পবনপু্ত্র হনুমানের কৃপায় বহু সঙ্কট একসঙ্গে কাটে জীবন ৷ জীবনের প্রতি মুহূর্তেই নেমে আসে স্বস্তির আবহ ৷ প্রতি মঙ্গলবার বজরঙ্গবলির উপাসনায় জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে ৷ কঠিন পরিস্থিতি থেকে সহজেই মুক্তি পাওয়া যায় ৷ লাড্ডু-কলা সহযোগে বজরঙ্গবলির পুজোয় জীবনে নেমে আসে স্বস্তি ৷ অতিরিক্ত পরিমাণে সমস্যা জীবনকে যখনই জর্জরিত তকরে ঠিক তখনই বজরঙ্গবলি রুখে দাঁড়ান ৷ শ্রীরামচন্দ্রের পরমভক্ত হনুমান তিনি বিভীষণকে শ্রীরামের দর্শন করিয়েছিলেন ৷ রামচন্দ্রের লঙ্কা জয়ে পবনপু্ত্র হনুমানের এক বড় অবদান ছিল ৷ বজরঙ্গবলির কৃপায় অন্ধত্ব রোগ দূর হয় নিমেষেই ৷ জীবের একমাত্র মঙ্গলময় রূপ তিনি ৷ জীবনের সমস্ত কামনা বাসনা পূরণ হয় ৷