সারা পৃথিবীজুড়ে নানান প্রজতির মানুষ বসবাস করেন ৷ যে বিষয়ে অনেকেরই বিশেষ ভাবে জানা নেই ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
এমন কিছু জনজাতির মানুষ আছেন যাঁদের জীবনযাপন পদ্ধতি, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, শিল্প সংস্কৃতি সমস্ত কিছুই যে বিষয়গুলি জানতে পারলেই অবাক হওয়া ছাড়া আর কিছুই থাকেনা ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
এঁদের কার্যকলাপ সম্বন্ধে অবাক হতে হয় কোনও ভাবেই বিশ্বাস করা যায়না ৷ এমনই এক জনজাতি ইনোমামি ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
তবে এঁদের একটি জেনেই হয়রান হতে হবে সেটি হল এই জনজাতির মানুষেরা নিজেদের কেউ মৃত হলে সেই মাংস ছিঁড়ে ছিঁড়ে খান ৷ দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার ব্রাজিলে বসবাস করেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
এক ভিন্ন ধরনের প্রথা রয়েছে এঁদের, এই প্রথাকে এন্ডো কেনিবলবাদ বলেই জানা গিয়েছে ৷ দ্য গার্জিয়ানের একটি খবরের ভিত্তিতে জানতে পারা গিয়েছে ব্রাজিল ও ভেনুজুয়েলায় বসবাসকারী য়নম সিনেমা নামেও পরিচিত ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
আধুনিকীরণ ও পাশ্চাত্য জগতের সঙ্গে এঁদের কোনও দেয়ানেয়া নেই ৷ এঁদের নিজেদের সংস্কৃতি মেনে চলাতেই বিশ্বাস বা ভরসা আছে ৷ কেউ এই বিষয়ে নাক গলাক এঁরা মোটেই পছন্দ করেনা ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
যদি এঁদের কেউ মৃত হন তাঁদের ভয়ঙ্কর পদ্ধতিতে শেষকৃত্য সম্পন্ন করা হয় ৷ কেউ মৃত হলে সবাই বাড়ি থেকে জড় হবে মৃতদেহ জ্বালিয়ে খেয়ে নেয় ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
মৃতদেহে আগুন দিয়ে সবাই নিজের মুখে রং মেখে নেয় তারপরে সবাই মিলে মৃতদেহ খেতে বসে আত্মীয় স্বজনের মৃত্যুর পরে গান গাইতে থাকেন এরপরেই দুঃখপ্রকাশ করেন ৷ প্রতীকী ছবি ৷