অভাব পিছু ছাড়ছে না ? শনিবার রাতে এই জায়গায় রাখুন ৭ টি লবঙ্গ, টাকা আসবে হু হু করে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
শনিবারে যদি মা কালী কিংবা শনির পুজো করা যায় তো জীবনের সব দুর্দশা কেটে সাফল্য আসবেই
গ্রহ দেবতাদের মধ্যে রাজা বলা হয় যে দেবতাকে তিনি হলেন গ্রহরাজ শনি। আমরা আমাদের জীবনে সমস্যার সম্মুখীন হলে বলে থাকি আমাদের উপর শনির দশা চলছে। অর্থাৎ জীবনে সাফল্যতা পাওয়ার জন্য শনির আশীর্বাদ খুব দরকার। আর এই শনিদেবের আরাধনার বার হল শনিবার। তাই শনিদেবকে সন্তুষ্ট করার জন্য শনিবারে পুজো করা হয় এই দেবতাকে আর শনির আরাধ্যা দেবী হলেন মা কালী তাই মায়ের পুজো ও শনিবারে করা হয়। তাই শনিবারে যদি মা কালী কিংবা শনির পুজো করা যায় তো জীবনের সব দুর্দশা কেটে সাফল্য আসবেই
advertisement
advertisement
advertisement
advertisement
এইবার এক শনিবার দেখে এই সকল জিনিস নিয়ে শনি ঠাকুরের সামনে যান, এবার ঠাকুরের সামনে কাপটা সুন্দর করে রেখে তারপর এক এক করে একটি করে লবঙ্গ নিয়ে শনি দেবের চরণে দিয়ে প্রনাম করে সাত পাক ঘোরান। তারপর এই লবঙ্গগুলো সব কাপড়ের উপর রেখে কিছুটা ঘর কুড়ানো ধুলো গুলো এই কাপড়ের উপর রাখতে হবে এরপর এই ধুলোর উপর কিছুটা সরষে দিয়ে শক্ত করে বাঁধতে হবে এই কাপড়ের পুটলাটিকে।
advertisement