Dulha Dulhan Viral: সাদামাটা বিয়ে, কিন্তু তাও ভাইরাল...! গাড়ি, হেলিকপ্টার কিছুই নেই, কীভাবে শ্বশুরবাড়ি পৌঁছল বর-কনে, এলাকাবাসী হতবাক

Last Updated:
Dulha Dulhan Viral: বর তাঁর বউকে ১৬ চাকার ট্রাকে করে বাড়ি নিয়ে গেলেন। কনের বিদায়ের আগে বর এই অনন্য পদ্ধতি গ্রহণের কারণও জানান। বর সোনু বলেন, তাঁর স্বপ্ন ছিল নিজের বউকে নিজের গাড়িতে করে বাড়ি নিয়ে যাওয়া।
1/7
*অনেকেই দাবি করেন আজকাল বিয়ে না কি এক রঙ্গমঞ্চে পরিণত হয়েছে! কথাটা একেবারে মিথ্যাও নয়। বিয়ের মরশুম শুরু হতেই নানা ভিডিও ভাইরাল হয়ে যায়। কোথাও শাশুড়ি নৃত্য পরিবেশন করে বরকে বরণ করেন, তো কোথাও আবার বিয়ের মণ্ডপ ফুঁড়ে বর নেমে আসেন! সংগৃহীত ছবি। 
*অনেকেই দাবি করেন আজকাল বিয়ে না কি এক রঙ্গমঞ্চে পরিণত হয়েছে! কথাটা একেবারে মিথ্যাও নয়। বিয়ের মরশুম শুরু হতেই নানা ভিডিও ভাইরাল হয়ে যায়। কোথাও শাশুড়ি নৃত্য পরিবেশন করে বরকে বরণ করেন, তো কোথাও আবার বিয়ের মণ্ডপ ফুঁড়ে বর নেমে আসেন! সংগৃহীত ছবি।
advertisement
2/7
*আজকের যুগে, যুবক-যুবতীরা তাঁদের বিয়েকে বিশেষ করে তোলার জন্য অনেক প্রচেষ্টা করেন। সব থেকে বেশি চেষ্টা চলে বিয়ের গাড়ি নিয়ে, ওটাই সহজ উপায়। অনেকেই নিশ্চয়ই ট্রাক্টর, জেসিবি, হেলিকপ্টার, গোরুর গাড়ি ইত্যাদিতে বিয়ের শোভাযাত্রা বা কনেবিদায়ের ভিডিও অনেকবার দেখেছেন। সংগৃহীত ছবি। 
*আজকের যুগে, যুবক-যুবতীরা তাঁদের বিয়েকে বিশেষ করে তোলার জন্য অনেক প্রচেষ্টা করেন। সব থেকে বেশি চেষ্টা চলে বিয়ের গাড়ি নিয়ে, ওটাই সহজ উপায়। অনেকেই নিশ্চয়ই ট্রাক্টর, জেসিবি, হেলিকপ্টার, গোরুর গাড়ি ইত্যাদিতে বিয়ের শোভাযাত্রা বা কনেবিদায়ের ভিডিও অনেকবার দেখেছেন। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*কিন্তু, এবার একজন বর ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। এই বর তাঁর বউকে ১৬ চাকার ট্রাকে করে বাড়ি নিয়ে গেলেন। এখন সেই ভিডিও খুব ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বর নিজেই ট্রাক চালাচ্ছেন। কনে এবং কিছু আত্মীয়স্বজনও একসঙ্গে বসে আছেন। বর এবং কনে উভয়কেই খুব খুশি দেখাচ্ছে। তাঁদের দু'জনকেই ট্রাকে বাজানো সিনেমার গানের তালে নাচতে দেখা যায়। সংগৃহীত ছবি। 
*কিন্তু, এবার একজন বর ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। এই বর তাঁর বউকে ১৬ চাকার ট্রাকে করে বাড়ি নিয়ে গেলেন। এখন সেই ভিডিও খুব ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বর নিজেই ট্রাক চালাচ্ছেন। কনে এবং কিছু আত্মীয়স্বজনও একসঙ্গে বসে আছেন। বর এবং কনে উভয়কেই খুব খুশি দেখাচ্ছে। তাঁদের দু'জনকেই ট্রাকে বাজানো সিনেমার গানের তালে নাচতে দেখা যায়। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*কনের বিদায়ের আগে বর এই অনন্য পদ্ধতি গ্রহণের কারণও জানান। বর সোনু বলেন, তাঁর স্বপ্ন ছিল নিজের বউকে নিজের গাড়িতে করে বাড়ি নিয়ে যাওয়া। সংগৃহীত ছবি। 
