Snake Facts: মাঝেমধ্যে নিজেই নিজেকে ছোবল মারে সাপ! জানেন এটা কেন করে ওরা? অদ্ভুত নয়, আছে ভয়ঙ্কর কারণ!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
নিজের লেজ কামড়ে ফেলা বা গিলে ফেলার চেষ্টা কখন করে? এর পিছনে অনেক ভৌতিক কারণ লুকিয়ে থাকলেও আছে বৈজ্ঞানিক কারণ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
[caption id="" align="aligncenter" width="1200"] ইক্টোথার্মিক (ঠান্ডা রক্তের) প্রাণী হিসেবে, সাপ তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বাহ্যিক তাপ উৎসের উপর নির্ভর করে। AZ Animals এর মতে , আশাপশের পরিবেশের অতিরিক্ত তাপ সাপকে এতটাই বিভ্রান্ত করতে পারে যে সে তার নিজের লেজকেই শিকার ভেবে ভুল করে, কখনও কখনও স্ব-খাদক হয়ে যায়৷ Generated image</dd>
<dd>[/caption]
advertisement
advertisement
কিছু ক্ষেত্রে, মস্তিষ্কের আঘাত বা স্নায়বিক ব্যাধির কারণে সাপ অস্বাভাবিক আচরণ করতে পারে। এই অবস্থাগুলি জন্মগতভাবে উপস্থিত হতে পারে অথবা অসুস্থতা, আঘাত বা আঘাতের ফলে হতে পারে। আক্রান্ত সাপ বারবার নিজের লেজকেই তাড়া করতে পারে অথবা বারবার নিজেদের কামড়াতে পারে। দুর্ভাগ্যবশত, প্রায়শই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাগুলির ভুল ব্যাখ্যা করা হয়৷ Generated image