Dulha Dulhan Viral: সাদামাটা বিয়ে, কিন্তু তাও ভাইরাল...! গাড়ি, হেলিকপ্টার কিছুই নেই, কীভাবে শ্বশুরবাড়ি পৌঁছল বর-কনে, এলাকাবাসী হতবাক
- Reported by:Trending Desk
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dulha Dulhan Viral: বর তাঁর বউকে ১৬ চাকার ট্রাকে করে বাড়ি নিয়ে গেলেন। কনের বিদায়ের আগে বর এই অনন্য পদ্ধতি গ্রহণের কারণও জানান। বর সোনু বলেন, তাঁর স্বপ্ন ছিল নিজের বউকে নিজের গাড়িতে করে বাড়ি নিয়ে যাওয়া।
advertisement
advertisement
*কিন্তু, এবার একজন বর ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। এই বর তাঁর বউকে ১৬ চাকার ট্রাকে করে বাড়ি নিয়ে গেলেন। এখন সেই ভিডিও খুব ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বর নিজেই ট্রাক চালাচ্ছেন। কনে এবং কিছু আত্মীয়স্বজনও একসঙ্গে বসে আছেন। বর এবং কনে উভয়কেই খুব খুশি দেখাচ্ছে। তাঁদের দু'জনকেই ট্রাকে বাজানো সিনেমার গানের তালে নাচতে দেখা যায়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*এই ট্রাক ফিনান্সে কেনাঃ তিনি আরও বলেন, ফিনান্সে তিনি ট্রাকটি কিনেছেন। আসলে, এখন এটিই তাঁর কর্মসংস্থানের উৎস। বিয়ের আগে, তিনি কনেকে ট্রাকে করে শ্বশুরবাড়ি যাওয়ার কথাও বলেছিলেন। কনেও বরের স্বপ্ন পূরণে রাজি হয়ে যান। তারপর বিদায়ের সময়, বর কনেকে ফুল দিয়ে সাজানো একটি ট্রাকে বসিয়ে নিয়ে চলে যান। মানুষ কনে বিদায়ের এই অনন্য স্টাইলটি পছন্দ করেছে এবং এখন এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement







