Snake: বলুন তো সাপের বিষের 'আসল' রং কী? ৯৯ শতাংশই ভুল উত্তর দিয়েছেন, এবার আপনার পালা...

Last Updated:
বেশিরভাগেরই ধারণা, সাপের বিষের রং নীল। কারণ সাপ যেখানে কামড়ায়, সেই জায়গাটি নীল হয়ে যায়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। সাপের বিষের রং অন্য
1/12
প্রত্যেকের জীবনেই 'জেনেরাল নলেজ' বা সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে, চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে 'জেনেরাল নলেজ'-এ এক্সপার্ট হলে আলাদাভাবে পরীক্ষকের নজরে পড়বেন! সদ্য একটি পরীক্ষার ইন্টারভিউয়ে পরীক্ষার্থীকে এমন একটি প্রশ্ন করা হয়েছিল, যেটি কিন্তু কঠিন নয়, কিন্তু উত্তর দিতে ভুল করেছিল ৯৯ শতাংশ-ই! দেখুন তো আপনি পারেন কী না
প্রত্যেকের জীবনেই 'জেনেরাল নলেজ' বা সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে, চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে 'জেনেরাল নলেজ'-এ এক্সপার্ট হলে আলাদাভাবে পরীক্ষকের নজরে পড়বেন! সদ্য একটি পরীক্ষার ইন্টারভিউয়ে পরীক্ষার্থীকে এমন একটি প্রশ্ন করা হয়েছিল, যেটি কিন্তু কঠিন নয়, কিন্তু উত্তর দিতে ভুল করেছিল ৯৯ শতাংশ-ই! দেখুন তো আপনি পারেন কী না
advertisement
2/12
সদ্য একটি চাকরির পরীক্ষায় এক পরীক্ষার্থীকে প্রশ্ন করা হয়, সাপের বিষের আসল রং কী? ৯৯ শতাংশ পরীক্ষার্থীই ভুল উত্তর দিয়েছেন। আপনি পারবেন?
সদ্য একটি চাকরির পরীক্ষায় এক পরীক্ষার্থীকে প্রশ্ন করা হয়, সাপের বিষের আসল রং কী? ৯৯ শতাংশ পরীক্ষার্থীই ভুল উত্তর দিয়েছেন। আপনি পারবেন?
advertisement
3/12
বেশিরভাগেরই ধারণা, সাপের বিষের রং নীল। কারণ সাপ যেখানে কামড়ায়, সেই জায়গাটি নীল হয়ে যায়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। সাপের বিষের রং অন্য
বেশিরভাগেরই ধারণা, সাপের বিষের রং নীল। কারণ সাপ যেখানে কামড়ায়, সেই জায়গাটি নীল হয়ে যায়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। সাপের বিষের রং অন্য
advertisement
4/12
সাপের বিষ যখন কোনও কাচের বয়ামে বা শিশিতে রাখা হয়, তখনই একমাত্র সাপের বিষের আসল রং বোঝা যায়।
সাপের বিষ যখন কোনও কাচের বয়ামে বা শিশিতে রাখা হয়, তখনই একমাত্র সাপের বিষের আসল রং বোঝা যায়।
advertisement
5/12
দেখা গিয়েছে, বেশিরভাগ সাপের বিষ হলুদ বা হালকা হলুদ রং-এর। কিছু সাপের বিষ সাদা, কিছু সাপের বিষ হালকা সবুজ রং-এরও হয়।
দেখা গিয়েছে, বেশিরভাগ সাপের বিষ হলুদ বা হালকা হলুদ রং-এর। কিছু সাপের বিষ সাদা, কিছু সাপের বিষ হালকা সবুজ রং-এরও হয়।
advertisement
6/12
সাপের বিষে থাকে প্রোটিন, পেপটাইড ও অন্যান্য রাসায়নিক পদার্থ। প্রোটিন, এনজাইম ও অন্যান্য রাসায়নিক পদার্থের সংমিশ্রণের ফলে সাপের বিষ বিষাক্ত হয়ে ওঠে।
সাপের বিষে থাকে প্রোটিন, পেপটাইড ও অন্যান্য রাসায়নিক পদার্থ। প্রোটিন, এনজাইম ও অন্যান্য রাসায়নিক পদার্থের সংমিশ্রণের ফলে সাপের বিষ বিষাক্ত হয়ে ওঠে।
