৪ মাসের 'খিদে' জমে আছে! 'লকলক' করছে সাপের জিভ...! বসন্তে বেরিয়েছে সাপ, ঘরে 'এইগুলো' জমতে দিলেই বিপদ!

Last Updated:
Hungry Snakes: শীতঘুম শেষে বসন্তে সাপেরা গর্ত থেকে বেরিয়ে আসছে, ফলে সাপের কামড়ের ঘটনা বাড়তে পারে। হাজারিবাগের মুরারি সিং প্রতিদিন সাপ উদ্ধার করছেন। কী করলে ঘরে সাপ আসবে না জানুন!
1/9
শীতঘুমে ছিল সাপেরা এতদিন। তাই মানুষও নির্ভয়ে ছিল। কিন্তু এবার সাপেদের বেরিয়ে আসার সময় হয়েছে। বসন্ত এলেই গর্ত থেকে বেরোতে শুরু করে সাপ, মনে রাখবেন চার মাসের ক্ষুধার্ত তারা! বাড়িতে জমতে দেবেন না এই জিনিসগুলি...তাহলেই ঘর ভরে যাবে সাপে! সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এগুলোই, জানুন।
শীতঘুমে ছিল সাপেরা এতদিন। তাই মানুষও নির্ভয়ে ছিল। কিন্তু এবার সাপেদের বেরিয়ে আসার সময় হয়েছে। বসন্ত এলেই গর্ত থেকে বেরোতে শুরু করে সাপ, মনে রাখবেন চার মাসের ক্ষুধার্ত তারা! বাড়িতে জমতে দেবেন না এই জিনিসগুলি...তাহলেই ঘর ভরে যাবে সাপে! সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এগুলোই, জানুন।
advertisement
2/9
সাপের কামড় থেকে বাঁচার উপায়: হাজারিবাগের সাপ উদ্ধারকারী মুরারি সিং জানাচ্ছেন, বসন্ত পঞ্চমীর পর থেকেই প্রতিদিন অন্তত এক-দুটি সাপ উদ্ধার করতে হচ্ছে। অর্থাৎ, সাপেরা এখন গর্ত ছেড়ে বেরিয়ে আসছে। তারা চার মাস কোনও শিকার করেনি, তাই এখন খাবারের সন্ধানে ঘোরাফেরা শুরু করেছে। ঢুকে পড়ছে ঘরে।
সাপের কামড় থেকে বাঁচার উপায়: হাজারিবাগের সাপ উদ্ধারকারী মুরারি সিং জানাচ্ছেন, বসন্ত পঞ্চমীর পর থেকেই প্রতিদিন অন্তত এক-দুটি সাপ উদ্ধার করতে হচ্ছে। অর্থাৎ, সাপেরা এখন গর্ত ছেড়ে বেরিয়ে আসছে। তারা চার মাস কোনও শিকার করেনি, তাই এখন খাবারের সন্ধানে ঘোরাফেরা শুরু করেছে। ঢুকে পড়ছে ঘরে।
advertisement
3/9
শীতের ঘুম শেষে সাপের চলাফেরা বাড়ছে--- বসন্ত এসে গিয়েছে, আর তার সঙ্গেই জাগছে প্রকৃতি। তবে শুধু গাছপালা নয়, জাগছে সাপেরাও! বিশেষজ্ঞদের মতে, শীতকালে সাপ শীতঘুমে চলে যায়। সেই সময় সাপের কামড়ের ঘটনা কমে যায়।
শীতের ঘুম শেষে সাপের চলাফেরা বাড়ছে--- বসন্ত এসে গিয়েছে, আর তার সঙ্গেই জাগছে প্রকৃতি। তবে শুধু গাছপালা নয়, জাগছে সাপেরাও! বিশেষজ্ঞদের মতে, শীতকালে সাপ শীতঘুমে চলে যায়। সেই সময় সাপের কামড়ের ঘটনা কমে যায়।
advertisement
4/9
এই সময় শরীরে জমিয়ে রাখা মেদই তাদের খাদ্য হিসাবে কাজ করে। মাঝেমধ্যে রোদ পোহানোর জন্য তারা গর্ত থেকে বেরোলে‌ও মূলত শীতের মরসুমে তারা নিষ্ক্রিয়ই থাকে।
এই সময় শরীরে জমিয়ে রাখা মেদই তাদের খাদ্য হিসাবে কাজ করে। মাঝেমধ্যে রোদ পোহানোর জন্য তারা গর্ত থেকে বেরোলে‌ও মূলত শীতের মরসুমে তারা নিষ্ক্রিয়ই থাকে।
advertisement
5/9
কিন্তু বসন্ত এলেই পরিস্থিতি বদলে যায়। এখন সাপেরা শুধু জঙ্গলে নয়, মানুষের বসতিতেও দেখা যাচ্ছে। হাজারিবাগের ‘সাপ বন্ধু’ মুরারি সিং জানিয়েছেন, বসন্ত পঞ্চমীর পর থেকে প্রতিদিনই সাপ উদ্ধার করার জন্য ফোন পাচ্ছেন। প্রায় প্রতিদিনই এক-দুটি সাপ উদ্ধার করতে হচ্ছে। যেহেতু চার মাস ধরে তারা কোনও শিকার করেনি, তাই এখন ক্ষুধার্ত অবস্থায় খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। ফলে এই সময় সাপের কামড়ের ঘটনা বাড়তে পারে।
কিন্তু বসন্ত এলেই পরিস্থিতি বদলে যায়। এখন সাপেরা শুধু জঙ্গলে নয়, মানুষের বসতিতেও দেখা যাচ্ছে। হাজারিবাগের ‘সাপ বন্ধু’ মুরারি সিং জানিয়েছেন, বসন্ত পঞ্চমীর পর থেকে প্রতিদিনই সাপ উদ্ধার করার জন্য ফোন পাচ্ছেন। প্রায় প্রতিদিনই এক-দুটি সাপ উদ্ধার করতে হচ্ছে। যেহেতু চার মাস ধরে তারা কোনও শিকার করেনি, তাই এখন ক্ষুধার্ত অবস্থায় খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। ফলে এই সময় সাপের কামড়ের ঘটনা বাড়তে পারে।
advertisement
6/9
বাড়ির আশপাশে এই জিনিস জমতে দেবেন না--- সাপের উপদ্রব থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ইটের স্তূপ জমতে দেবেন না: সাপেরা সাধারণত ইটের স্তূপে আশ্রয় নেয়, তাই বাড়ির আশেপাশে ইট থাকলে সেগুলি সরিয়ে ফেলুন।
বাড়ির আশপাশে এই জিনিস জমতে দেবেন না--- সাপের উপদ্রব থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ইটের স্তূপ জমতে দেবেন না: সাপেরা সাধারণত ইটের স্তূপে আশ্রয় নেয়, তাই বাড়ির আশেপাশে ইট থাকলে সেগুলি সরিয়ে ফেলুন।
advertisement
7/9
মাটিতে ঘুমাবেন না: মাটিতে ঘুমালে সাপের কামড়ের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। যদি মাটিতে শুতে হয়, তাহলে অবশ্যই মশারি ব্যবহার করুন। জঞ্জাল পরিষ্কার রাখুন:শুকনো পাতা, কাঠের গুঁড়ো, আবর্জনার স্তূপ জমতে দেবেন না, কারণ সাপ সেগুলির মধ্যেও লুকিয়ে থাকতে পারে।
মাটিতে ঘুমাবেন না: মাটিতে ঘুমালে সাপের কামড়ের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। যদি মাটিতে শুতে হয়, তাহলে অবশ্যই মশারি ব্যবহার করুন। জঞ্জাল পরিষ্কার রাখুন:শুকনো পাতা, কাঠের গুঁড়ো, আবর্জনার স্তূপ জমতে দেবেন না, কারণ সাপ সেগুলির মধ্যেও লুকিয়ে থাকতে পারে।
advertisement
8/9
চাষিদের বিশেষ সতর্কবার্তা---সাপ বিশেষজ্ঞ মুরারি সিং চাষিদের উদ্দেশ্যে বলেন, যারা মাঠে কাজ করতে যাচ্ছেন, তারা অবশ্যই জুতো পরে যান। কারণ সাপের কামড়ের বেশিরভাগ ঘটনাই পায়ে হয়। তাই পা ঢাকা থাকে এমন জুতো পরা বাধ্যতামূলক।
চাষিদের বিশেষ সতর্কবার্তা--- সাপ বিশেষজ্ঞ মুরারি সিং চাষিদের উদ্দেশ্যে বলেন, যারা মাঠে কাজ করতে যাচ্ছেন, তারা অবশ্যই জুতো পরে যান। কারণ সাপের কামড়ের বেশিরভাগ ঘটনাই পায়ে হয়। তাই পা ঢাকা থাকে এমন জুতো পরা বাধ্যতামূলক।
advertisement
9/9
সর্প বিশারদ আরও বলেন, 'সাবধান থাকুন, সতর্ক থাকুন! প্রকৃতির সঙ্গে সহাবস্থান বজায় রাখুন, কিন্তু সাপ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাও জরুরি।'
সর্প বিশারদ আরও বলেন, 'সাবধান থাকুন, সতর্ক থাকুন! প্রকৃতির সঙ্গে সহাবস্থান বজায় রাখুন, কিন্তু সাপ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাও জরুরি।'
advertisement
advertisement
advertisement