Surya Grahan 2022: সূর্যগ্রহণের সময় সঙ্গম থেকে খাদ্যগ্রহণ, এগুলো কী করা উচিত, তাহলে কি হবে

Last Updated:
নিজের পরিবারের মঙ্গল কামনায় এই ছোট নিয়মগুলি মেনে চললে গ্রহণের ‘কুপ্রভাব’ স্পর্শ করবে না...
1/8
#কলকাতা: এই বছরের প্রথম সূর্যগ্রহণ (Surya Grahan) ৩০ এপ্রিল হবে৷ আর দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ২৫ অক্টোবর৷ এই প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse) হতে চলেছে বৈশাখের অমাবস্যা তিথিতে৷ আর এটা শনিবার দিন হওয়ার কারণে শনি অমাবস্যা বলেও একে বলা হয়৷ সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতেই হয়৷  Photo- Representative
#কলকাতা: এই বছরের প্রথম সূর্যগ্রহণ (Surya Grahan) ৩০ এপ্রিল হবে৷ আর দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ২৫ অক্টোবর৷ এই প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse) হতে চলেছে বৈশাখের অমাবস্যা তিথিতে৷ আর এটা শনিবার দিন হওয়ার কারণে শনি অমাবস্যা বলেও একে বলা হয়৷ সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতেই হয়৷ Photo- Representative
advertisement
2/8
সূর্য নিজের কক্ষে ভ্রমণ করে৷ কিন্তু যখন সূর্য ও পৃথিবীর মধ্য চন্দ্রমায় এসে যায় তখন সূর্যকে আর দেখা যায় না৷ একেই সূর্যগ্রহণ (Solar Eclipse) বলা হয়৷ যার গ্রহণ হয় সে গ্রাহ্য হয়৷ তাই সূর্যগ্রহণে সূর্য গ্রাহ্য ও চাঁদ গ্রাহক হয়৷ সূর্য গ্রহণের স্পর্শ পশ্চিম দিক থেকে হয়৷ চাঁদ সূর্যের পিছনে গ্রাস করে নেয়৷ আর গ্রহণের মোক্ষ পূর্ব দিকে হয়৷ আসুন জেনে নিই সূর্যগ্রহণের সময় ও গ্রহণের খারাপ প্রভাব থেকে বাঁচার উপায়ের বিষয়ে৷ গ্রহণ চলাকালীন কিছু কিছু কাজ করবেন না৷ আর গ্রহণ শেষ হলে কিছু কাজ করে নেওয়া উচিত৷ আসলে যদি গ্রহণ চলাকালীন কোনও দোষ হয়ে থাকে তা যেন কেটে যায়৷  Photo- Representative
সূর্য নিজের কক্ষে ভ্রমণ করে৷ কিন্তু যখন সূর্য ও পৃথিবীর মধ্য চন্দ্রমায় এসে যায় তখন সূর্যকে আর দেখা যায় না৷ একেই সূর্যগ্রহণ (Solar Eclipse) বলা হয়৷ যার গ্রহণ হয় সে গ্রাহ্য হয়৷ তাই সূর্যগ্রহণে সূর্য গ্রাহ্য ও চাঁদ গ্রাহক হয়৷ সূর্য গ্রহণের স্পর্শ পশ্চিম দিক থেকে হয়৷ চাঁদ সূর্যের পিছনে গ্রাস করে নেয়৷ আর গ্রহণের মোক্ষ পূর্ব দিকে হয়৷ আসুন জেনে নিই সূর্যগ্রহণের সময় ও গ্রহণের খারাপ প্রভাব থেকে বাঁচার উপায়ের বিষয়ে৷ গ্রহণ চলাকালীন কিছু কিছু কাজ করবেন না৷ আর গ্রহণ শেষ হলে কিছু কাজ করে নেওয়া উচিত৷ আসলে যদি গ্রহণ চলাকালীন কোনও দোষ হয়ে থাকে তা যেন কেটে যায়৷ Photo- Representative
advertisement
3/8
সূর্য গ্রহণের সময় ৩০ এপ্রিল শনিবার মধ্যরাতে অর্থাৎ ১২টা ১৫ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে৷ এটা শেষ হবে ১ মে রবিবার ভোর ৪টা ৭ মিনিটে৷ সূর্যগ্রহণের মোক্ষকাল ভোর ৪টা ৭ এ৷ Photo- Representative
সূর্য গ্রহণের সময় ৩০ এপ্রিল শনিবার মধ্যরাতে অর্থাৎ ১২টা ১৫ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে৷ এটা শেষ হবে ১ মে রবিবার ভোর ৪টা ৭ মিনিটে৷ সূর্যগ্রহণের মোক্ষকাল ভোর ৪টা ৭ এ৷ Photo- Representative
advertisement
4/8
সূর্যগ্রহণের সূচক কাল নয় এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না৷ ভারতে আংশিক সূর্যগ্রহণ হবে৷ এই জন্য সূচক কালের মান্যতা নেই৷ ৩০ এপ্রিলের এই সূর্যগ্রহণ আটলান্টিক, আন্টার্টিকা, দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম অংশ এবং প্রশান্ত মহাসাগরে দখা যাবে৷ Photo- Representative
সূর্যগ্রহণের সূচক কাল নয় এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না৷ ভারতে আংশিক সূর্যগ্রহণ হবে৷ এই জন্য সূচক কালের মান্যতা নেই৷ ৩০ এপ্রিলের এই সূর্যগ্রহণ আটলান্টিক, আন্টার্টিকা, দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম অংশ এবং প্রশান্ত মহাসাগরে দখা যাবে৷ Photo- Representative
advertisement
5/8
