Snake Facts: বাড়িতে থাকা এই জিনিস চুম্বকের মতো আকর্ষণ করে বিষধর সাপকে...! সাংঘাতিক বিপদ হতে পারে যখন তখন, সাত হাত দূরে থাকুন

Last Updated:
জুঁই ফুলের গাছ সাপের প্রিয়। জুঁইয়ের মিষ্টি গন্ধ সাপকে আকৃষ্ট করে। এই কারণেই জুঁই গাছ বাড়িতে না পোঁতার পরামর্শ দেওয়া হয়।
1/7
লাগাতার বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। আর বৃষ্টিতে যে সাপের উপদ্রব বাড়ে সে কথা বলাই বাহুল্য। সাপের হাত থেকে মুক্তির যেমন একাধিক উপায় আছে, তেমনই আবার এমন কিছু জিনিস আছে যা সাপকে চুম্বকের মতো আকর্ষণ করে। Generated image
লাগাতার বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। আর বৃষ্টিতে যে সাপের উপদ্রব বাড়ে সে কথা বলাই বাহুল্য। সাপের হাত থেকে মুক্তির যেমন একাধিক উপায় আছে, তেমনই আবার এমন কিছু জিনিস আছে যা সাপকে চুম্বকের মতো আকর্ষণ করে। Generated image
advertisement
2/7
এমন কিছু আছে যা বিষাক্ত সাপকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। এর মধ্যে প্রথমে রয়েছে চন্দন গাছ। চন্দনের সুগন্ধি থাকায় এর উপর পাখি ও অন্য পোকামাকড় বেশি আসে। সেই পাখি ও পোকামাকড় শিকার করার জন্য সাপ আসে।
এমন কিছু আছে যা বিষাক্ত সাপকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। এর মধ্যে প্রথমে রয়েছে চন্দন গাছ। চন্দনের সুগন্ধি থাকায় এর উপর পাখি ও অন্য পোকামাকড় বেশি আসে। সেই পাখি ও পোকামাকড় শিকার করার জন্য সাপ আসে।
advertisement
3/7
জুঁই ফুলের গাছ সাপের প্রিয়। জুঁইয়ের মিষ্টি গন্ধ সাপকে আকৃষ্ট করে। এই কারণেই  জুঁই গাছ বাড়িতে না পোঁতার পরামর্শ দেওয়া হয়।
জুঁই ফুলের গাছ সাপের প্রিয়। জুঁইয়ের মিষ্টি গন্ধ সাপকে আকৃষ্ট করে। এই কারণেই জুঁই গাছ বাড়িতে না পোঁতার পরামর্শ দেওয়া হয়।
advertisement
4/7
সাপ সাধারণত কিছু জিনিসের গন্ধে আকৃষ্ট হয় না। কেরোসিন, কর্পূর, এবং কিছু গাছের গন্ধ  সাপেদের অপছন্দ। আবার, কিছু মানুষের ধারণা যে ফুলের মিষ্টি গন্ধ সাপেদের আকর্ষণ করে। তবে এর বৈজ্ঞানিক ভিত্তি নেই।
সাপ সাধারণত কিছু জিনিসের গন্ধে আকৃষ্ট হয় না। কেরোসিন, কর্পূর, এবং কিছু গাছের গন্ধ সাপেদের অপছন্দ। আবার, কিছু মানুষের ধারণা যে ফুলের মিষ্টি গন্ধ সাপেদের আকর্ষণ করে। তবে এর বৈজ্ঞানিক ভিত্তি নেই।
advertisement
5/7
এর পাশাপাশি আবার লেমনগ্রাসের গন্ধ সাপ একেবারেই সহ্য করতে পারে না। বাগানের চারপাশে, বাড়িতে ঢোকার মুখে বা কোন-ও পাত্রে বাড়ির ভিতর লেমনগ্রাস রাখতে পারেন।
এর পাশাপাশি আবার লেমনগ্রাসের গন্ধ সাপ একেবারেই সহ্য করতে পারে না। বাগানের চারপাশে, বাড়িতে ঢোকার মুখে বা কোন-ও পাত্রে বাড়ির ভিতর লেমনগ্রাস রাখতে পারেন।
advertisement
6/7
সর্প বিশেষজ্ঞ ডাঃ রাজেশ শর্মার মতে, সাপ শান্তিপ্রিয় প্রাণী। মানুষের তাদের বিরক্ত করা বা ক্ষতি করা এড়ানো উচিত কারণ তারা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
সর্প বিশেষজ্ঞ ডাঃ রাজেশ শর্মার মতে, সাপ শান্তিপ্রিয় প্রাণী। মানুষের তাদের বিরক্ত করা বা ক্ষতি করা এড়ানো উচিত কারণ তারা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
advertisement
7/7
সাপে কামড়েছে বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে নিয়ে হাসপাতালে চলে যান৷ সাপ চেনা, বা ঘরোয়া প্রতিকারের চেষ্টা করে সময় নষ্ট একেবারেই করবেন না৷ অএটা জীবন মরণের ব্যাপার৷ সময় নষ্ট প্রাণঘাতী হতে সময় নেবে না৷
সাপে কামড়েছে বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে নিয়ে হাসপাতালে চলে যান৷ সাপ চেনা, বা ঘরোয়া প্রতিকারের চেষ্টা করে সময় নষ্ট একেবারেই করবেন না৷ অএটা জীবন মরণের ব্যাপার৷ সময় নষ্ট প্রাণঘাতী হতে সময় নেবে না৷
advertisement
advertisement
advertisement