রামনবমী ২০২০: বাবা-মাকে সম্মান, ভাল চরিত্র-সহ সাতটি আবশ্যিক পথ পড়ুয়াদের সাহায্য করবেই

Last Updated:
রাম-রাবণের যুদ্ধ বারেবারেই প্রমাণ করে ধর্মের জয় আর অধর্মের পরাজয়
1/10
আজ অর্থাৎ বৃহস্পতিবার শ্রী রামচন্দ্রের জন্মদিন ৷ ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র ৷
আজ অর্থাৎ বৃহস্পতিবার শ্রী রামচন্দ্রের জন্মদিন ৷ ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র ৷
advertisement
2/10
তিনি বিনম্র, প্রজাবৎসল রাজা হিসাবে পরিচিত ৷ সাধারণত তাঁরই জীবন থেকে বেশ কিছু শেখা যেতে পারে ৷
তিনি বিনম্র, প্রজাবৎসল রাজা হিসাবে পরিচিত ৷ সাধারণত তাঁরই জীবন থেকে বেশ কিছু শেখা যেতে পারে ৷
advertisement
3/10
সাধারণত পড়ুয়ারা রামের জীবনী থেকে অনেক কিছুই শিখতে পারেন ৷ প্রধানত ছাত্র জীবন অত্যন্ত কঠোর জীবন এই সময়ে নিজেদের ভবিষ্যতের জন্য গড়ে তোলার আদর্শ সময় ৷
সাধারণত পড়ুয়ারা রামের জীবনী থেকে অনেক কিছুই শিখতে পারেন ৷ প্রধানত ছাত্র জীবন অত্যন্ত কঠোর জীবন এই সময়ে নিজেদের ভবিষ্যতের জন্য গড়ে তোলার আদর্শ সময় ৷
advertisement
4/10
রামচন্দ্রের থেকে শেখা যেতে পারে কখনও হার না মানার বিষয়টি লঙ্কেশ্বর রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়ে অশোক বনে আটকে রেখেছিলেন ৷ রামের সামনে কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও কখনও তিনি হার মানেনি ৷ লক্ষ্য অবিচল রেখে এগিয়ে গিয়েছিলেন পরবর্তীকালে ভগবান রাম রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন ৷
রামচন্দ্রের থেকে শেখা যেতে পারে কখনও হার না মানার বিষয়টি লঙ্কেশ্বর রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়ে অশোক বনে আটকে রেখেছিলেন ৷ রামের সামনে কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও কখনও তিনি হার মানেনি ৷ লক্ষ্য অবিচল রেখে এগিয়ে গিয়েছিলেন পরবর্তীকালে ভগবান রাম রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন ৷
advertisement
5/10
সবার প্রতি কেমন আচরণ করতে হয় তা শেখা যেতে পারে রামচন্দ্রের থেকেই ৷ বাবার আদেশে হাসিমুখে ১৪ বছরের বনবাস বেছে নিয়েছিলেন একবারের জন্যও বাবাকে প্রশ্ন করেননি ৷ মাতা কৈকেয়ীকেও কখনও দোষারোপ করেননি বাবা মায়ের আদেশ শিরোধার্য করেছিলেন হাসি মুখে ৷
সবার প্রতি কেমন আচরণ করতে হয় তা শেখা যেতে পারে রামচন্দ্রের থেকেই ৷ বাবার আদেশে হাসিমুখে ১৪ বছরের বনবাস বেছে নিয়েছিলেন একবারের জন্যও বাবাকে প্রশ্ন করেননি ৷ মাতা কৈকেয়ীকেও কখনও দোষারোপ করেননি বাবা মায়ের আদেশ শিরোধার্য করেছিলেন হাসি মুখে ৷
