Shiber Mathay Jol Dhala: বাবা মহাদেব হবেন তুষ্ট, এই শ্রাবণে মাথায় জল ঢাললে খুলবে কপাল তাই নদীতে ভিড় হাজারে-হাজারে

Last Updated:
Sawan Somvar: শুক্রবার বিকেল থেকেই বহু মানুষ কাঁধে বাঁক এবং কলসি, জলের পাত্র নিয়ে ভিড় জমান নদীতে। পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সুবর্ণরেখা নদী থেকে জল তুলে, পায়ে হেঁটে গিয়ে তারা ঢালেন শিবের মাথায়।
1/6
বিকেল থেকে ভিড় জমতে শুরু করে নদীর পাড়ে। যত সন্ধ্যা হয় তত আরও মানুষজনের সংখ্যা বাড়তে থাকে। পাহারা দিতে হয় পুলিশ প্রশাসনকে।তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
বিকেল থেকে ভিড় জমতে শুরু করে নদীর পাড়ে। যত সন্ধ্যা হয় তত আরও মানুষজনের সংখ্যা বাড়তে থাকে। পাহারা দিতে হয় পুলিশ প্রশাসনকে।তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
advertisement
2/6
শুক্রবার সন্ধ্যায় রীতিমত এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির সুবর্ণরেখা নদীর পাড়ে। তবে হঠাৎ কী ঘটল নদীতে? এত মানুষইবা একসঙ্গে ভিড় জমান কেন? সারারাত লোকে লোকারণ্য সুবর্ণরেখা নদীর দুই পাড়। জঙ্গলকন্যা ব্রিজের উপরেও বহু মানুষের ভিড়।তবে জেনে নিন আসল ঘটনা। তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
শুক্রবার সন্ধ্যায় রীতিমত এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির সুবর্ণরেখা নদীর পাড়ে। তবে হঠাৎ কী ঘটল নদীতে? এত মানুষইবা একসঙ্গে ভিড় জমান কেন? সারারাত লোকে লোকারণ্য সুবর্ণরেখা নদীর দুই পাড়। জঙ্গলকন্যা ব্রিজের উপরেও বহু মানুষের ভিড়।তবে জেনে নিন আসল ঘটনা। তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
advertisement
3/6
শুক্রবার বিকেল থেকেই বহু মানুষ কাঁধে বাঁক এবং কলসি, জলের পাত্র নিয়ে ভিড় জমান নদীতে। পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সুবর্ণরেখা নদী থেকে জল তুলে, পায়ে হেঁটে গিয়ে তারা ঢালেন শিবের মাথায়। স্বাভাবিকভাবে প্রতিবছরের মত শনিবারও রাখি পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন জায়গায় জল ঢালার আয়োজন করা হয়।তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
শুক্রবার বিকেল থেকেই বহু মানুষ কাঁধে বাঁক এবং কলসি, জলের পাত্র নিয়ে ভিড় জমান নদীতে। পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সুবর্ণরেখা নদী থেকে জল তুলে, পায়ে হেঁটে গিয়ে তারা ঢালেন শিবের মাথায়। স্বাভাবিকভাবে প্রতিবছরের মত শনিবারও রাখি পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন জায়গায় জল ঢালার আয়োজন করা হয়।তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
advertisement
4/6
কেশিয়াড়ি, নয়াগ্রাম, নারায়ণগড়, বেলদা, খাকুরদা সহ একাধিক জায়গা থেকে প্রায় বেশ কয়েক হাজার ভক্ত ভিড় জমান এই সুবর্ণরেখা নদীতে। নদীতে আসা সোমনাথ কর্মকার, অভিষেক রক্ষিত বলেন, প্রতিবছর নদীতে আসি, স্নান করে জল নিয়ে গিয়ে শিবের মাথায় জল ঢালি। সারারাত হেঁটেই যাই।তথ্য ও ছবি : রঞ্জন চন্দ
কেশিয়াড়ি, নয়াগ্রাম, নারায়ণগড়, বেলদা, খাকুরদা সহ একাধিক জায়গা থেকে প্রায় বেশ কয়েক হাজার ভক্ত ভিড় জমান এই সুবর্ণরেখা নদীতে। নদীতে আসা সোমনাথ কর্মকার, অভিষেক রক্ষিত বলেন, প্রতিবছর নদীতে আসি, স্নান করে জল নিয়ে গিয়ে শিবের মাথায় জল ঢালি। সারারাত হেঁটেই যাই।তথ্য ও ছবি : রঞ্জন চন্দ
advertisement
5/6
নদীতে পূণ্যস্নানের পর শিবের পুজো করে প্রবাহমান নদীতে ডুব দিয়ে জল ভর্তি করে বাঁকে নিয়ে তারা পায়ে হেঁটে রওনা দেন শিবের মন্দিরের উদ্দেশ্যে। নদী থেকে মন্দিরের দূরত্ব কারও ৩০ কিলোমিটার, কারও আবার ৪০ কিলোমিটার। স্বাভাবিকভাবে জল তুলে সারারাত পায়ে হেঁটে পৌঁছান মন্দিরে। প্রতিবছরের মত নিজের মনস্কামনা পূরণের আশায় বহু পুর্নার্থী ভিড় জমান সুবর্ণরেখা নদীতে।তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
নদীতে পূণ্যস্নানের পর শিবের পুজো করে প্রবাহমান নদীতে ডুব দিয়ে জল ভর্তি করে বাঁকে নিয়ে তারা পায়ে হেঁটে রওনা দেন শিবের মন্দিরের উদ্দেশ্যে। নদী থেকে মন্দিরের দূরত্ব কারও ৩০ কিলোমিটার, কারও আবার ৪০ কিলোমিটার। স্বাভাবিকভাবে জল তুলে সারারাত পায়ে হেঁটে পৌঁছান মন্দিরে। প্রতিবছরের মত নিজের মনস্কামনা পূরণের আশায় বহু পুর্নার্থী ভিড় জমান সুবর্ণরেখা নদীতে।তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
advertisement
6/6
শ্রাবণের এই পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমায় পবিত্র নদী থেকে জল ভরে শিবের মাথায় ঢালা। আর এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড় থাকে সুবর্ণরেখায়। মোতায়ন করা হয় পুলিশ। স্বাভাবিকভাবে এ দিন বিকেল থেকেই রাত পর্যন্ত বেশ ভিড় এবং জাঁকজমক ছিল নদীতে।তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
শ্রাবণের এই পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমায় পবিত্র নদী থেকে জল ভরে শিবের মাথায় ঢালা। আর এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড় থাকে সুবর্ণরেখায়। মোতায়ন করা হয় পুলিশ। স্বাভাবিকভাবে এ দিন বিকেল থেকেই রাত পর্যন্ত বেশ ভিড় এবং জাঁকজমক ছিল নদীতে।তথ্য ও ছবি: রঞ্জন চন্দ
advertisement
advertisement
advertisement