Taxi-তো ইংরেজি শব্দ, বলুন তো , এর বাংলা কী? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস

Last Updated:
What is the Bengali meaning of Taxi: ট্যাক্সির বাংলা কিন্তু আমরা অনেকেই জানি না। ৯৯ শতাংশ লোককে ট্যাক্সির সঠিক বাংলা জিজ্ঞেস করা হলে তারা তা বলতে পারবে না।
1/7
আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কথাই বলে থাকি যা আদতে বাংলা নয়। আসলে ইংরেজি বা অন্য কোনও দেশের ভাষা থেকে তা গৃহীত হয়েছে।
আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কথাই বলে থাকি যা আদতে বাংলা নয়। আসলে ইংরেজি বা অন্য কোনও দেশের ভাষা থেকে তা গৃহীত হয়েছে।
advertisement
2/7
তারমধ্যে অন্যতম হল ট্যাক্সি। পরিহবহণের ক্ষেত্রে ট্যাক্সি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অ্যাপ ক্যাবের যুগে ট্যক্সির চাহিদা কমলেও তা হারিয়ে যায়নি।
তারমধ্যে অন্যতম হল ট্যাক্সি। পরিহবহণের ক্ষেত্রে ট্যাক্সি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অ্যাপ ক্যাবের যুগে ট্যক্সির চাহিদা কমলেও তা হারিয়ে যায়নি।
advertisement
3/7
কিন্তু এই TAXI-র বাংলা কিন্তু আমরা অনেকেই জানি না। ৯৯ শতাংশ লোককে ট্যাক্সির সঠিক বাংলা জিজ্ঞেস করা হলে তারা তা বলতে পারবে না।
কিন্তু এই TAXI-র বাংলা কিন্তু আমরা অনেকেই জানি না। ৯৯ শতাংশ লোককে ট্যাক্সির সঠিক বাংলা জিজ্ঞেস করা হলে তারা তা বলতে পারবে না।
advertisement
4/7
ইংরাজি ভাষায় ট্যাক্সি শব্দটি আমাদের লোকমুখে ব্যবহৃত শব্দ হয়ে গিয়েছে। বিভিন্ন লেখা থেকে শুরু করে বইতেও ট্যাক্সি শব্দ পাওয়া যায়।
ইংরাজি ভাষায় ট্যাক্সি শব্দটি আমাদের লোকমুখে ব্যবহৃত শব্দ হয়ে গিয়েছে। বিভিন্ন লেখা থেকে শুরু করে বইতেও ট্যাক্সি শব্দ পাওয়া যায়।
advertisement
5/7
ইংরাজিতে Taxi শব্দের একটি ইতিহাস রয়েছে। এই শব্দের উৎপত্তি হয়েছে জার্মান শব্দ Taxanom থেকে। এছাড়া আরও একটি ব্যাখ্যা রয়েছে।
ইংরাজিতে Taxi শব্দের একটি ইতিহাস রয়েছে। এই শব্দের উৎপত্তি হয়েছে জার্মান শব্দ Taxanom থেকে। এছাড়া আরও একটি ব্যাখ্যা রয়েছে।
advertisement
6/7
উইকিপিয়ার তথ্য অনুযায়ী, এই শব্দে tax বলতে বোঝানো হয়েছে কর কিংবা ভাড়া। আর মিটার দেখে ভাড়া দেওয়া হয় বলে  'Tax Meter'। সেখান থেকে TAXI।
উইকিপিয়ার তথ্য অনুযায়ী, এই শব্দে tax বলতে বোঝানো হয়েছে কর কিংবা ভাড়া। আর মিটার দেখে ভাড়া দেওয়া হয় বলে 'Tax Meter'। সেখান থেকে TAXI।
advertisement
7/7
বাংলা অনুবাদে, ট্যাক্সি শব্দের অর্থ ভাড়ায় খাটা কোনও ইঞ্জিনচালিত গাড়ি। তবে এর সুনির্দিষ্ট কোনও বাংলা শব্দ অনুবাদে নেই। তাই ট্যাক্সিই ব্যবহৃত হয়ে আসছে।
বাংলা অনুবাদে, ট্যাক্সি শব্দের অর্থ ভাড়ায় খাটা কোনও ইঞ্জিনচালিত গাড়ি। তবে এর সুনির্দিষ্ট কোনও বাংলা শব্দ অনুবাদে নেই। তাই ট্যাক্সিই ব্যবহৃত হয়ে আসছে।
advertisement
advertisement
advertisement