Scorpion Venom: এক কামড়েই মৃত্যু অনিবার্য! অথচ কোটি কোটি টাকার মালিক বানাতে পারে ছোট্ট এই প্রাণী

Last Updated:
Scorpion Venom can make Millionaire: এর বিষ সংগ্রহ করে বিক্রি করতে পারলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া সম্ভব।
1/5
বিষাক্ত সাপ যেমন প্রাণ কাড়তে পারে, তেমন সাপের সেই বিষই কিন্তু জীবনদায়ী হয়ে উঠতে পারে। আসলে সাপের বিষ বহু মারণ এবং জটিল রোগের চিকিৎসায় কাজে আসে। ফলে এই বিষ কিন্তু দুর্মূল্য! তবে সাপের মতোই কিংবা সাপের তুলনায় বিষাক্ত আরও একটি প্রাণী রয়েছে। সেই প্রাণীর এক কামড়েই জীবন চলে যেতে পারে। তবে এর বিষ সংগ্রহ করে বিক্রি করতে পারলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া সম্ভব।
বিষাক্ত সাপ যেমন প্রাণ কাড়তে পারে, তেমন সাপের সেই বিষই কিন্তু জীবনদায়ী হয়ে উঠতে পারে। আসলে সাপের বিষ বহু মারণ এবং জটিল রোগের চিকিৎসায় কাজে আসে। ফলে এই বিষ কিন্তু দুর্মূল্য! তবে সাপের মতোই কিংবা সাপের তুলনায় বিষাক্ত আরও একটি প্রাণী রয়েছে। সেই প্রাণীর এক কামড়েই জীবন চলে যেতে পারে। তবে এর বিষ সংগ্রহ করে বিক্রি করতে পারলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া সম্ভব।
advertisement
2/5
শুনে নিশ্চয়ই মনে হচ্ছে যে, এত বিষাক্ত প্রাণীর সন্ধান নিশ্চয়ই পাওয়া যাবে আমাজনের দুর্গম জঙ্গলে। কিংবা বড়জোর পাওয়া যেতে পারে আফ্রিকার গহীন অরণ্যে। একেবারেই না! এই প্রাণীটিকে আমাদের বাড়ির আশেপাশে হামেশাই দেখা যায়। আর সেটি হল বৃশ্চিক। সহজ কথায় বলতে গেলে বিছে! আর এই বিছে হুল ফোটালেই স্বয়ং মৃত্যু হাতছানি দিয়ে যায়।
শুনে নিশ্চয়ই মনে হচ্ছে যে, এত বিষাক্ত প্রাণীর সন্ধান নিশ্চয়ই পাওয়া যাবে আমাজনের দুর্গম জঙ্গলে। কিংবা বড়জোর পাওয়া যেতে পারে আফ্রিকার গহীন অরণ্যে। একেবারেই না! এই প্রাণীটিকে আমাদের বাড়ির আশেপাশে হামেশাই দেখা যায়। আর সেটি হল বৃশ্চিক। সহজ কথায় বলতে গেলে বিছে! আর এই বিছে হুল ফোটালেই স্বয়ং মৃত্যু হাতছানি দিয়ে যায়।
advertisement
3/5
আসলে বিছে হুল ফোটালে সময়মতো চিকিৎসা হওয়া আবশ্যক। ফলে ছোট্ট এই প্রাণীটিকে দেখামাত্রই আমরা সঙ্গে সঙ্গে মেরে ফেলি। কিংবা তাড়িয়ে দিই। অথচ বিছের প্রাণঘাতী এই বিষ কিন্তু বহুমূল্য। যেটা অনেকেই জানেন না। বিছের বিষ কয়েক কোটি টাকায় বিক্রি হয়। আন্তর্জাতিক বাজারে এই বিষের মূল্য ১০ মিলিয়ন ডলারেরও বেশি। সহজ হিসেবে বলতে গেলে ১ লিটার বিছের বিষ ১০৩০২৭০০ ডলারে বিক্রি হয়। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার মূল্য ৮৫ কোটি টাকারও বেশি।
আসলে বিছে হুল ফোটালে সময়মতো চিকিৎসা হওয়া আবশ্যক। ফলে ছোট্ট এই প্রাণীটিকে দেখামাত্রই আমরা সঙ্গে সঙ্গে মেরে ফেলি। কিংবা তাড়িয়ে দিই। অথচ বিছের প্রাণঘাতী এই বিষ কিন্তু বহুমূল্য। যেটা অনেকেই জানেন না। বিছের বিষ কয়েক কোটি টাকায় বিক্রি হয়। আন্তর্জাতিক বাজারে এই বিষের মূল্য ১০ মিলিয়ন ডলারেরও বেশি। সহজ হিসেবে বলতে গেলে ১ লিটার বিছের বিষ ১০৩০২৭০০ ডলারে বিক্রি হয়। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার মূল্য ৮৫ কোটি টাকারও বেশি।
advertisement
4/5
 গবেষকদের দাবি, একটি বিছের দেহে প্রায় ২ মিলিলিটার বিষ থাকে। আর এই কম পরিমাণ বিষ সংগ্রহ করা হলে কোটি কোটি টাকা আয় হতে পারে। কিন্তু বিছের বিষের ব্যবহার কী? কেনই বা এটা এতটা বেশি দামে বিক্রি হয়? বিছের বিষ থেকে অ্যান্টি-ভেনম তৈরি হয়।
গবেষকদের দাবি, একটি বিছের দেহে প্রায় ২ মিলিলিটার বিষ থাকে। আর এই কম পরিমাণ বিষ সংগ্রহ করা হলে কোটি কোটি টাকা আয় হতে পারে। কিন্তু বিছের বিষের ব্যবহার কী? কেনই বা এটা এতটা বেশি দামে বিক্রি হয়? বিছের বিষ থেকে অ্যান্টি-ভেনম তৈরি হয়।
advertisement
5/5
শুধু তা-ই নয়, অস্টিওআর্থ্রাইটিস, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম এবং মায়াস্থেনিয়া গ্রাভিসের মতো রোগের চিকিৎসায় বিছের বিষ ব্যবহার করা হয়। ল্যাবে সাধারণত এই বিষকে একটি পাউডার জাতীয় পদার্থে রূপান্তরিত করা হয়। তার পরেই বিক্রি করা হয় সেই বিষ।
শুধু তা-ই নয়, অস্টিওআর্থ্রাইটিস, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম এবং মায়াস্থেনিয়া গ্রাভিসের মতো রোগের চিকিৎসায় বিছের বিষ ব্যবহার করা হয়। ল্যাবে সাধারণত এই বিষকে একটি পাউডার জাতীয় পদার্থে রূপান্তরিত করা হয়। তার পরেই বিক্রি করা হয় সেই বিষ।
advertisement
advertisement
advertisement