Rath Yatra 2021: ৮৩২ টুকরো কাঠ দিয়ে তৈরি, ৪৫ ফুট উঁচু! ১৬ চাকার রথে চেপে মাসির বাড়ি যান পুরীর জগন্নাথ

Last Updated:
জগন্নাথের রথের সারথির নাম মিতালি। ৮৩২ কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ ৷ রথের মাথায় থাকা পতাকার নাম ত্রৈলোক্যমোহিনী ৷ রথে ৪টি ঘোড়া থাকে ।
1/8
• আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হয় শুভ রথযাত্রা ৷ রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম আর শুভদ্রা ৷ তবে করোনা আবহে এ বছর পুরীর জগন্নাথ মন্দিরে সেই সাজোসাজো রব আর নেই ৷ জগন্নাথের রথের দড়িতে টান দিতে এ বছর আর ভিড় জামতে পারেননি অগণিত ভক্তকূল ৷ পুলিশি ঘেরাটোপের মধ্যে আয়োজিত হয়েছিল সোজা রথ । সেবায়েত ছাড়া আর কারও প্রবেশের অনুমতি ছিল না সেখানে । কিন্তু যে রথ ঘিরে এত উত্তেজনা, সেই রথের বিশেষত্ব জানেন কী ? চলুন জেনে নেওয়া যাক-----
• আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হয় শুভ রথযাত্রা ৷ রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম আর শুভদ্রা ৷ তবে করোনা আবহে এ বছর পুরীর জগন্নাথ মন্দিরে সেই সাজোসাজো রব আর নেই ৷ জগন্নাথের রথের দড়িতে টান দিতে এ বছর আর ভিড় জামতে পারেননি অগণিত ভক্তকূল ৷ পুলিশি ঘেরাটোপের মধ্যে আয়োজিত হয়েছিল সোজা রথ । সেবায়েত ছাড়া আর কারও প্রবেশের অনুমতি ছিল না সেখানে । কিন্তু যে রথ ঘিরে এত উত্তেজনা, সেই রথের বিশেষত্ব জানেন কী ? চলুন জেনে নেওয়া যাক-----
advertisement
2/8
• রথের দিন মন্দির ছেড়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে যান জগন্নাথ ৷ গুন্ডিচা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী ৷ ইন্দ্রদ্যুম্নই পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা ৷ প্রতি বছরই নতুন করে তিনটি রথ তৈরি হয় ৷ তিনটি রথে থাকেন তিন ভাই বোন- জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ৷ (ছবি: ফেসবুক)
• রথের দিন মন্দির ছেড়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে যান জগন্নাথ ৷ গুন্ডিচা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী ৷ ইন্দ্রদ্যুম্নই পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা ৷ প্রতি বছরই নতুন করে তিনটি রথ তৈরি হয় ৷ তিনটি রথে থাকেন তিন ভাই বোন- জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ৷ (ছবি: ফেসবুক)
advertisement
3/8
• জগন্নাথের রথের রশির নাম ‘শঙ্খচূড়া নাগুনি ৷ জগন্নাথের রথে সওয়ার হন আরও ৯ দেবতা ৷ এঁদের মধ্যে রয়েছেন গোবর্ধন, কৃষ্ণ, নরসিংহ, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র ৷ জগন্নাথের রথে একজন রক্ষীও থাকেন ৷ এই রক্ষীর নাম গারুদা ৷ (ছবি: ফেসবুক)
• জগন্নাথের রথের রশির নাম ‘শঙ্খচূড়া নাগুনি ৷ জগন্নাথের রথে সওয়ার হন আরও ৯ দেবতা ৷ এঁদের মধ্যে রয়েছেন গোবর্ধন, কৃষ্ণ, নরসিংহ, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র ৷ জগন্নাথের রথে একজন রক্ষীও থাকেন ৷ এই রক্ষীর নাম গারুদা ৷ (ছবি: ফেসবুক)
advertisement