advertisement
7/12
গবেষকরা বলছেন, সাপের বিষের রং মূলত নির্ভর করে বিষে থাকা L-amino acid oxidase-এর উপর।
গবেষকরা বলছেন, সাপের বিষের রং মূলত নির্ভর করে বিষে থাকা L-amino acid oxidase-এর উপর।
advertisement
8/12
সাপে কামড়ালে দেওয়া হয় অ্যান্টিভেনম। তেলঙ্গনায় তৈরি হয় অ্যান্টিভেনম। অনেক সময়েই দেখা যাচ্ছে সে অ্যান্টিভেনম কাজ করছে না পশ্চিমবঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, একেক এলাকায় একেক রকম বিষধর সাপ। কোন বিষের কত ক্ষমতা সেটা না দেখে অ্যান্টিভেনাম তৈরি করলেই সমস্যা। সাপের কামড়ে মৃতের সংখ্যা বাড়তেই থাকবে।
সাপে কামড়ালে দেওয়া হয় অ্যান্টিভেনম। তেলঙ্গনায় তৈরি হয় অ্যান্টিভেনম। অনেক সময়েই দেখা যাচ্ছে সে অ্যান্টিভেনম কাজ করছে না পশ্চিমবঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, একেক এলাকায় একেক রকম বিষধর সাপ। কোন বিষের কত ক্ষমতা সেটা না দেখে অ্যান্টিভেনাম তৈরি করলেই সমস্যা। সাপের কামড়ে মৃতের সংখ্যা বাড়তেই থাকবে।
advertisement
9/12
পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে সাপের কামড় থেকে বাঁচাতে যে অ্যান্টিভেনম দেওয়া হচ্ছে, তাতে ঠিক মতো কাজ হচ্ছে না বলে অভিযোগ
পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে সাপের কামড় থেকে বাঁচাতে যে অ্যান্টিভেনম দেওয়া হচ্ছে, তাতে ঠিক মতো কাজ হচ্ছে না বলে অভিযোগ
advertisement
10/12
তেলঙ্গনায় তৈরি হচ্ছে অ্যান্টিভেনম, তৈরি করছে একটি বেসরকারি সংস্থা। তেলঙ্গনায় তৈরি এই অ্যান্টিভেনম পশ্চিমবঙ্গ এবং দেশের বিভিন্ন রাজ্যে ঠিক মতো কাজ করছে না। এর ফলে সাপের কামড়ের পর তড়িঘড়ি হাসপাতালে গিয়েও অনেক সময়ে প্রাণে বাঁচানো যাচ্ছে না।
তেলঙ্গনায় তৈরি হচ্ছে অ্যান্টিভেনম, তৈরি করছে একটি বেসরকারি সংস্থা। তেলঙ্গনায় তৈরি এই অ্যান্টিভেনম পশ্চিমবঙ্গ এবং দেশের বিভিন্ন রাজ্যে ঠিক মতো কাজ করছে না। এর ফলে সাপের কামড়ের পর তড়িঘড়ি হাসপাতালে গিয়েও অনেক সময়ে প্রাণে বাঁচানো যাচ্ছে না।
advertisement
11/12
কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার তারতম্যের ভিত্তিতে সাপের বিষের শক্তি বদলে যায়। একই সাপ কোথাও মারাত্মক বিষধর। কোথাও আবার ততটা বিষধর নয়
কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার তারতম্যের ভিত্তিতে সাপের বিষের শক্তি বদলে যায়। একই সাপ কোথাও মারাত্মক বিষধর। কোথাও আবার ততটা বিষধর নয়
advertisement
12/12
যেখানে যেরকম বিষ সেখানে সেরকম অ্যান্টিভেনম দরকার। এই কারণেই তেলঙ্গানায় তৈরি অ্যান্টিভেনম পশ্চিমবঙ্গে ঠিক মতো কাজ করছে না
যেখানে যেরকম বিষ সেখানে সেরকম অ্যান্টিভেনম দরকার। এই কারণেই তেলঙ্গানায় তৈরি অ্যান্টিভেনম পশ্চিমবঙ্গে ঠিক মতো কাজ করছে না
advertisement
advertisement
advertisement