সারদা মা ঠাকুরের তিরোধানের পরে হাতের বালা খুলে ফেলতে চেয়েছিলেন, দিব্যদর্শনে দেখেছেন শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র বাসাবদল করেছেন

Last Updated:
1/7
ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধানের পরে উপদেশ ও উৎসাহলাভের আশায় ছুটে আসতেন তাঁর কাছে।
ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধানের পরে উপদেশ ও উৎসাহলাভের আশায় ছুটে আসতেন তাঁর কাছে।
advertisement
2/7
সামান্য গ্রাম্য নারীর জীবনযাপন করলেও মা সারদা তাঁর জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের কাছে মহাশক্তির অবতার রূপে পূজিত হতেন।
সামান্য গ্রাম্য নারীর জীবনযাপন করলেও মা সারদা তাঁর জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের কাছে মহাশক্তির অবতার রূপে পূজিত হতেন।
advertisement
3/7
কথিত আছে, ১৮৮৬ সালের অগাস্ট মাসে শ্রীরামকৃষ্ণের তিরোধানের পরে বৈধব্যের চিহ্ন হিসেবে হাতের বালা খুলে ফেলতে গেলে তিনি স্বামীর দিব্যদর্শন পেয়েছিলেন।
কথিত আছে, ১৮৮৬ সালের অগাস্ট মাসে শ্রীরামকৃষ্ণের তিরোধানের পরে বৈধব্যের চিহ্ন হিসেবে হাতের বালা খুলে ফেলতে গেলে তিনি স্বামীর দিব্যদর্শন পেয়েছিলেন।
advertisement
4/7
সেই দর্শনে শ্রীরামকৃষ্ণ তাঁকে বলেন, তিনি মারা যাননি, কেবল এক ঘর থেকে আর এক ঘরে গিয়েছেন।
সেই দর্শনে শ্রীরামকৃষ্ণ তাঁকে বলেন, তিনি মারা যাননি, কেবল এক ঘর থেকে আর এক ঘরে গিয়েছেন।
advertisement
5/7
সারদা মা বলেছিলেন, যতবারই তিনি বিধবার বেশ ধারণ করতে গিয়েছিলেন, ততবারই দিব্যদর্শনে শ্রীরামকৃষ্ণ তাঁকে নিরস্ত করেছেন ৷
সারদা মা বলেছিলেন, যতবারই তিনি বিধবার বেশ ধারণ করতে গিয়েছিলেন, ততবারই দিব্যদর্শনে শ্রীরামকৃষ্ণ তাঁকে নিরস্ত করেছেন ৷
advertisement
6/7
ঠাকুরের তিরোধানের পরে মা তাঁর ভক্তদের নিয়ে উত্তর ভারতে তীর্থে গিয়েছিলেন ৷ সেখানে কাশীর ও বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন তিনি ৷
ঠাকুরের তিরোধানের পরে মা তাঁর ভক্তদের নিয়ে উত্তর ভারতে তীর্থে গিয়েছিলেন ৷ সেখানে কাশীর ও বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন তিনি ৷
advertisement
7/7
মা সারদার মাতৃত্বের বড়গুণ, যে তাঁর কাছে আসত সেই কখনও ফেরৎ যায়নি খালি হাতে ৷
মা সারদার মাতৃত্বের বড়গুণ, যে তাঁর কাছে আসত সেই কখনও ফেরৎ যায়নি খালি হাতে ৷
advertisement
advertisement
advertisement