Origin of the word Salary: টাকাপয়সার সঙ্গে সম্পর্কই নেই! কোথা থেকে এল Salary শব্দটা? উত্তর জানলে ছুটবেন রান্নাঘরের দিকে

Last Updated:
Knowledge Story: Origin of the word Salary: জানেন কি বেতনের ইংরেজি শব্দ স্যালারি-র (Salary) জন্মগত অর্থের সঙ্গে আদতে কোনও সম্পর্ক নেই টাকাপয়সার।
1/7
মধ্যবিত্ত চাকরিজীবীরা মাসের শেষে বা মাসপয়লার দিনটির দিকে চাতকদৃষ্টিতে তাকিয়ে থাকেন। কারণ সেদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন ঢোকে। বা হাতে পাওয়া যায় বেতনের টাকা।
মধ্যবিত্ত চাকরিজীবীরা মাসের শেষে বা মাসপয়লার দিনটির দিকে চাতকদৃষ্টিতে তাকিয়ে থাকেন। কারণ সেদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন ঢোকে। বা হাতে পাওয়া যায় বেতনের টাকা।
advertisement
2/7
 এই বেতনের জন্যই মাসভর চলে কঠোর পরিশ্রম। কিন্তু জানেন কি বেতনের ইংরেজি শব্দ স্যালারি-র (Salary) জন্মগত অর্থের সঙ্গে আদতে কোনও সম্পর্ক নেই টাকাপয়সার।
এই বেতনের জন্যই মাসভর চলে কঠোর পরিশ্রম। কিন্তু জানেন কি বেতনের ইংরেজি শব্দ স্যালারি-র (Salary) জন্মগত অর্থের সঙ্গে আদতে কোনও সম্পর্ক নেই টাকাপয়সার।
advertisement
3/7
প্রাচীন রোমান সভ্যতায় সৈনিকদের পারিশ্রমিক বা বেতনস্বরূপ দেওয়া হত নুন। প্রাচীন ল্যাটিন বা লাতিন ভাষায় নুন-কে বলা হত Sal। তার থেকেই জন্ম ইংরেজি Salt শব্দের।
প্রাচীন রোমান সভ্যতায় সৈনিকদের পারিশ্রমিক বা বেতনস্বরূপ দেওয়া হত নুন। প্রাচীন ল্যাটিন বা লাতিন ভাষায় নুন-কে বলা হত Sal। তার থেকেই জন্ম ইংরেজি Salt শব্দের।
advertisement
4/7
প্রাচীন রোমান সভ্যতায় সমুদ্রের জল থেকে তৈরি নুন রফতানি করা হত। বেশ মহার্ঘ্যই ছিল অত্যাবশ্যকীয় পণ্য নুন। তাই প্লিনির বিবরণ থেকে জানা যায়, এই নুনই ছিল কিছু সময় সৈন্যদের পারিশ্রমিক।
প্রাচীন রোমান সভ্যতায় সমুদ্রের জল থেকে তৈরি নুন রফতানি করা হত। বেশ মহার্ঘ্যই ছিল অত্যাবশ্যকীয় পণ্য নুন। তাই প্লিনির বিবরণ থেকে জানা যায়, এই নুনই ছিল কিছু সময় সৈন্যদের পারিশ্রমিক।
advertisement
5/7
নুন বা Sal থেকেই এসেছে Salarium। প্রাচীন ল্যাটিন ভাষায় এটাই ছিল বেতনের প্রতিশব্দ। Salarium থেকে জন্ম Salary শব্দের। ধারণা বহু ভাষাবিদের।
নুন বা Sal থেকেই এসেছে Salarium। প্রাচীন ল্যাটিন ভাষায় এটাই ছিল বেতনের প্রতিশব্দ। Salarium থেকে জন্ম Salary শব্দের। ধারণা বহু ভাষাবিদের।
advertisement
6/7
একই লাতিন শিকড় থেকে জন্ম ফরাসি শব্দ Salaire-র। যার অর্থ বেতনভুক কর্মচারীর পারিশ্রমিক বা বেতন।
একই লাতিন শিকড় থেকে জন্ম ফরাসি শব্দ Salaire-র। যার অর্থ বেতনভুক কর্মচারীর পারিশ্রমিক বা বেতন।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement