মা সারদা, সবার মা, মায়ের বেশ কিছু অজানা রূপ

Last Updated:
1/10
সারদামণি থেকে মা সরাদা এ এক দীর্ঘ চলার পথ ৷ মধ্যবিত্ত পরিবারের সাধারণ এক মেয়ে থেকে আজকের সবার মা ৷ আমাদের মা ৷
সারদামণি থেকে মা সরাদা এ এক দীর্ঘ চলার পথ ৷ মধ্যবিত্ত পরিবারের সাধারণ এক মেয়ে থেকে আজকের সবার মা ৷ আমাদের মা ৷
advertisement
2/10
অবতারবরিষ্ঠ ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছিল সারদামণি ৷ সংগৃহীত ছবি ৷
অবতারবরিষ্ঠ ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছিল সারদামণি ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/10
সাংসারিক চেতনা বিকশিত হওয়ার আগেই মা সারদা সংসারে জোয়ারে গা ভাসিয়েছিলেন ৷ সংগৃহীত ছবি ৷
সাংসারিক চেতনা বিকশিত হওয়ার আগেই মা সারদা সংসারে জোয়ারে গা ভাসিয়েছিলেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
4/10
তিনি মা সারদা, শুধুই মা সারদা ছিলেন না ৷ এক  মহীয়সী নারী, সবার মা ৷ ভক্তেরা মনে করেন আজও ৷ মা সারদাই আসলে মা দুর্গা, কালী, অন্নপূর্ণা, লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী ৷ সংগৃহীত ছবি ৷
তিনি মা সারদা, শুধুই মা সারদা ছিলেন না ৷ এক মহীয়সী নারী, সবার মা ৷ ভক্তেরা মনে করেন আজও ৷ মা সারদাই আসলে মা দুর্গা, কালী, অন্নপূর্ণা, লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
5/10
মা দুর্গা যেমন দশভুজা ছিলেন অর্থাৎ সমাজের দশদিক সমান ভাবে একা হাতে সামলাতেন ৷ তেমনই সংসার, ঈশ্বরের সেবা ও মায়ের অগণিত ছেলেমেয়েদের জন্য দিনরাত মা প্রাণপাত করতেন ৷ সংগৃহীত ছবি ৷
মা দুর্গা যেমন দশভুজা ছিলেন অর্থাৎ সমাজের দশদিক সমান ভাবে একা হাতে সামলাতেন ৷ তেমনই সংসার, ঈশ্বরের সেবা ও মায়ের অগণিত ছেলেমেয়েদের জন্য দিনরাত মা প্রাণপাত করতেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
6/10
তিনি ছিলেন স্বয়ং মা অন্নপূর্ণা ৷  সংগৃহীত ছবি ৷
তিনি ছিলেন স্বয়ং মা অন্নপূর্ণা ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
7/10
প্রচলিত আছে মায়ের এই ছবি বাড়ির যেখানে খেতে বলেন গৃহস্থের মানুষেরা সেখানে রাখলে সংসারে কোনও অভাব-অনটন হয়না ৷ সংগৃহীত ছবি ৷
প্রচলিত আছে মায়ের এই ছবি বাড়ির যেখানে খেতে বলেন গৃহস্থের মানুষেরা সেখানে রাখলে সংসারে কোনও অভাব-অনটন হয়না ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
8/10
মা সারদা স্বয়ং মা লক্ষ্মী, মায়ের কৃপা যে যে সংসারে আছে সেই সংসার কখনই লক্ষ্মীছাড়া হয়না ৷ সংগৃহীত ছবি ৷
মা সারদা স্বয়ং মা লক্ষ্মী, মায়ের কৃপা যে যে সংসারে আছে সেই সংসার কখনই লক্ষ্মীছাড়া হয়না ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
9/10
জগদ্ধাত্রী অর্থাৎ যিনি সমগ্র জগৎকে ধারণ করে আছেন ও থাকেন ৷ সেই কারণেই তিনি জননী জগদ্ধাত্রী ৷ মা সারদাও সাক্ষাৎ মা জগদ্ধাত্রীর অন্যরূপ ৷ মা সারদার কৃপায় আজও সব কিছুই যেন ঠিকঠাক চলছে ৷ সংগৃহীত ছবি ৷
জগদ্ধাত্রী অর্থাৎ যিনি সমগ্র জগৎকে ধারণ করে আছেন ও থাকেন ৷ সেই কারণেই তিনি জননী জগদ্ধাত্রী ৷ মা সারদাও সাক্ষাৎ মা জগদ্ধাত্রীর অন্যরূপ ৷ মা সারদার কৃপায় আজও সব কিছুই যেন ঠিকঠাক চলছে ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
10/10
মা কালী অর্থাৎ শক্তিরূপিনী দেবী ৷ তাঁর শক্তিতেই ক্রমে ক্রমে জগৎ শক্তিশালী হয়েছে ৷ মা সারদার শক্তিতেই জীবন আজ শক্তিশালী হয়ে উঠেছে ৷ সংগৃহীত ছবি ৷
মা কালী অর্থাৎ শক্তিরূপিনী দেবী ৷ তাঁর শক্তিতেই ক্রমে ক্রমে জগৎ শক্তিশালী হয়েছে ৷ মা সারদার শক্তিতেই জীবন আজ শক্তিশালী হয়ে উঠেছে ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
advertisement
advertisement