Rath Yatra 2021: শুধু জগন্নাথই নন, জানেন কি এই সমস্ত ঠাকুরেরও রথযাত্রা হয়!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
শুধুমাত্র জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে কেন্দ্র করে রথযাত্রার অনুষ্ঠান হয়, এমনটা নয়
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হয় শুভ রথযাত্রা ৷ রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম আর শুভদ্রা ৷ তবে করোনা আবহে এ বছর পুরীর জগন্নাথ মন্দিরে সেই সাজোসাজো রব আর নেই ৷ জগন্নাথের রথের দড়িতে টান দিতে এ বছর আর ভিড় জামতে পারেননি অগণিত ভক্তকূল ৷ পুলিশি ঘেরাটোপের মধ্যে আয়োজিত হয়েছে সোজা রথ । সেবায়েত ছাড়া আর কারও প্রবেশের অনুমতি ছিল না সেখানে ।
advertisement
advertisement
advertisement
advertisement