন্ধ! জামাকাপড় থাকবে একদম ফ্রেশ
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Tips And Tricks: অথচ অবস্থা এমনই থাকে যে জামা-কাপড় কাচার পরে তা রোদে শুকনোরও উপায় নেই৷ অতঃপর নয় বারান্দায় মেলে রাখা, নয় ঘরে পাখার নীচে শুকনো৷ এমনকি, বর্ষাকালে, কেচে, আয়রন করে ভাঁজ করে রাখা কাপড়েও গন্ধ হয়ে যায়৷ কিন্তু, আমরা অনেকেই জানি না, অত্যন্ত সাধারণ কিছু ঘরোয়া উপায় দিয়ে বর্ষাকালে জামা কাপড় থেকে অনায়াসেই এই ভেজা গন্ধ দূর করে দেওয়া যায়৷
advertisement
advertisement
অথচ অবস্থা এমনই থাকে যে জামা-কাপড় কাচার পরে তা রোদে শুকনোরও উপায় নেই৷ অতঃপর নয় বারান্দায় মেলে রাখা, নয় ঘরে পাখার নীচে শুকনো৷ এমনকি, বর্ষাকালে, কেচে, আয়রন করে ভাঁজ করে রাখা কাপড়েও গন্ধ হয়ে যায়৷ কিন্তু, আমরা অনেকেই জানি না, অত্যন্ত সাধারণ কিছু ঘরোয়া উপায় দিয়ে বর্ষাকালে জামা কাপড় থেকে অনায়াসেই এই ভেজা গন্ধ দূর করে দেওয়া যায়৷ Generated image
advertisement
advertisement
advertisement
কাপড়ের দুর্গন্ধ রোধ করতে, বেকিং সোডা সামান্য জলে গুলে ছিটিয়ে বা স্প্রে করে দিন কাপড়ের উপরে৷ এটি কাপড়ের আর্দ্রতা এবং গন্ধ শোষণে খুবই কার্যকর। চাদর বা কম্বলের ক্ষেত্রেও বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। এছাড়া, কাপড় রাখার জায়গায় একটি পাত্রে বেকিং সোডা রেখে দিলেও তা আলমারি, আলনা, শেল্ফের কাছাকাছি বাতাসে থাকা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে নেয়৷ Generated image
advertisement
advertisement