advertisement
6/10
প্রতিটি পরিস্থিতিতেই শান্ত থাকতে হয় নাহলে হওয়া কাজও ভেস্তে যায় ৷ এই চারিত্রিক বৈশিষ্ট্যটিও শ্রীরামচন্দ্রের থেকে শেখা যেতে পারে ৷ রাজা রাম সাধুর বেশে বনে বাস করছিলেন যখন সীতা ও লক্ষ্মণকে নিয়ে ৷ কখনও মুহূর্তের জন্য বিচলিত হননি ৷ তা সে বাবার মৃত্যুশোকই হোক বা সীতাকে হারাণোর যন্ত্রণা ৷
প্রতিটি পরিস্থিতিতেই শান্ত থাকতে হয় নাহলে হওয়া কাজও ভেস্তে যায় ৷ এই চারিত্রিক বৈশিষ্ট্যটিও শ্রীরামচন্দ্রের থেকে শেখা যেতে পারে ৷ রাজা রাম সাধুর বেশে বনে বাস করছিলেন যখন সীতা ও লক্ষ্মণকে নিয়ে ৷ কখনও মুহূর্তের জন্য বিচলিত হননি ৷ তা সে বাবার মৃত্যুশোকই হোক বা সীতাকে হারাণোর যন্ত্রণা ৷
advertisement
7/10
অন্যকে সম্মান দিলেই তবে সম্মান পাওয়া যায় ৷ মা-বাবা হলেন স্বয়ং ভগবান ৷ এই কথা অনেকে মানলেও এই পথ অবলম্বন করতে সক্ষম হননা ৷ কিন্তু রামচন্দ্রই প্রথম প্রতিষ্ঠা করেছিলেন বাবা-মাকে ঠিক কেমন সম্মান করা উচিৎ ৷
অন্যকে সম্মান দিলেই তবে সম্মান পাওয়া যায় ৷ মা-বাবা হলেন স্বয়ং ভগবান ৷ এই কথা অনেকে মানলেও এই পথ অবলম্বন করতে সক্ষম হননা ৷ কিন্তু রামচন্দ্রই প্রথম প্রতিষ্ঠা করেছিলেন বাবা-মাকে ঠিক কেমন সম্মান করা উচিৎ ৷
advertisement
8/10
রাবণের ভাই বিভীষণ রাজ্য থেকে বিতাড়িত হওয়ার পরে রামের কাছে আসতেই রাম বিন্দুমাত্র চিন্তা করেননি বিভীষণকে শরণে নিতে এক মুহূর্তের জন্য ভাবেননি ৷ এর থেকে অনেকেই শিখতে পারেন ক্ষমা করাটাও একটা বড় গুণ ৷
রাবণের ভাই বিভীষণ রাজ্য থেকে বিতাড়িত হওয়ার পরে রামের কাছে আসতেই রাম বিন্দুমাত্র চিন্তা করেননি বিভীষণকে শরণে নিতে এক মুহূর্তের জন্য ভাবেননি ৷ এর থেকে অনেকেই শিখতে পারেন ক্ষমা করাটাও একটা বড় গুণ ৷
advertisement
9/10
বন্ধুর বন্ধুত্ব চিরকাল মনে রাখা ৷ লক্ষ্মণ বা হনুমান শুধুই রামের ভক্ত নন ৷ এই দুই জনেই রামের অত্যন্ত ভাল বন্ধু ৷ যা বারেবারে প্রতিষ্ঠিত হয়েছে ৷ এই বন্ধুদের গুরুত্ব রামের জীবনে অত্যন্ত বেশি ৷
বন্ধুর বন্ধুত্ব চিরকাল মনে রাখা ৷ লক্ষ্মণ বা হনুমান শুধুই রামের ভক্ত নন ৷ এই দুই জনেই রামের অত্যন্ত ভাল বন্ধু ৷ যা বারেবারে প্রতিষ্ঠিত হয়েছে ৷ এই বন্ধুদের গুরুত্ব রামের জীবনে অত্যন্ত বেশি ৷
advertisement
10/10
সঙ্গীর প্রতি সৎ ও দায়িত্বশীল থাকাটাই এসেছে রামের থেকে ৷ তিনি সীতা ছাড়া কখনই দ্বিতীয় কোনও মহিলার প্রতি আগ্রহ দেখাননি ৷
সঙ্গীর প্রতি সৎ ও দায়িত্বশীল থাকাটাই এসেছে রামের থেকে ৷ তিনি সীতা ছাড়া কখনই দ্বিতীয় কোনও মহিলার প্রতি আগ্রহ দেখাননি ৷
advertisement
advertisement
advertisement