সাপকে টেনে আনে এইসব জিনিস! গন্ধ পেলেই হিসহিস করে ছুটে আসে সাপের দল! জানেন কোন কোন জিনিস এড়িয়ে চলবেন?

Last Updated:
সাপের কিছু কিছু জিনিস অত্যন্ত পছন্দ। গন্ধের দিক থেকেও বিভিন্ন জিনিস সাপেদের অত্যন্ত প্রিয়। এই সকল জিনিস সাপ শুঁকলেই তীব্র গন্ধে আকৃষ্ট হয়।
1/8
 শীতকাল এলে সাপের উপদ্রব অনেকটাই কমে যায়। কিন্তু, ভারতের বিভিন্ন জায়গায় সাপের উপদ্রব সারা বছরই লেগে থাকে। আপনি কী জানেন কোন কোন গন্ধে সাপ আকৃষ্ট হয়? জানলে অবাক হবেন আপনি
শীতকাল এলে সাপের উপদ্রব অনেকটাই কমে যায়। কিন্তু, ভারতের বিভিন্ন জায়গায় সাপের উপদ্রব সারা বছরই লেগে থাকে। আপনি কী জানেন কোন কোন গন্ধে সাপ আকৃষ্ট হয়? জানলে অবাক হবেন আপনি
advertisement
2/8
 সাপের কিছু কিছু জিনিস অত্যন্ত পছন্দ। গন্ধের দিক থেকেও বিভিন্ন জিনিস সাপেদের অত্যন্ত প্রিয়। এই সকল জিনিস সাপ শুঁকলেই তীব্র গন্ধে আকৃষ্ট হয়।
সাপের কিছু কিছু জিনিস অত্যন্ত পছন্দ। গন্ধের দিক থেকেও বিভিন্ন জিনিস সাপেদের অত্যন্ত প্রিয়। এই সকল জিনিস সাপ শুঁকলেই তীব্র গন্ধে আকৃষ্ট হয়।
advertisement
3/8
 ইঁদুরের মূত্রের গন্ধ<br />ইঁদুরের মূত্রের গন্ধের মাধ্যমে সাপ আকৃষ্ট হয়ে থাকে। কারণ, সাপের প্রধান খাবার হল ইঁদুর। এরফলে সাপ মনে করে সেখানে ইঁদুর থাকতে পারে ফলে সেখানে সাপের উপদ্রব বাড়তে পারে।
ইঁদুরের মূত্রের গন্ধইঁদুরের মূত্রের গন্ধের মাধ্যমে সাপ আকৃষ্ট হয়ে থাকে। কারণ, সাপের প্রধান খাবার হল ইঁদুর। এরফলে সাপ মনে করে সেখানে ইঁদুর থাকতে পারে ফলে সেখানে সাপের উপদ্রব বাড়তে পারে।
advertisement
4/8
 পাখির ডিমের গন্ধ সাপকে আকৃষ্ট করতে পারে। সাধারণত, সাপ এই গন্ধ পেয়ে পাখির বাসার কাছে যায়, বাসার আশেপাশে সাপ ওঁৎ পেতে বসে থাকে শিকারের আশায়।
পাখির ডিমের গন্ধ সাপকে আকৃষ্ট করতে পারে। সাধারণত, সাপ এই গন্ধ পেয়ে পাখির বাসার কাছে যায়, বাসার আশেপাশে সাপ ওঁৎ পেতে বসে থাকে শিকারের আশায়।
advertisement
5/8
মানুষ হয়ত এই গন্ধ খুব একটা লক্ষ্য করে না, কিন্তু সাপের গন্ধের অনুভূতি খুব তীব্র। একবার তারা এই গন্ধ পেলে, সাপগুলি সেই গন্ধের দিকে চলা বন্ধ করে দেয়।
নোংরা এবং ডাস্টবিনে- এই ধরনের নোংরা জায়গাতেও সাপ আসতে পারে। কারণ এই ধরনের জায়গায় বিভিন্ন কীট বাসা বাঁধে। সেখানেই সাপেরা খাবার খুঁজতে আসে।
advertisement
6/8
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
কুকুর-বিড়ালের খাবারের প্রতি সাপ আকৃষ্ট হয়। কারণ, ওই খাবারের গন্ধ শুঁকে সেখানে সাপ আসে। ফলে, সেখানে সাপ আসার প্রবণতা বাড়ে।
advertisement
7/8
 রান্নাঘরে মাছ, মাংসের গন্ধে ইঁদুর আসে। ফলে, এই সময় সাপও আকৃষ্ট হয়ে আসে। এইসব খাবার ফ্রিজে রাখাই শ্রেয়।
রান্নাঘরে মাছ, মাংসের গন্ধে ইঁদুর আসে। ফলে, এই সময় সাপও আকৃষ্ট হয়ে আসে। এইসব খাবার ফ্রিজে রাখাই শ্রেয়।
advertisement
8/8
 চামেলি, লেমনগ্রাস ইত্যাদির গন্ধে ইঁদুর আকর্ষিত হয়। সাপের এইধরনের গন্ধ অত্যন্ত প্রিয়। ফলে এইসকল জায়গায় সাপ হানা দেয়।
চামেলি, লেমনগ্রাস ইত্যাদির গন্ধে ইঁদুর আকর্ষিত হয়। সাপের এইধরনের গন্ধ অত্যন্ত প্রিয়। ফলে এইসকল জায়গায় সাপ হানা দেয়।
advertisement
advertisement
advertisement