Largest Airports in the World: ৩০০ বর্গ মাইলের বিমানবন্দর, টার্মিনাল বিল্ডিং-এ ঢুকতে পারে শুধু রাজপরিবার; কোন দেশে জানেন কি?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
কোন দেশে কেমন বিমানবন্দর, কোনটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তা নিয়ে সকলেরই আগ্রহ রয়েছে। জেনে নেওয়া যাক আয়তনের দিক থেকে সেরা ১০টি বিমানবন্দরের কথা।
ঘুরে বেড়াতে কার না ভাল লাগে! আর বিদেশ ভ্রমণ হলে তো কথাই নেই। দেশ-বিদেশে ঘুরতে গেলে আকাশভ্রমণ ছাড়া গত্যন্তর নেই। আর সেখানে খুবই গুরুত্বপূর্ণ হল বিমানবন্দর। কোন দেশে কেমন বিমানবন্দর, কোনটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তা নিয়ে সকলেরই আগ্রহ রয়েছে। জেনে নেওয়া যাক আয়তনের দিক থেকে সেরা ১০টি বিমানবন্দরের কথা। Photo: Twitter
advertisement
কিং ফহাদ আন্তর্জাতিক বিমানবন্দর—সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আয়তন প্রায় ৩০০ বর্গ মাইল। আয়তনে এর ধারে কাছে আর কেউ নেই। উপসাগরীয় যুদ্ধের সময় বিমানবন্দরটি একবার মার্কিন বিমানঘাঁটি ছিল। বাণিজ্যিক উড়ান চলাচলের কাজ শুরু হয় ১৯৯৯ সালে কাজ শুরু করে। আকারে বৃহত্তম হলেও যাত্রীর সংখ্যায় বিশ্বের তৃতীয়। রয়েছে দু’টি রানওয়ে এবং তিনটি টার্মিনাল বিল্ডিং, যার একটি সংরক্ষিত সৌদি রাজপরিবারের জন্য।
advertisement
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর— বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। ৫৩ বর্গ মাইল-এর বেশি জায়গা জুড়ে রয়েছে এটি। রানওয়ের দৈর্ঘ্য তিন মাইল। পৃথিবীর দীর্ঘতম রানওয়েগুলির একটি এটি। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। উপরে বিমানবন্দর, তার নীচে, ভূগর্ভে চলে রেল।
advertisement
ডালাস বা ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর— ডালাস ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে উত্তর টেক্সাস অঞ্চলে। আকারে তৃতীয় কিন্তু বিশ্বের দ্বিতীয়-ব্যস্ততম বিমানবন্দরটি ২৬ বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে। ২০২২ সালে, ৭৩ মিলিয়নেরও বেশি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন। এর ভিতরে রয়েছে স্পা, লাউঞ্জ, ক্লাব এবং অজস্র দোকান, রেস্তোরাঁ রয়েছে। বিমানবন্দরের দু’টি নিজস্ব হোটেলও রয়েছে।
advertisement
advertisement
advertisement
বেজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর— এটিও ১৮ বর্গ মাইল এলাকার উপর অবস্থিত। তবে বেজিং-এর ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরটির বিশেষত্ব অন্যত্র। এটি বিশ্বের বৃহত্তম বিমানবন্দর যা একটি ভবনে তৈরি। এই ভবনের আয়তন ৭.৫ মিলিয়ন বর্গফুট। অনন্য নকশার কারণে একে ‘স্টারফিশ’ বলা হয়। ২০১৯ সালে এর নির্মাণ হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement