কোনও আবেগ বা অনুভূতি নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আধ্যাত্মবাদের এক বিশেষ ভূমিকা রয়েছে ৷
'Plane living and high thinking' বাঙালির চিরমননের সঙ্গী এই মতামতের সঙ্গেই চলে জীবন ৷
দৈনন্দিন জীবনের নানান ওঠাপড়া জীবনকে ভারাক্রান্ত করে যখন ঠিক তখনই মায়ের তীব্র শক্তিই সমস্ত জীবনকে সংগঠিত করে তোলে ৷
দিনের বেলা হোক বা রাত মায়ের নাম জীবনে এমন এক অনুভূতি নিয়ে আসে যার ফলে জীবন আরও সুন্দর হয়ে ৷
প্রচলিত একটি কথা আছে যার আছে সে মাপো, যার নেই সে জপো ৷ সাধন ভজনেই জীবনের অর্ধেক সমস্যা কেটে যায় ৷
যেভাবেই হোক জীবনে সৎ পথে থেকে থাকলে সমস্ত ইচ্ছাপূরণ হয় থাকে ৷ প্রতিটি মুহূর্তে মা তারার নামে জীবনের প্রতিট প্রান্ত বেশ সুন্দর হয়ে ওঠে ৷
...