পুরাণ মতে রাজা দক্ষের সভায় ভগবান শিবের নামে নানান কটুক্তি শরু করেছিলেন সভার সবাই ৷ সেই সভায় স্বামীর নামে ব্রিদ্রুপাত্মক কথা শুনতে চাননি সতী ৷ তিনি আত্মাহুতি দিয়েছিলেন ৷ সতীর দেহত্যাগের কথা শুনে চূড়ান্ত ভাবে ক্ষেপে গিয়েছিলেন ভগবান মহেশ্বর ৷ তিনি সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় কাণ্ড শুরু করেছিলেন ৷ সেই সময়েই সতীর দেহের বিভিন্ন অঙ্গগুলি পড়ে গিয়ে এক একটি পীঠ তৈরি হয়েছিল ৷ সতীর পায়ের আঙুল পরেছিল কালীঘাটে ৷ সেই সময়ের পর থেকেই কালীঘাট একটি সতীপীঠে পরিণত হয়েছিল ৷