Snake: বিষধর হোক বা নির্বিষ, সব সাপের খোলসের রঙ একই! কারণটা অবাক করবেই

Last Updated:
ভয়ঙ্কর সুন্দর এই প্রাণীর গায়ের রং দেখলে মাঝে মাঝে মুগ্ধ হয়। কিন্তু সব সাপের খোলসই সাদা হয়।
1/6
বিশ্বে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। আবার সাদা, কালো, সবুজ, সাদা-কালো ডোরাকাটা, বিভিন্ন ধরনের রঙের সাপও রয়েছে।
বিশ্বে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। আবার সাদা, কালো, সবুজ, সাদা-কালো ডোরাকাটা, বিভিন্ন ধরনের রঙের সাপও রয়েছে।
advertisement
2/6
ভয়ঙ্কর সুন্দর এই প্রাণীর গায়ের রং দেখলে মাঝে মাঝে মুগ্ধ হয়। কিন্তু সাপের খোলস বরাবরই সাদা হয়।
ভয়ঙ্কর সুন্দর এই প্রাণীর গায়ের রং দেখলে মাঝে মাঝে মুগ্ধ হয়। কিন্তু সাপের খোলস বরাবরই সাদা হয়।
advertisement
3/6
আসলে সাপের ত্বকের তার ভিতরের স্থির ত্বকে থাকে। অর্থাত্‍ সাপের একেবারে উপরের ত্বক নয় যেটি। সাপের আসল উজ্জ্বল রংয়ের উপরে যে আঁশ থাকে তা সাধারণত স্বচ্ছ হয়।
আসলে সাপের ত্বকের তার ভিতরের স্থির ত্বকে থাকে। অর্থাত্‍ সাপের একেবারে উপরের ত্বক নয় যেটি। সাপের আসল উজ্জ্বল রংয়ের উপরে যে আঁশ থাকে তা সাধারণত স্বচ্ছ হয়।
advertisement
4/6
যা সাপের খোলস হিসেবে সাপ কিছু সময় পর পর ফেলে দেয়। তবে কখনও কখনও সাপের খোলসেও রঙ দেখা যায়।
যা সাপের খোলস হিসেবে সাপ কিছু সময় পর পর ফেলে দেয়। তবে কখনও কখনও সাপের খোলসেও রঙ দেখা যায়।
advertisement
5/6
কিং কোবরা বছরে প্রায় পাঁচবার খোলস ত‍্যাগ করে। সাপ কতবার খোলস ত‍্যাগ করবে তা সাপের বয়স, প্রজাতি-সহ অন‍্যান‍্য বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে।
কিং কোবরা বছরে প্রায় পাঁচবার খোলস ত‍্যাগ করে। সাপ কতবার খোলস ত‍্যাগ করবে তা সাপের বয়স, প্রজাতি-সহ অন‍্যান‍্য বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে।
advertisement
6/6
বয়সের সঙ্গে সাপের দেহ লম্বা হয়। কিন্তু উপরের ত্বকটি ততটা বাড়ে না। আবার অনেক পরজীবী থেকে মুক্তি পাওয়ার জন‍্যও সাপ খোলস ত‍্যাগ করে।
বয়সের সঙ্গে সাপের দেহ লম্বা হয়। কিন্তু উপরের ত্বকটি ততটা বাড়ে না। আবার অনেক পরজীবী থেকে মুক্তি পাওয়ার জন‍্যও সাপ খোলস ত‍্যাগ করে।
advertisement
advertisement
advertisement