ছাদ থেকে 'হিস হিস' শব্দ! ঘরের বাইরে আসতেই ভয়ে 'কাঠ' বাবা-মা! এদিকে মেয়ে যা করল...

Last Updated:
Girl in Love with snake: সাপ নয়, কিশোরী নিজেই বোধহয় প্রেমে পড়ল সাপের! কুঁড়ে ঘরের চালে হিস হিস করছিল সেই বিশাল অজগর। এদিকে ভয়-ডর নেই সেই মেয়ের! সবাই দেখল...
1/8
কিছুদিন আগেই একটি সাপের প্রেমে পড়ার গল্প ভাইরাল হয়েছিল। এক কিশোরীর প্রেমে পড়ে সেই সাপ নাকি বারবার ফিরে আসছিল ছোবল দিতে। ৫ বছরে ১১বার! এবার আর এক সাপের গল্প। যেখানে সাপ নয়, কিশোরী নিজেই বোধহয় প্রেমে পড়ল সাপের!
কিছুদিন আগেই একটি সাপের প্রেমে পড়ার গল্প ভাইরাল হয়েছিল। বারবার ফিরে আসছিল ছোবল দিতে। ৫ বছরে ১১বার! এবার আর এক সাপের গল্প। যেখানে সাপ নয়, কিশোরী নিজেই বোধহয় প্রেমে পড়ল সাপের!
advertisement
2/8
কুঁড়ে ঘরে হানা দিয়েছিল এই বিশাল পাইথন! চালের উপর 'হিস হিস' শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এলেন সবাই। তার পরেই ভয়ে শিউরে উঠলেন! কিন্তু কিশোরী মেয়েটি একটুও ভয় পেল না।
কুঁড়ে ঘরে হানা দিয়েছিল এই বিশাল পাইথন! চালের উপর 'হিস হিস' শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এলেন সবাই। তার পরেই ভয়ে শিউরে উঠলেন! কিন্তু কিশোরী মেয়েটি একটুও ভয় পেল না।
advertisement
3/8
বিশাল অজগরকে দেখে মেয়েটি যা করল ভাবতেও পারছেন না। কারও নিষেধ না শুনেই সাজতে গেল সে। দৌড়ে ঘরে গিয়ে আবার বেরিয়ে এল যে ভাবে, তাতে সবাই বলল, সাপটিকে ভাল লেগে গিয়েছে মেয়েটির।
বিশাল অজগরকে দেখে মেয়েটি যা করল ভাবতেও পারছেন না। কারও নিষেধ না শুনেই সাজতে গেল সে। দৌড়ে ঘরে গিয়ে আবার বেরিয়ে এল যে ভাবে, তাতে সবাই বলল, সাপটিকে ভাল লেগে গিয়েছে মেয়েটির।
advertisement
4/8
আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য যে কোনও কিছু করতে দেখা যায় মানুষকে। শুধুমাত্র কিছু লাইক এবং ভিউয়ের জন্য মানুষ বিপজ্জনক স্টান্ট করতে দ্বিধা করে না। আগে দুর্ঘটনা ঘটলে মানুষ সাহায্যের জন্য ছুটে যেত। কিন্তু এখন কোনও দুর্ঘটনা ঘটলে সবাই মোবাইল ফোন বের করে সেটির ভিডিও বানাতে শুরু করে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি! যা দেখে চক্ষু চড়কগাছ সবার।
আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য যে কোনও কিছু করতে দেখা যায় মানুষকে। শুধুমাত্র কিছু লাইক এবং ভিউয়ের জন্য মানুষ বিপজ্জনক স্টান্ট করতে দ্বিধা করে না। আগে দুর্ঘটনা ঘটলে মানুষ সাহায্যের জন্য ছুটে যেত। কিন্তু এখন কোনও দুর্ঘটনা ঘটলে সবাই মোবাইল ফোন বের করে সেটির ভিডিও বানাতে শুরু করে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি! যা দেখে চক্ষু চড়কগাছ সবার।
advertisement
5/8
কুঁড়ে ঘরের চালে হিস হিস করছিল সেই বিশাল অজগর। এদিকে ভয়-ডর নেই সেই মেয়ের! সবাই দেখল সে নাচছে সামনে। নাগিনের মতো! মেয়েটিকে অজগরের সামনে নাচতে দেখে ভয়ে কাঁপছে নেটদুনিয়া।
কুঁড়ে ঘরের চালে হিস হিস করছিল সেই বিশাল অজগর। এদিকে ভয়-ডর নেই সেই মেয়ের! সবাই দেখল সে নাচছে সামনে। নাগিনের মতো! মেয়েটিকে অজগরের সামনে নাচতে দেখে ভয়ে কাঁপছে নেটদুনিয়া।
advertisement
6/8
এত বড় অজগর দেখে সবাই অবাক! সেটিকে তাড়ানোর জন্য লোক জড়ো করার কথা কোথায়! খবর দেওয়া উচিত ছিল বন দফতরে... সে সব না করে ভাইরাল হতে চেয়ে সাপের সামনেই নাচতে লাগল মেয়ে।
এত বড় অজগর দেখে সবাই অবাক! সেটিকে তাড়ানোর জন্য লোক জড়ো করার কথা কোথায়! খবর দেওয়া উচিত ছিল বন দফতরে... সে সব না করে ভাইরাল হতে চেয়ে সাপের সামনেই নাচতে লাগল মেয়ে।
advertisement
7/8
এভাবেই 'সুজোগ'-এর সদ্ব্যবহার করে দেখিয়ে দিল সেই কিশোরী। কুঁড়ে ঘরের চালে তখনও অজগরটি রয়েছে! যে কোনও সময় খেয়ে নিতে পারে মেয়েটিকে। তার ভ্রূক্ষেপ নেই। সবাই এই ঘরের কাছে এসে পালিয়ে গেলেন।
এভাবেই 'সুজোগ'-এর সদ্ব্যবহার করে দেখিয়ে দিল সেই কিশোরী। কুঁড়ে ঘরের চালে তখনও অজগরটি রয়েছে! যে কোনও সময় খেয়ে নিতে পারে মেয়েটিকে। তার ভ্রূক্ষেপ নেই। সবাই এই ঘরের কাছে এসে পালিয়ে গেলেন।
advertisement
8/8
স্থানীয়দের নিষেধ অগ্রাহ্য করেই সাপকে প্রেমিকের মতো তুষ্ট করে চলল সেই মেয়ে। 

ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক বার দেখা হয়েছে। তবে অনেকেই একে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন। ভিডিওটি কোথাকার তা জানা না গেলেও মেয়েটির নাচ এবং এই বিপজ্জনক পরিবেশ ভিডিওটিকে ভাইরাল করেছে।
স্থানীয়দের নিষেধ অগ্রাহ্য করেই সাপকে প্রেমিকের মতো তুষ্ট করে চলল সেই মেয়ে। ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক বার দেখা হয়েছে। তবে অনেকেই একে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন। ভিডিওটি কোথাকার তা জানা না গেলেও মেয়েটির নাচ এবং এই বিপজ্জনক পরিবেশ ভিডিওটিকে ভাইরাল করেছে।
advertisement
advertisement
advertisement