Sawan 2021: পুজোর আগে এই ভাবে মহাদেবকে অভিষেক করলে কোনও দিন টাকার অভাব হয় না

Last Updated:
পুজোর আগে দেবতাকে অভিষেক করতে হয় ৷ অভিষেকের অনেক ধরন রয়েছে ৷ একেক রকম অভিষেকে একেক রকম ফল পাওয়া যায়---
1/10
শ্রাবণ মাস তো মহাদেবেরই মাস ৷ সেই শ্রাবণ মাসের সোমবার মহাদেবের পুজোর বিশেষ দিন ৷ দেবাদিদেবকে উপাসনার দিন ৷ সকলেই মহাদেবের পুজো করলেও অনেকেই কিন্তু জানেন না পুজোর আগে দেবতাকে অভিষেক করতে হয় ৷ অভিষেকের অনেক ধরন রয়েছে ৷ একেক রকম অভিষেকে একেক রকম ফল পাওয়া যায়----
শ্রাবণ মাস তো মহাদেবেরই মাস ৷ সেই শ্রাবণ মাসের সোমবার মহাদেবের পুজোর বিশেষ দিন ৷ দেবাদিদেবকে উপাসনার দিন ৷ সকলেই মহাদেবের পুজো করলেও অনেকেই কিন্তু জানেন না পুজোর আগে দেবতাকে অভিষেক করতে হয় ৷ অভিষেকের অনেক ধরন রয়েছে ৷ একেক রকম অভিষেকে একেক রকম ফল পাওয়া যায়----
advertisement
2/10
 গঙ্গাজল বা কলের জলের সঙ্গে কাঁচা দুধ, কেশর এবং মিছরি মিশিয়ে অভিষেক করলে আয়ের পথ খুলে যায়।
গঙ্গাজল বা কলের জলের সঙ্গে কাঁচা দুধ, কেশর এবং মিছরি মিশিয়ে অভিষেক করলে আয়ের পথ খুলে যায়।
advertisement
3/10
 গঙ্গাজলে বা কলের জলে আকন্দ ফুল ফেলে অভিষেক করলে কোনও দিন অন্নের অভাব হয় না।
গঙ্গাজলে বা কলের জলে আকন্দ ফুল ফেলে অভিষেক করলে কোনও দিন অন্নের অভাব হয় না।
advertisement
4/10
 সাদা তিল বেটে গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে সময়মতো মনষ্কামনা পূর্ণ হয়।
সাদা তিল বেটে গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে সময়মতো মনষ্কামনা পূর্ণ হয়।
advertisement
5/10
 ভেলি গুড়, গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে প্রেম সফল হয়।
ভেলি গুড়, গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে প্রেম সফল হয়।
advertisement
6/10
 পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি ও পাঁচটি আকন্দ ফুল জলে ফেলে অভিষেক করলে মহিলাদের সৌভাগ্য প্রাপ্তি ঘটে।
পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি ও পাঁচটি আকন্দ ফুল জলে ফেলে অভিষেক করলে মহিলাদের সৌভাগ্য প্রাপ্তি ঘটে।
advertisement
7/10
 পাঁচটি বাতাসা এবং এক চামচ তিল জলে দিয়ে অভিষেক করলে বিবাহে বিঘ্ন দূর হয়।
পাঁচটি বাতাসা এবং এক চামচ তিল জলে দিয়ে অভিষেক করলে বিবাহে বিঘ্ন দূর হয়।
advertisement
8/10
 রূপার তৈরী নাগ-নাগিনী শিবলিঙ্গের উপর স্থাপন করে, জলে কাঁচা দুধ মিশিয়ে অভিষেক করলে কালসর্প দোষের প্রভাব কমে যায়।
রূপার তৈরী নাগ-নাগিনী শিবলিঙ্গের উপর স্থাপন করে, জলে কাঁচা দুধ মিশিয়ে অভিষেক করলে কালসর্প দোষের প্রভাব কমে যায়।
advertisement
9/10
 ঘি, চিনি, গোলাপি আবির, ২ চামচ চালের পায়েস ঠান্ডা করে গঙ্গাজল বা কলের জলে মিশিয়ে অভিষেক করলে সরকারী চাকরি প্রাপ্তি হয়।
ঘি, চিনি, গোলাপি আবির, ২ চামচ চালের পায়েস ঠান্ডা করে গঙ্গাজল বা কলের জলে মিশিয়ে অভিষেক করলে সরকারী চাকরি প্রাপ্তি হয়।
advertisement
10/10
 গঙ্গাজল বা কলের জলে রুদ্রাক্ষ দিয়ে অভিষেক করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে না।
গঙ্গাজল বা কলের জলে রুদ্রাক্ষ দিয়ে অভিষেক করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে না।
advertisement
advertisement
advertisement