Raksha Bandhan 2021: এ বছর কখন রাখি বন্ধনের সেরা মুহূর্ত পড়েছে, দেখে নিন

Last Updated:
রাখি বন্ধন (Raksha Bandhan) উৎসব উদযাপিত হবে ২২ অগাস্ট তারিখে, অর্থাৎ রবিবার।
1/5
• চলতি বছরে রাখি বা রাখি বন্ধন (Raksha Bandhan) উৎসব উদযাপিত হবে ২২ অগাস্ট তারিখে, অর্থাৎ রবিবার। এই দিনটি উদযাপিত হয় পূর্ণিমা তিথিতে। ভাই-বোনের সম্পর্ক, সৌহার্দ্য, ভালবাসার অন্য এক অর্থ বহন করে এই বিশেষ দিনটি । ভাই বা দাদার মঙ্গল কামনায় বোন বা দিদিরা তাঁর হাতে বেঁধে দেয় রাখি । এই রাখির বন্ধন যেন দু’জনের সম্পর্কের বন্ধন নিশ্চিত করে ।
• চলতি বছরে রাখি বা রাখি বন্ধন (Raksha Bandhan) উৎসব উদযাপিত হবে ২২ অগাস্ট তারিখে, অর্থাৎ রবিবার। এই দিনটি উদযাপিত হয় পূর্ণিমা তিথিতে। ভাই-বোনের সম্পর্ক, সৌহার্দ্য, ভালবাসার অন্য এক অর্থ বহন করে এই বিশেষ দিনটি । ভাই বা দাদার মঙ্গল কামনায় বোন বা দিদিরা তাঁর হাতে বেঁধে দেয় রাখি । এই রাখির বন্ধন যেন দু’জনের সম্পর্কের বন্ধন নিশ্চিত করে ।
advertisement
2/5
• এই দিন সকালে উঠে স্নান করে, নতুন জামাকাপড় পরে, পুজোর থালায় রাখি, প্রদীপ, শুভ উপকরণ সাজায় বোনরা । ভাইয়ের কপালে প্রথমে তাঁরা মঙ্গল টিকা লাগিয়ে দেয় । আরতি করে । প্রদীপের ওম ছুঁয়ে দেয় ভাইয়ের শরীরে । তারপর রাখি পরিয়ে তাঁর সুস্থ, দীর্ঘ জীবন কামনা করে । তারপর মিষ্টি মুখ করায় । ভাইরাও বোনদের উপহার দেয় ।
• এই দিন সকালে উঠে স্নান করে, নতুন জামাকাপড় পরে, পুজোর থালায় রাখি, প্রদীপ, শুভ উপকরণ সাজায় বোনরা । ভাইয়ের কপালে প্রথমে তাঁরা মঙ্গল টিকা লাগিয়ে দেয় । আরতি করে । প্রদীপের ওম ছুঁয়ে দেয় ভাইয়ের শরীরে । তারপর রাখি পরিয়ে তাঁর সুস্থ, দীর্ঘ জীবন কামনা করে । তারপর মিষ্টি মুখ করায় । ভাইরাও বোনদের উপহার দেয় ।
advertisement
3/5
• রাখি পূর্ণিমায় পূর্ণিমা শুরুর পর যে কোনও সময়ই রাখি বন্ধনের উৎসব করা যায় । তবে দিনের মধ্যে কিছু শুভ মুহূর্ত থাকে, যে সময় অনুষ্ঠানটি করা ভাল । এ বার ২১ অগাস্ট থেকে পূর্ণিমা শুরু হচ্ছে, কিন্তু উদয় তিথি পড়েছে ২২ অগাস্ট । তাই জেনে নিন রাখি বন্ধনের শ্রেষ্ঠ সময় ও মন্ত্র ।
• রাখি পূর্ণিমায় পূর্ণিমা শুরুর পর যে কোনও সময়ই রাখি বন্ধনের উৎসব করা যায় । তবে দিনের মধ্যে কিছু শুভ মুহূর্ত থাকে, যে সময় অনুষ্ঠানটি করা ভাল । এ বার ২১ অগাস্ট থেকে পূর্ণিমা শুরু হচ্ছে, কিন্তু উদয় তিথি পড়েছে ২২ অগাস্ট । তাই জেনে নিন রাখি বন্ধনের শ্রেষ্ঠ সময় ও মন্ত্র ।
advertisement
4/5
• ২১ অগাস্ট পূর্ণিমা পড়ছে বিকেল পৌনে চারটে থেকে । ২২ অগাস্ট বিকেল ৫টা ৫৮ মিনিট পর্যন্ত চলবে পূর্ণিমা । শুভ মুহূর্ত থাকবে ২২ অগাস্ট সকাল ৫টা ৫০ মিনিট থেকে সন্ধে ৬টা ৩ মিনিট পর্যন্ত । অপরাহ্নকালীন শুভ সময় দুপুর ১টা ৪৪ মিনিট থেকে বিকেল ৪টে ২৩ মিনিট পর্যন্ত ।
• ২১ অগাস্ট পূর্ণিমা পড়ছে বিকেল পৌনে চারটে থেকে । ২২ অগাস্ট বিকেল ৫টা ৫৮ মিনিট পর্যন্ত চলবে পূর্ণিমা । শুভ মুহূর্ত থাকবে ২২ অগাস্ট সকাল ৫টা ৫০ মিনিট থেকে সন্ধে ৬টা ৩ মিনিট পর্যন্ত । অপরাহ্নকালীন শুভ সময় দুপুর ১টা ৪৪ মিনিট থেকে বিকেল ৪টে ২৩ মিনিট পর্যন্ত ।
advertisement
5/5
• রাখির থালা পর্রস্তুত করার সময় তাতে কেশর, হলুদ, চন্দন, চাল, দূর্বা ঘাস রেশমের এক টুকরো কাপড়ে বেঁধে রাখুন । মহাদেব শিবকে প্রণাম করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলুন ১০৮ বার । এরপর রাখি বেঁধে দিন ভাইয়ের হাতে । বলুন, ‘‘ইয়েন বাঁধো বালি, রাজা ধনবেন্দ্র মহাবাল, তেন ভামাপি বাঁধামি রক্ষে মা চাল, মা চাল । অর্থাৎ বালির হাতে যেমন রাখি বাঁধা হয়েছিল, আমিও সেই রাখি বাঁধছি । তুমি সবসময় জাগ্রত থেকো, কখনও আমার ভাইকে রক্ষা করা থেকে বিরত হয়ো না ।’’
• রাখির থালা পর্রস্তুত করার সময় তাতে কেশর, হলুদ, চন্দন, চাল, দূর্বা ঘাস রেশমের এক টুকরো কাপড়ে বেঁধে রাখুন । মহাদেব শিবকে প্রণাম করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলুন ১০৮ বার । এরপর রাখি বেঁধে দিন ভাইয়ের হাতে । বলুন, ‘‘ইয়েন বাঁধো বালি, রাজা ধনবেন্দ্র মহাবাল, তেন ভামাপি বাঁধামি রক্ষে মা চাল, মা চাল । অর্থাৎ বালির হাতে যেমন রাখি বাঁধা হয়েছিল, আমিও সেই রাখি বাঁধছি । তুমি সবসময় জাগ্রত থেকো, কখনও আমার ভাইকে রক্ষা করা থেকে বিরত হয়ো না ।’’
advertisement
advertisement
advertisement