শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার বিয়ে হয়েছিল ! তাঁদের আসল সম্পর্কই বা কী ছিল ?

Last Updated:
1/6
ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার আধাত্মিক প্রেমের কথা সবারই জানা আছে ৷ অনেকের মনে এই কথাই ঘুরপাক খায় যে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা প্রেম করতেন তবে তাঁদের বিয়ে হয়নি কেন ? কেউ মানেন শ্রীরাধা আয়ান ঘোষের স্ত্রী, সম্পর্কে শ্রী কৃষ্ণের মামিমা তিনি ৷ এক নজরে দেখে নিন সত্যটি ৷
ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার আধাত্মিক প্রেমের কথা সবারই জানা আছে ৷ অনেকের মনে এই কথাই ঘুরপাক খায় যে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা প্রেম করতেন তবে তাঁদের বিয়ে হয়নি কেন ? কেউ মানেন শ্রীরাধা আয়ান ঘোষের স্ত্রী, সম্পর্কে শ্রী কৃষ্ণের মামিমা তিনি ৷ এক নজরে দেখে নিন সত্যটি ৷
advertisement
2/6
এমনটাই মনে করা হয় যোগোমায়া রাদা রূপ ধরে পৃতিবীতে আবির্ভূত হয়েছিলেন ৷ মায়ের গর্ভে জন্মধারণ করার বদলে অবতরণের মাধ্যমে তাঁর জন্ম হয়েছিল ৷ তবে আর পাঁচজন সাধারণের মত রাধাকে দেখতে যাতে হয় সেই কারণেই ৯ মাস তাঁকে গর্ভে থাকতে হয়েছিল ৷ দৈবযোগে জন্ম হয়েছিল এই আসল ঘটনাটি সবার সামনে যাতে গোপন থাকে বলে এই ভাবেই জন্ম হয়েছিল ৷
এমনটাই মনে করা হয় যোগোমায়া রাদা রূপ ধরে পৃতিবীতে আবির্ভূত হয়েছিলেন ৷ মায়ের গর্ভে জন্মধারণ করার বদলে অবতরণের মাধ্যমে তাঁর জন্ম হয়েছিল ৷ তবে আর পাঁচজন সাধারণের মত রাধাকে দেখতে যাতে হয় সেই কারণেই ৯ মাস তাঁকে গর্ভে থাকতে হয়েছিল ৷ দৈবযোগে জন্ম হয়েছিল এই আসল ঘটনাটি সবার সামনে যাতে গোপন থাকে বলে এই ভাবেই জন্ম হয়েছিল ৷
advertisement
3/6
ব্রহ্ম, বেদ ও পুরাণে বর্ণিত আছে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার বিবাহ বিয়েতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন পিতামহ ব্রহ্মা ৷
ব্রহ্ম, বেদ ও পুরাণে বর্ণিত আছে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার বিবাহ বিয়েতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন পিতামহ ব্রহ্মা ৷
advertisement
4/6
তবে আয়ান ঘোষের স্ত্রী রাধা আসলে কে ? এই প্রশ্ন সবার মনে বারেবারেই ঘুরে ফিরে আসে ৷
তবে আয়ান ঘোষের স্ত্রী রাধা আসলে কে ? এই প্রশ্ন সবার মনে বারেবারেই ঘুরে ফিরে আসে ৷
advertisement
5/6
আসলে রায়ান ঘোষের বিয়ে রাধার ছায়ার সঙ্গে হয়েছিল ৷ বিয়ের কিছুদিন আগেই দেবী লক্ষ্মীরূপী রাধা মায়ের বাড়ি ছেড়ে বিষ্ণুলোকে যাত্রা করেছিলেন ৷
আসলে রায়ান ঘোষের বিয়ে রাধার ছায়ার সঙ্গে হয়েছিল ৷ বিয়ের কিছুদিন আগেই দেবী লক্ষ্মীরূপী রাধা মায়ের বাড়ি ছেড়ে বিষ্ণুলোকে যাত্রা করেছিলেন ৷
advertisement
6/6
ভগবান কৃষ্ণ বিয়ে সম্পন্ন হওয়ার পরে বাবা-মায়ের দেখাশোনা করতে পৃথিবীতে ছাড়া ছেড়ে গিয়েছিলেন ৷
ভগবান কৃষ্ণ বিয়ে সম্পন্ন হওয়ার পরে বাবা-মায়ের দেখাশোনা করতে পৃথিবীতে ছাড়া ছেড়ে গিয়েছিলেন ৷
advertisement
advertisement
advertisement