হোম » ছবি » পাঁচমিশালি » ১২০০ শতকে রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানি গুণ্ডিচার মন্দির, পুরীর মন্দিরের পূর্বদিকে মন্দিরে প্রবেশের মূল ফটক

১২০০ শতকে রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানি গুণ্ডিচার মন্দির, পুরীর মন্দিরের পূর্বদিকে মন্দিরে প্রবেশের মূল ফটক

  • Bangla Editor

  • 16

    ১২০০ শতকে রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানি গুণ্ডিচার মন্দির, পুরীর মন্দিরের পূর্বদিকে মন্দিরে প্রবেশের মূল ফটক

    পুরীর মন্দিরের পূর্ব দিক অর্থাৎ সিংহদ্বার হল মন্দিরে প্রবেশের মূল র । মূল দ্বারে প্রবেশের আগে আছে অরূণস্তম্ভ। যা প্রায় তিন তলার সমান । এই স্তম্ভের উচ্চতা যেখানে শেষ হয়েছে সেই উচ্চতায় মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ বসে আছেন ।

    MORE
    GALLERIES

  • 26

    ১২০০ শতকে রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানি গুণ্ডিচার মন্দির, পুরীর মন্দিরের পূর্বদিকে মন্দিরে প্রবেশের মূল ফটক

    ১২০০ শতকে রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানি গুণ্ডিচার তত্বাবধানে এই মন্দির তৈরি হয় । মন্দিরের পশ্চিম ও উত্তর দিক দিয়ে প্রবেশ ও নিকাশ বন্ধ । দক্ষিণ দিক দিয়ে বাইরে বেরনোর পথ । আগেই লিখেছি পূর্ব দিক হল সিংহ দুয়ার । পশ্চিম দিক হল ব্যাঘ্রদুয়ার ।

    MORE
    GALLERIES

  • 36

    ১২০০ শতকে রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানি গুণ্ডিচার মন্দির, পুরীর মন্দিরের পূর্বদিকে মন্দিরে প্রবেশের মূল ফটক

    উত্তর দিক হল হস্তিদুয়ার । দক্ষিণ দিক হল অশ্ব ঘোড়া দুয়ার। মন্দিরের নিয়ম ২০১৫ থেকে বেশ বদল হয়েছে। নবকলেবর হওয়ার পর বিগ্রহ পরিক্রমা বন্ধ । মন্দির খোলে ভোর চারটেয় । সকাল ৭টায় বন্ধ। আবার সকাল ৯টায় খোলে ।

    MORE
    GALLERIES

  • 46

    ১২০০ শতকে রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানি গুণ্ডিচার মন্দির, পুরীর মন্দিরের পূর্বদিকে মন্দিরে প্রবেশের মূল ফটক

    এভাবেই দিনের বেশ কয়েক সময় বন্ধ থাকে।তবে তা নির্দিষ্ট নয়।সময় বদল হয়।বৃহস্পতি বার দুপুর দুটো থেকে চার ঘন্টা বন্ধ থাকে। এই সময় বিগ্রহের ফেশিয়াল করা হয় অর্থাৎ পরিষ্কার করে সাজ গোজ করানো হয়।মন্দির চত্বরের ভিতরে জগন্নাথ মন্দিরের আদলে একটি ছোট মডেল করা আছে । মন্দির চত্বরের ভিতর বিভিন্ন মন্দির আছে । এটা রাতের জগন্নাথ ধাম  (বালিশাহি ,পুরী) আর মাসির বাড়ি।

    MORE
    GALLERIES

  • 56

    ১২০০ শতকে রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানি গুণ্ডিচার মন্দির, পুরীর মন্দিরের পূর্বদিকে মন্দিরে প্রবেশের মূল ফটক

    মা একাদশীর মন্দির । এনাকে কোনো কারণ বশত তালা দিয়ে আটক করা বা বাঁধা আছে । এছাড়াও শিবের মন্দির আছে । মানসিক করার জন্য একটি গাছ আছে । যেখানে ৩৬৫টাকা+৩৫ টাকা। মোট ৪০০ টাকা দিয়ে মানত করতে হয় ।

    MORE
    GALLERIES

  • 66

    ১২০০ শতকে রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানি গুণ্ডিচার মন্দির, পুরীর মন্দিরের পূর্বদিকে মন্দিরে প্রবেশের মূল ফটক

    একটি ফল ত্যাগ করতে হয় । পাণ্ডা নাম, গোত্র ধরে পুজো দেন । টানা ১ বছর এই পুজো চলে । পাণ্ডাদের খাতায় নাম গত্র লেখা থাকে । এছাড়াও ৫৬০ টাকা কর সহ মোট ৬০০টাকা দিয়ে পুজো শুরু হয়। চলে এক লক্ষ টাকা পর্যন্ত ।

    MORE
    GALLERIES