Maneater Snakes: দানবের মতন চেহারা, বিশাল হাঁ-মুখে মানুষও এদের খাদ্য তালিকায়! জানেন মানুষখেকো সাপেদের?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পৃথিবীতে মোট পাঁচ ধরনের পাইথন বা অজগরের খোঁজ পাওয়া যায় যারা হরিণ,ছাগল, শুয়োর, কুমির, বাছুর ছাড়া কখনও কখনও মানুষও শিকার করে বা করার ক্ষমতা রাখে। এদের মধ্যে কারা রয়েছে মানুষখেকো সাপের তালিকায়?
advertisement
advertisement
এই সরীসৃপের সবথেকে কুখ্যাত ঘটনা সামনে আসে ২০২৪ সালের জুন মাসে। ইন্দোনেশিয়ায় এক জন মহিলাকে ১৬ ফুট লম্বা একটি এই প্রজাতির অজগরের পেটে পাওয়া গিয়েছিল। মহিলা নিখোঁজ হওয়ার পর সেখানে একটি অজগরকে পেট ফোলা অবস্থায় দেখতে পান স্থানীয় মানুষ। সন্দেহ হওয়ায় সাপটি কেটে ফেলার পর মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।
advertisement
এই সরীসৃপের অন্যতম বৈশিষ্ট্য নমনীয় চোয়াল এবং পেট ও অন্ত্র প্রসারিত করার ক্ষমতা। অজগরের এই প্রজাতিকে বড় প্রাণী, এমনকি মানুষকে গিলে ফেলতেও সাহায্য করে। এই মাংসাশী প্রজাতিটি সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি খায়। তাদের এমন শিকারের প্রতি প্রবল আগ্রহ রয়েছে যা তারা পুরো গিলে ফেলতে পারে। তাই তারা সাধারণত বড় প্রাণী এড়িয়ে চলে। এরা ডিম এবং মৃতদেহও খায়।
advertisement
মানুষখেকো আরও একটি সরীসৃপ হল আফ্রিকান রক পাইথন। বিশ্বের বৃহত্তম সাপের প্রজাতিগুলির মধ্যে একটি। তবে তারা রেটিকুলেটেড পাইথনের মতো লম্বা নয়। এই সাপগুলি আফ্রিকার বেশির ভাগ অংশ জুড়ে বাস করে এবং তাদের বাসস্থানের উপর নির্ভর করে বিভিন্ন উপ-প্রজাতিতে বিভক্ত। মধ্য আফ্রিকার রক পাইথন হল বৃহত্তম উপ-প্রজাতি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement