'মাদার অ্যান্ড সনস' সার্চ প্রবণতা বাড়ছে পর্ন সাইটে! বিপদ দেখছেন মনোবিদরা...
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বয়সে বড় মহিলার সঙ্গে যৌনতার এই প্রবণতাকে বিপজ্জনক সংকেত বলেই মনে করছেন মনোবিদরা৷ মনোবিদ জেসিকা লিওনির কথায়, 'এই ধরনের সার্চে কয়েকটি বিষয় লক্ষ্য করা যায়৷ প্রথমত, কিশোর বয়সে মধ্য বয়সি বা বয়সে বড় মহিলার প্রতি আকর্ষণ৷ দ্বিতীয়ত, স্কুলের কোনও একজন শিক্ষিকার প্রতি টান থাকে অনেক স্কুল ছাত্রেরই৷ তার একটি প্রতিফলন৷ কিশোর বয়সে তৈরি হওয়া এই মনোভাব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই বিপজ্জনক মনস্তাত্বিক পরিবর্তন ঘটায়৷'