সূূর্যগ্রহণের সময় কোন কোন কাজ করবেন না (Surya Grahan Do not's) সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, উভয়কেই ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে অশুভ মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই সময়ে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তাই গ্রহনের সময় কিছু নিয়ম মেনে চলতে বলা হয়। আসন্ন সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এর সূতক সময়কাল বৈধ হবে না। কিন্তু এই সূর্যগ্রহণ ১২ টি রাশির মানুষের জীবনে প্রভাব ফেলবে। এমন পরিস্থিতিতে সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব এড়াতে কিছু কাজ করা প্রয়োজন। তবে গ্রহন চালাতে কিছু কাজ এড়িয়ে চলা উচিত৷ তা হলে রান্না করা, বা খাবার গ্রহণ করা৷ তাই গ্রহণ লাগার আগেই রান্না - খাওয়া সেরে নিন৷  এমনটাই হিন্দু শাস্ত্র অনুযায়ি নিয়ম৷  Photo- Representative
সূূর্যগ্রহণের সময় কোন কোন কাজ করবেন না (Surya Grahan Do not's) সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, উভয়কেই ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে অশুভ মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই সময়ে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তাই গ্রহনের সময় কিছু নিয়ম মেনে চলতে বলা হয়। আসন্ন সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এর সূতক সময়কাল বৈধ হবে না। কিন্তু এই সূর্যগ্রহণ ১২ টি রাশির মানুষের জীবনে প্রভাব ফেলবে। এমন পরিস্থিতিতে সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব এড়াতে কিছু কাজ করা প্রয়োজন। তবে গ্রহন চালাতে কিছু কাজ এড়িয়ে চলা উচিত৷ তা হলে রান্না করা, বা খাবার গ্রহণ করা৷ তাই গ্রহণ লাগার আগেই রান্না - খাওয়া সেরে নিন৷ এমনটাই হিন্দু শাস্ত্র অনুযায়ি নিয়ম৷ Photo- Representative
advertisement
6/8
সূর্যগ্রহণের সময় সঙ্গম করবেন না৷ শারীরিক মিলনে এই গ্রহণ চলাকালীন বিরত থাকাই পরিবারের মঙ্গলের জন্য ভাল৷ Photo- Representative
সূর্যগ্রহণের সময় সঙ্গম করবেন না৷ শারীরিক মিলনে এই গ্রহণ চলাকালীন বিরত থাকাই পরিবারের মঙ্গলের জন্য ভাল৷ Photo- Representative
advertisement
7/8
সূর্যগ্রহণের পর এই কাজটি করুন ( (Surya Grahan Do 's) গ্রহন শেষ হলে ঘর পরিষ্কার করুন। ঘরের কোণায় গঙ্গাজলও ছিটিয়ে দিতে পারেন। যাতে গ্রহনের সময় নির্গত ক্ষতিকর রশ্মির নেতিবাচক প্রভাব দূর হয়।
সূর্যগ্রহণের পর এই কাজটি করুন ( (Surya Grahan Do 's) গ্রহন শেষ হলে ঘর পরিষ্কার করুন। ঘরের কোণায় গঙ্গাজলও ছিটিয়ে দিতে পারেন। যাতে গ্রহনের সময় নির্গত ক্ষতিকর রশ্মির নেতিবাচক প্রভাব দূর হয়।
advertisement
8/8
সূূর্যগ্রহণে কোন কোন কাজ করবেন ধর্মশাস্ত্রে এই বিষয়ে প্রথম যে উপায় বলা হয়েছে তা অনুযায়ি গ্রহণের স্পর্শের সময়ে স্নান করা৷  সূর্যগ্রহণের পর স্নান করুন। সাধারণত সূর্যগ্রহণের পরে, পবিত্র নদীগুলিতে স্নান করা উচিত। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে স্নানের জলে পবিত্র নদ-নদীর জল মিশিয়ে স্নান করুন।  গ্রহন শেষে দান করতে হবে। হিন্দু ধর্মে গোমাতা৷ তাই  সূর্যগ্রহণের পর গরুকে  খাওয়ানোও শুভ।Photo- Representative  Disclaimer: এই প্রতিবেদনে লেখা তথ্য সামান্য মান্যতার ভিত্তিতে লেখা৷ এই কোনও পুষ্টি নিউজ ১৮ বাংলা করে না৷ এই বিষয়ের বিস্তারিত জানতে এই বিষয়ের বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিন৷
সূূর্যগ্রহণে কোন কোন কাজ করবেন ধর্মশাস্ত্রে এই বিষয়ে প্রথম যে উপায় বলা হয়েছে তা অনুযায়ি গ্রহণের স্পর্শের সময়ে স্নান করা৷ সূর্যগ্রহণের পর স্নান করুন। সাধারণত সূর্যগ্রহণের পরে, পবিত্র নদীগুলিতে স্নান করা উচিত। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে স্নানের জলে পবিত্র নদ-নদীর জল মিশিয়ে স্নান করুন। গ্রহন শেষে দান করতে হবে। হিন্দু ধর্মে গোমাতা৷ তাই সূর্যগ্রহণের পর গরুকে খাওয়ানোও শুভ।Photo- Representative Disclaimer: এই প্রতিবেদনে লেখা তথ্য সামান্য মান্যতার ভিত্তিতে লেখা৷ এই কোনও পুষ্টি নিউজ ১৮ বাংলা করে না৷ এই বিষয়ের বিস্তারিত জানতে এই বিষয়ের বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিন৷
advertisement
advertisement
advertisement