এভাবেই দিনের বেশ কয়েক সময় বন্ধ থাকে।তবে তা নির্দিষ্ট নয়।সময় বদল হয়।বৃহস্পতি বার দুপুর দুটো থেকে চার ঘন্টা বন্ধ থাকে। এই সময় বিগ্রহের ফেশিয়াল করা হয় অর্থাৎ পরিষ্কার করে সাজ গোজ করানো হয়।মন্দির চত্বরের ভিতরে জগন্নাথ মন্দিরের আদলে একটি ছোট মডেল করা আছে । মন্দির চত্বরের ভিতর বিভিন্ন মন্দির আছে । এটা রাতের জগন্নাথ ধাম (বালিশাহি ,পুরী) আর মাসির বাড়ি।