Dona Ganguly: সৌরভের স্ত্রী ডোনার নাচের স্কুলের মাইনে কত জানেন? শুনলে হয়তো বিশ্বাস হবে না!

Last Updated:
Dona Ganguly Dikkhamanjari: তিনি নিজের জগতে সফল একজন। তাঁর স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ডোনা গঙ্গোপাধ্যায়কে কে না চেনেন! নাচের জগতে তাঁর নিজস্ব পরিচিতি রয়েছে।
1/7
তিনি নিজের জগতে সফল একজন। তাঁর স্বামী সৌরভঊ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ডোনা গঙ্গোপাধ্যায়কে কে না চেনেন! নাচের জগতে তাঁর নিজস্ব পরিচিতি রয়েছে।
তিনি নিজের জগতে সফল একজন। তাঁর স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ডোনা গঙ্গোপাধ্যায়কে কে না চেনেন! নাচের জগতে তাঁর নিজস্ব পরিচিতি রয়েছে।
advertisement
2/7
ওডিসি নৃত্যশিল্পী হিসেবে তিনি স্বনামধন্যা। নাচের জগতে ডোনার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁর নাচের স্কুলের নাম দীক্ষামঞ্জরী। অনেকেই ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলে সন্তানকে নাচ শেখাতে চান। তবে কীভাবে ভর্তি, কত খরচ, সেসব ব্যাপারে তেমন কিছু জানেন না।
ওডিসি নৃত্যশিল্পী হিসেবে তিনি স্বনামধন্যা। নাচের জগতে ডোনার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁর নাচের স্কুলের নাম দীক্ষামঞ্জরী। অনেকেই ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলে সন্তানকে নাচ শেখাতে চান। তবে কীভাবে ভর্তি, কত খরচ, সেসব ব্যাপারে তেমন কিছু জানেন না।
advertisement
3/7
আজ আমরা তাঁদের একটি কাজের খবর জানাব। ভারতের আটটি ধ্রুপদি নৃত্যশৈলী রয়েছে। তার মধ্যে ওডিশি অন্যতম। ডোনা গাঙ্গুলি সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছেন তাঁর নাচের স্কুলের মাধ্যমে। এখনকার প্রজন্ম এই নাচের প্রতি টান অনুভব করছে।
আজ আমরা তাঁদের একটি কাজের খবর জানাব। ভারতের আটটি ধ্রুপদি নৃত্যশৈলী রয়েছে। তার মধ্যে ওডিশি অন্যতম। ডোনা গাঙ্গুলি সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছেন তাঁর নাচের স্কুলের মাধ্যমে। এখনকার প্রজন্ম এই নাচের প্রতি টান অনুভব করছে।
advertisement
4/7
অফলাইন এবং অনলাইন, দুভাবেই নাচ শেখানো হয় দীক্ষামঞ্জরীতে। বেহালায় অফিস। সেখানে গেলেই যাবতীয় খোঁজ পাবেন আগ্রহীরা। নাচে ভর্তি হওয়ার সব তথ্য সেখান থেকেই পাওয়া যেতে পারে।
অফলাইন এবং অনলাইন, দুভাবেই নাচ শেখানো হয় দীক্ষামঞ্জরীতে। বেহালায় অফিস। সেখানে গেলেই যাবতীয় খোঁজ পাবেন আগ্রহীরা। নাচে ভর্তি হওয়ার সব তথ্য সেখান থেকেই পাওয়া যেতে পারে।
advertisement
5/7
অনেকেই হয়তো ভাবেন, ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল মানে বেশ খরচসাপেক্ষ ব্যাপার হবে। আদতে তা নয়। দীক্ষামঞ্জরীর মাস মাইনে খুবই কম। তবে সেখানে আসন সংখ্যা বেশ কম। ফলে সেটাই একটা বড় ব্যাপার।
অনেকেই হয়তো ভাবেন, ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল মানে বেশ খরচসাপেক্ষ ব্যাপার হবে। আদতে তা নয়। দীক্ষামঞ্জরীর মাস মাইনে খুবই কম। তবে সেখানে আসন সংখ্যা বেশ কম। ফলে সেটাই একটা বড় ব্যাপার।
advertisement
6/7
যতদূর জানা যাচ্ছে, অফলাইন ক্লাসের ক্ষেত্রে মাত্র ১০০০ টাকা দিয়ে ভর্তি হওয়া যায়। মাসে বেতন ৬০০ টাকা। একটি ব্যাচে সর্বাধিক ২৫ জনকে নিয়ে ক্লাস চলে। তবে প্রাইভেট ক্লাস, বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য বেতন কাঠামো আলাদা।
যতদূর জানা যাচ্ছে, অফলাইন ক্লাসের ক্ষেত্রে মাত্র ১০০০ টাকা দিয়ে ভর্তি হওয়া যায়। মাসে বেতন ৬০০ টাকা। একটি ব্যাচে সর্বাধিক ২৫ জনকে নিয়ে ক্লাস চলে। তবে প্রাইভেট ক্লাস, বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য বেতন কাঠামো আলাদা।
advertisement
7/7
যে কেউ যাতে সেখানে নাচের শিক্ষা নিতে পারে তাই দীক্ষামঞ্জরীর মাইনে সবার সাধ্যের মধ্যে রাখা হয়েছে। বহুদিন মাইনে ৬০০ টাকারও কম ছিল। তবে সম্প্রতি মাইনে মাসে ৬০০ টাকা করা হয়েছে।
যে কেউ যাতে সেখানে নাচের শিক্ষা নিতে পারে তাই দীক্ষামঞ্জরীর মাইনে সবার সাধ্যের মধ্যে রাখা হয়েছে। বহুদিন মাইনে ৬০০ টাকারও কম ছিল। তবে সম্প্রতি মাইনে মাসে ৬০০ টাকা করা হয়েছে।
advertisement
advertisement
advertisement