*কনের বিদায়ের আগে বর এই অনন্য পদ্ধতি গ্রহণের কারণও জানান। বর সোনু বলেন, তাঁর স্বপ্ন ছিল নিজের বউকে নিজের গাড়িতে করে বাড়ি নিয়ে যাওয়া। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*এই ট্রাক ফিনান্সে কেনাঃ তিনি আরও বলেন, ফিনান্সে তিনি ট্রাকটি কিনেছেন। আসলে, এখন এটিই তাঁর কর্মসংস্থানের উৎস। বিয়ের আগে, তিনি কনেকে ট্রাকে করে শ্বশুরবাড়ি যাওয়ার কথাও বলেছিলেন। কনেও বরের স্বপ্ন পূরণে রাজি হয়ে যান। তারপর বিদায়ের সময়, বর কনেকে ফুল দিয়ে সাজানো একটি ট্রাকে বসিয়ে নিয়ে চলে যান। মানুষ কনে বিদায়ের এই অনন্য স্টাইলটি পছন্দ করেছে এবং এখন এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সংগৃহীত ছবি। 
*এই ট্রাক ফিনান্সে কেনাঃ তিনি আরও বলেন, ফিনান্সে তিনি ট্রাকটি কিনেছেন। আসলে, এখন এটিই তাঁর কর্মসংস্থানের উৎস। বিয়ের আগে, তিনি কনেকে ট্রাকে করে শ্বশুরবাড়ি যাওয়ার কথাও বলেছিলেন। কনেও বরের স্বপ্ন পূরণে রাজি হয়ে যান। তারপর বিদায়ের সময়, বর কনেকে ফুল দিয়ে সাজানো একটি ট্রাকে বসিয়ে নিয়ে চলে যান। মানুষ কনে বিদায়ের এই অনন্য স্টাইলটি পছন্দ করেছে এবং এখন এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*বর নিজেই ১০০ কিলোমিটার ট্রাক চালিয়েছিলেনঃ এই ভাইরাল ভিডিওটি মধ্যপ্রদেশের ছিন্দোয়ারার বলে জানা গিয়েছে। সেখানে ৯ মে ছিন্দওয়ারার রাজগুরু পিপারিয়ার বাসিন্দা সোনু ভার্মার বিয়ে হয় সেওনির কেভালারির সোনমের সঙ্গে। সংগৃহীত ছবি। 
*বর নিজেই ১০০ কিলোমিটার ট্রাক চালিয়েছিলেনঃ এই ভাইরাল ভিডিওটি মধ্যপ্রদেশের ছিন্দোয়ারার বলে জানা গিয়েছে। সেখানে ৯ মে ছিন্দওয়ারার রাজগুরু পিপারিয়ার বাসিন্দা সোনু ভার্মার বিয়ে হয় সেওনির কেভালারির সোনমের সঙ্গে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*কনে বিদায় অনুষ্ঠান ছিল ১০ মে। সোনুর ছোটবেলার স্বপ্ন ছিল তাঁর বউকে নিজের গাড়িতে করে বাড়ি নিয়ে আসা। তাই তিনি এই ট্রাকটি কিনেছিলেন এবং কনেকে বউকে নিজের বাড়িতে নিয়ে আসার জন্য কেভালারি থেকে ১০০ কিলোমিটার পথ নিজেই সেটি চালিয়েছেন। সংগৃহীত ছবি।
*কনে বিদায় অনুষ্ঠান ছিল ১০ মে। সোনুর ছোটবেলার স্বপ্ন ছিল তাঁর বউকে নিজের গাড়িতে করে বাড়ি নিয়ে আসা। তাই তিনি এই ট্রাকটি কিনেছিলেন এবং কনেকে বউকে নিজের বাড়িতে নিয়ে আসার জন্য কেভালারি থেকে ১০০ কিলোমিটার পথ নিজেই সেটি চালিয়েছেন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement