আগামী ১৮ জুলাই ২০২২ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস ৷ শ্রাবণ মাসকে বলা হয় মহাদেবের মাস ৷ শিবের আরাধনায় ভক্তরা নানান ধরনের আচার আচরণ করে থাকেন ৷ সংগৃহীত ছবি ৷
2/ 10
তারকনাথের আরাধনার নানান ধরনের পন্থা রয়েছে ৷ সেই পথে আরাধনা করে অতি সহজেই ৷ মনবাঞ্ছাপূরণ হতে পারে অন্তত এমনটাই প্রচলিত আছে ৷ সংগৃহীত ছবি ৷
3/ 10
শ্রাবণ মাসে ভগবান শিবের পূজার্চনা করলে সব থেকে ভাল হতে পারে ৷ সারা মাস ধরে শিবের পুজো করলে বিশেষ ভাবে ফল পেতে পারেন ৷ সংগৃহীত ছবি ৷
4/ 10
শ্রাবণ মাসের সোমবার শিবের আরাধানা হলে সব থেকে বেশি ফল পেতে পারেন ৷ বিভিন্ন ধরনের বাধা বিপত্তি কেটে যায় অতি সহজেই ৷ বাড়ির শান্তি সমৃদ্ধির জন্য রুদ্রাভিষেক করতে হবে ৷ সংগৃহীত ছবি ৷
5/ 10
রুদ্রাভিষেক অর্থাৎ শিবকে অভিষেক করলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হতে পারেন ৷ শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে ভাগবান শিব ও পার্বতীর অসীম কৃপা পেতে পারেন ৷ সংগৃহীত ছবি ৷
6/ 10
যদি বাড়িতে ঠাকুর ঘর থাকে তবে মহাদেবকে জলাভিষেক করতে হবে ৷ নইলে নদীর কিনারে শিবালয়ে স্থাপন করে শিবকে স্নান করালে বিশেষ ভাবে কাজে লাগে ৷ সংগৃহীত ছবি ৷
7/ 10
অন্তর দিয়ে ভগবান শিবের আরাধনা করা যায় তবহে বিশেষ ভাবে ফল পেতে পারেন ৷ শ্রাবণ মাসে বিশেষ ভাবে মহাদেবের উদ্দেশ্যে এই সমস্ত অর্পণ করলে জীবন আরও সুন্দর হয়ে থাকে ৷ সংগৃহীত ছবি ৷
8/ 10
শ্রাবণ মাসে যদি কোনও ভাবে প্রতিদিন মহাদেবের পুজো না করা সম্ভব হয় সেক্ষেত্রে প্রতি সোমবার শিবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ সংগৃহীত ছবি ৷
9/ 10
যিনি শ্রাবণ মাসে শিবের সমস্ত ব্রতপালন করে নিষ্ঠাবানের মত জীবনযাপন করেন তাঁর কখনই কোনও সমস্যা হয়না ৷ শিবের পুজো করলে সাংসারিক সমস্ত কষ্ট অতি সহজেই দূর করা সম্ভব হয়ে থাকে ৷ সংগৃহীত ছবি ৷
10/ 10
Disclaimer:নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