Independence Day: ১৫ই অগাস্ট ভারত ছাড়া আর কোন কোন দেশে পালিত হয় স্বাধীনতা দিবস? জেনে নিন

Last Updated:
১৫ই অগাস্ট দেশজুড়ে পালিত হতে চলেছে ৭৮তম স্বাধীনতা দিবস। তেরঙ্গায় সেজে উঠবে গোটা দেশ। প্যারেডে, জাতীয় সংগীতে গমগম করে উঠবে আসমুদ্রহিমাচল।
1/6
১৫ই অগাস্ট দেশজুড়ে পালিত হতে চলেছে ৭৮তম স্বাধীনতা দিবস। তেরঙ্গায় সেজে উঠবে গোটা দেশ। প্যারেডে, জাতীয় সংগীতে গমগম করে উঠবে আসমুদ্রহিমাচল। কিন্তু, জানেন কী এই দিন ভারত ছাড়াও আরও কতগুলি দেশের স্বাধীনতা দিবস এই একই দিনে? ভারত ছাড়াও মোট পাঁচটি দেশেরও স্বাধীনতা দিবস এই দিন পালিত হয়।
১৫ই অগাস্ট দেশজুড়ে পালিত হতে চলেছে ৭৮তম স্বাধীনতা দিবস। তেরঙ্গায় সেজে উঠবে গোটা দেশ। প্যারেডে, জাতীয় সংগীতে গমগম করে উঠবে আসমুদ্রহিমাচল। কিন্তু, জানেন কী এই দিন ভারত ছাড়াও আরও কতগুলি দেশের স্বাধীনতা দিবস এই একই দিনে? ভারত ছাড়াও মোট পাঁচটি দেশেরও স্বাধীনতা দিবস এই দিন পালিত হয়।
advertisement
2/6
দক্ষিণ কোরিয়া- এই দিনটি দুই কোরিয়ার পক্ষেই বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে ন্যাশনাল লিবারেশন ডে অফ কোরিয়া বলে অভিহিত করা হয়। এই দিনেই জাপানের ৩৫ বছরের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করে। ১৯৪৫ সালে স্বাধীন হয় তাঁরা।
দক্ষিণ কোরিয়া- এই দিনটি দুই কোরিয়ার পক্ষেই বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে ন্যাশনাল লিবারেশন ডে অফ কোরিয়া বলে অভিহিত করা হয়। এই দিনেই জাপানের ৩৫ বছরের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করে। ১৯৪৫ সালে স্বাধীন হয় তাঁরা।
advertisement
3/6
উত্তর কোরিয়া- দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়ে তাঁরা আলাদা হলেও, তাঁদের স্বাধীন হওয়ার দিনটা কিন্তু এখনও এক। তাই উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে কাঁটাতারের বেড়াজাল বিস্তৃত থাকলেও দুই দেশের স্বাধীনতা দিবস কিন্তু সেই ১৫ই অগাস্ট।
উত্তর কোরিয়া- দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়ে তাঁরা আলাদা হলেও, তাঁদের স্বাধীন হওয়ার দিনটা কিন্তু এখনও এক। তাই উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে কাঁটাতারের বেড়াজাল বিস্তৃত থাকলেও দুই দেশের স্বাধীনতা দিবস কিন্তু সেই ১৫ই অগাস্ট।
advertisement
4/6
বাহারিন ভারতের মতই এই দেশও ব্রিটিশের শাসনে ছিল। এই দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ১৯৭১ সালে। এই উপসাগরীয় দেশই প্রথম খনিজ তেল খুঁজে পায় এবং তা পরিশোধন করা শুরু করে। তা শুরু হয় ১৯৩১ সালে। ১৯৭১ সালের ১৪ই অগাস্ট স্বাধীনতা পেলেও স্বাধীনতা দিবস পালিত হয় ১৫ই অগাস্ট।
বাহারিন ভারতের মতই এই দেশও ব্রিটিশের শাসনে ছিল। এই দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ১৯৭১ সালে। এই উপসাগরীয় দেশই প্রথম খনিজ তেল খুঁজে পায় এবং তা পরিশোধন করা শুরু করে। তা শুরু হয় ১৯৩১ সালে। ১৯৭১ সালের ১৪ই অগাস্ট স্বাধীনতা পেলেও স্বাধীনতা দিবস পালিত হয় ১৫ই অগাস্ট।
advertisement
5/6
রিপাবলিক অফ কঙ্গো এই দিন কঙ্গোকে কঙ্গোলেজ ন্যাশনাল ডে হিসাবে পালিত হয়। ফ্রান্সের থেকে এই দেশ স্বাধীনতা পায় ১৯৬০ সালের ১৫ই অগাস্ট।
রিপাবলিক অফ কঙ্গো এই দিন কঙ্গোকে কঙ্গোলেজ ন্যাশনাল ডে হিসাবে পালিত হয়। ফ্রান্সের থেকে এই দেশ স্বাধীনতা পায় ১৯৬০ সালের ১৫ই অগাস্ট।
advertisement
6/6
লিকটেনস্টাইন পৃথিবীর ষষ্ঠ ছোট দেশ হল লিকটেনস্টাইন। ১৮৬৬ সালের ১৫ই অগাস্ট জার্মানির কাছ থেকে স্বাধীনতা পায় এই দেশ। এই দিন আতসবাজির রোশনাইতে ভরে যায় এই দেশের আকাশ
লিকটেনস্টাইন পৃথিবীর ষষ্ঠ ছোট দেশ হল লিকটেনস্টাইন। ১৮৬৬ সালের ১৫ই অগাস্ট জার্মানির কাছ থেকে স্বাধীনতা পায় এই দেশ। এই দিন আতসবাজির রোশনাইতে ভরে যায় এই দেশের আকাশ
advertisement
advertisement
advertisement