Rath Yatra 2021: শুধু জগন্নাথই নন, জানেন কি এই সমস্ত ঠাকুরেরও রথযাত্রা হয়!

Last Updated:
শুধুমাত্র জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে কেন্দ্র করে রথযাত্রার অনুষ্ঠান হয়, এমনটা নয়
1/5
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হয় শুভ রথযাত্রা ৷ রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম আর শুভদ্রা ৷ তবে করোনা আবহে এ বছর পুরীর জগন্নাথ মন্দিরে সেই সাজোসাজো রব আর নেই ৷ জগন্নাথের রথের দড়িতে টান দিতে এ বছর আর ভিড় জামতে পারেননি অগণিত ভক্তকূল ৷ পুলিশি ঘেরাটোপের মধ্যে আয়োজিত হয়েছে সোজা রথ । সেবায়েত ছাড়া আর কারও প্রবেশের অনুমতি ছিল না সেখানে ।
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হয় শুভ রথযাত্রা ৷ রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম আর শুভদ্রা ৷ তবে করোনা আবহে এ বছর পুরীর জগন্নাথ মন্দিরে সেই সাজোসাজো রব আর নেই ৷ জগন্নাথের রথের দড়িতে টান দিতে এ বছর আর ভিড় জামতে পারেননি অগণিত ভক্তকূল ৷ পুলিশি ঘেরাটোপের মধ্যে আয়োজিত হয়েছে সোজা রথ । সেবায়েত ছাড়া আর কারও প্রবেশের অনুমতি ছিল না সেখানে ।
advertisement
2/5
 শুধু পুরীতেই নয়, দেশের বিভিন্ন জায়গা এই সময় সেজে ওঠে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ৷
শুধু পুরীতেই নয়, দেশের বিভিন্ন জায়গা এই সময় সেজে ওঠে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ৷
advertisement
3/5
তবে জানেন কী, শুধুমাত্র জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে কেন্দ্র করে রথযাত্রার অনুষ্ঠান হয়, এমনটা নয় ৷
তবে জানেন কী, শুধুমাত্র জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে কেন্দ্র করে রথযাত্রার অনুষ্ঠান হয়, এমনটা নয় ৷
advertisement
4/5
 কেরলে বিশ্বনাথ-বিশালাক্ষী রূপী হরপার্বতীর, তামিলনাডুতে দেবী মারিআম্মানেরও রথযাত্রা হয়। শ্রীকৃষ্ণ মূর্তিরও রথাযাত্রা হয় কোনও কোনও স্থানে।
কেরলে বিশ্বনাথ-বিশালাক্ষী রূপী হরপার্বতীর, তামিলনাডুতে দেবী মারিআম্মানেরও রথযাত্রা হয়। শ্রীকৃষ্ণ মূর্তিরও রথাযাত্রা হয় কোনও কোনও স্থানে।
advertisement
5/5
পুরীতে প্রতি বছরই নতুন রথ তৈরি হয় ৷ তবে বেশিরভাগ জায়গাতেই পুরনো রথেই রথ উৎসব পালিত হয় ৷
পুরীতে প্রতি বছরই নতুন রথ তৈরি হয় ৷ তবে বেশিরভাগ জায়গাতেই পুরনো রথেই রথ উৎসব পালিত হয় ৷
advertisement
advertisement
advertisement