4/8
• জগন্নাথের রথের নাম নন্দীঘোষ ৷ রথে জগন্নাথের সঙ্গী হন মদনমোহন ৷ উচ্চতা ৪৫ফুট। রথের গায়ে থাকে হলুদ এবং সোনালি রং। এই রথে রয়েছে সাত ফুট ব্যাসের ১৬টি চাকা। জগন্নাথের রথের সারথির নাম মিতালি। ৮৩২ কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ ৷ রথের মাথায় থাকা পতাকার নাম ত্রৈলোক্যমোহিনী ৷ রথে ৪ ঘোড়া থাকে ৷ (ছবি: ফেসবুক)
• জগন্নাথের রথের নাম নন্দীঘোষ ৷ রথে জগন্নাথের সঙ্গী হন মদনমোহন ৷ উচ্চতা ৪৫ফুট। রথের গায়ে থাকে হলুদ এবং সোনালি রং। এই রথে রয়েছে সাত ফুট ব্যাসের ১৬টি চাকা। জগন্নাথের রথের সারথির নাম মিতালি। ৮৩২ কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ ৷ রথের মাথায় থাকা পতাকার নাম ত্রৈলোক্যমোহিনী ৷ রথে ৪ ঘোড়া থাকে ৷ (ছবি: ফেসবুক)
advertisement
5/8
• বলরামের রথের নাম তালধ্বজ ৷ রথে তাঁর সঙ্গী হন রামকৃষ্ণ ৷ তালধ্বজের উচ্চতা ৪৪ ফুট ৷ এই রথে ৬ ফুট ব্যাসের মোট ১৪ চাকা রয়েছে ৷ ৭৬৩ কাঠের টুকরো দিয়ে তৈরি হয় রথ ৷ লাল ও সবুজ কাপড়ে সাজানো হয় তালধ্বজ ৷ (ছবি: ফেসবুক)
• বলরামের রথের নাম তালধ্বজ ৷ রথে তাঁর সঙ্গী হন রামকৃষ্ণ ৷ তালধ্বজের উচ্চতা ৪৪ ফুট ৷ এই রথে ৬ ফুট ব্যাসের মোট ১৪ চাকা রয়েছে ৷ ৭৬৩ কাঠের টুকরো দিয়ে তৈরি হয় রথ ৷ লাল ও সবুজ কাপড়ে সাজানো হয় তালধ্বজ ৷ (ছবি: ফেসবুক)
advertisement
6/8
• তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব ৷ সারথি সাত্যকি। রথের মাথায় পতাকার নাম উন্যানী ৷ রথের রশির নাম বাসুকি নাগ ৷ বলরামের রথেও ৯ দেবতা থাকেন ৷ এঁদের মধ্যে আছেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর ৷ (ছবি: ফেসবুক)
• তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব ৷ সারথি সাত্যকি। রথের মাথায় পতাকার নাম উন্যানী ৷ রথের রশির নাম বাসুকি নাগ ৷ বলরামের রথেও ৯ দেবতা থাকেন ৷ এঁদের মধ্যে আছেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর ৷ (ছবি: ফেসবুক)
advertisement
7/8
• সুভদ্রার রথের নাম দর্পদলন ৷ রথে থাকেন সুভদ্রার সঙ্গিনী সুদর্শনা ৷ দর্পদলনের উচ্চতা ৪৩ ফুট ৷ এই রথে মোট ১২ চাকা রয়েছে ৷ লাল এবং কালো কাপড়ে সাজানো হয় রথ ৷ দর্পদলনের সারথির নাম অর্জুন ৷ দর্পদলনের মাথায় থাকা পতাকার নাম নদম্বিকা ৷ রথের রশির নাম স্বর্ণচূড়া নাগুনি ৷ (ছবি: ফেসবুক)
• সুভদ্রার রথের নাম দর্পদলন ৷ রথে থাকেন সুভদ্রার সঙ্গিনী সুদর্শনা ৷ দর্পদলনের উচ্চতা ৪৩ ফুট ৷ এই রথে মোট ১২ চাকা রয়েছে ৷ লাল এবং কালো কাপড়ে সাজানো হয় রথ ৷ দর্পদলনের সারথির নাম অর্জুন ৷ দর্পদলনের মাথায় থাকা পতাকার নাম নদম্বিকা ৷ রথের রশির নাম স্বর্ণচূড়া নাগুনি ৷ (ছবি: ফেসবুক)
advertisement
8/8
• সুভদ্রার রথে থাকেন ৯ দেবী ৷ এঁদের মধ্যে রয়েছেন চণ্ডী, চামুণ্ডা, বনদুর্গা, শুলিদুর্গা, শ্যামাকালী, মঙ্গলা, বিমলা ৷ (ছবি: ফেসবুক)
• সুভদ্রার রথে থাকেন ৯ দেবী ৷ এঁদের মধ্যে রয়েছেন চণ্ডী, চামুণ্ডা, বনদুর্গা, শুলিদুর্গা, শ্যামাকালী, মঙ্গলা, বিমলা ৷ (ছবি: ফেসবুক)
advertisement
advertisement
advertisement