

গ্রহ দেবতাদের মধ্যে রাজা বলা হয় যে দেবতাকে তিনি হলেন গ্রহরাজ শনি। আমরা আমাদের জীবনে সমস্যার সম্মুখীন হলে বলে থাকি আমাদের উপর শনির দশা চলছে। অর্থাৎ জীবনে সাফল্যতা পাওয়ার জন্য শনির আশীর্বাদ খুব দরকার। আর এই শনিদেবের আরাধনার বার হল শনিবার। তাই শনিদেবকে সন্তুষ্ট করার জন্য শনিবারে পুজো করা হয় এই দেবতাকে আর শনির আরাধ্যা দেবী হলেন মা কালী তাই মায়ের পুজো ও শনিবারে করা হয়। তাই শনিবারে যদি মা কালী কিংবা শনির পুজো করা যায় তো জীবনের সব দুর্দশা কেটে সাফল্য আসবেই


এই শনিবারেই এমন একটি কাজ আছে যেটি করলে আপনার উপর শনিদেব কৃপা করবেন আর আশীর্বাদ দেবেন। যা আপনার আওব সমস্যা কাটিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কী সেই উপায়।


এটি একটি ঘরোয়া টোটকা, যেট করলে আপনার সাফল্য আসবেই। তবে টোটকাটি প্রয়োগের আগে মনের মধ্যে বিশ্বাস আনতে হবে, মনে বিশ্বাস না নিয়ে এ কাজ করলে ফল বিপরীত হতে পারে।


এই টোটকার জন্য প্রথমেই দরকার ৭ টি লবঙ্গ, কিছুটা শর্ষে, একটি নতুন সাদা কাপড়ের টুকরো আর ঝাঁটা দিয়ে কুড়নো মাটি। তবে লক্ষ্য রাখতে হবে লবঙ্গ গোটা দরকার। ভাঙা হলে চলবে না, আর কাপড়ের টুকরো সুন্দর ও পরিষ্কার হতে হবে। ময়লা ব্যবহার করা কাপড় চলবে না।


এইবার এক শনিবার দেখে এই সকল জিনিস নিয়ে শনি ঠাকুরের সামনে যান, এবার ঠাকুরের সামনে কাপটা সুন্দর করে রেখে তারপর এক এক করে একটি করে লবঙ্গ নিয়ে শনি দেবের চরণে দিয়ে প্রনাম করে সাত পাক ঘোরান। তারপর এই লবঙ্গগুলো সব কাপড়ের উপর রেখে কিছুটা ঘর কুড়ানো ধুলো গুলো এই কাপড়ের উপর রাখতে হবে এরপর এই ধুলোর উপর কিছুটা সরষে দিয়ে শক্ত করে বাঁধতে হবে এই কাপড়ের পুটলাটিকে।