প্রতিটি পরিস্থিতিতেই শান্ত থাকতে হয় নাহলে হওয়া কাজও ভেস্তে যায় ৷ এই চারিত্রিক বৈশিষ্ট্যটিও শ্রীরামচন্দ্রের থেকে শেখা যেতে পারে ৷ রাজা রাম সাধুর বেশে বনে বাস করছিলেন যখন সীতা ও লক্ষ্মণকে নিয়ে ৷ কখনও মুহূর্তের জন্য বিচলিত হননি ৷ তা সে বাবার মৃত্যুশোকই হোক বা সীতাকে হারাণোর যন্ত্রণা ৷