Pink Ambulance: মহিলাদের বিপদে পাশে মহিলারাই, গোলাপি অ্যাম্বুলেন্স চালিয়ে রোগীদের হাসপাতালে পৌঁছচ্ছেন নারীরা

Last Updated:
Women Ambulance Drivers: এই বছরের আন্তর্জাতিক নারী দিবসে মহিলা চালিত এবং নারীদের দ্বারাই পরিচালিত গোলাপি অ্যাম্বুলেন্স (pink ambulances) পরিষেবা চালু করেছেন তাঁরা।
1/5
COVID-19 মহামারী চলাকালীন এক ছোট মেয়ের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে নাজেহাল হয়েছিল দিল্লির এক পরিবার। ওই পরিবারের বিশেষ অনুরোধ ছিল তাঁদের অত্যন্ত অসুস্থ ওই মেয়ের জন্য এমন একটি অ্যাম্বুলেন্স হলেই ভালো যার চালক মহিলা (pink ambulances)। দিল্লির বেসরকারি সংস্থা (এনজিও) শহিদ ভগত সিং সেবা দল (Shaheed Bhagat Singh Sewa Dal) বিভিন্ন জরুরি পরিষেবাগুলিকে মানুষের কাছে সহজে পৌঁছে দেয়। কিন্তু এমন অনুরোধ পেয়ে অবাকই হয়েছিলেন তারা।
COVID-19 মহামারী চলাকালীন এক ছোট মেয়ের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে নাজেহাল হয়েছিল দিল্লির এক পরিবার। ওই পরিবারের বিশেষ অনুরোধ ছিল তাঁদের অত্যন্ত অসুস্থ ওই মেয়ের জন্য এমন একটি অ্যাম্বুলেন্স হলেই ভালো যার চালক মহিলা (pink ambulances)। দিল্লির বেসরকারি সংস্থা (এনজিও) শহিদ ভগত সিং সেবা দল (Shaheed Bhagat Singh Sewa Dal) বিভিন্ন জরুরি পরিষেবাগুলিকে মানুষের কাছে সহজে পৌঁছে দেয়। কিন্তু এমন অনুরোধ পেয়ে অবাকই হয়েছিলেন তারা।
advertisement
2/5
তখনই শহিদ ভগত সিং সেবাদলের মহিলা বিভাগের সভাপতি মনজিত কৌর শান্টি বুঝতে পেরেছিলেন, অল্পবয়সী মেয়েরা এবং অন্য মহিলারা সবসময় পুরুষ চালকদের কাছাকাছি স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারে। এর ফলে এই বছরের আন্তর্জাতিক নারী দিবসে মহিলা চালিত এবং নারীদের দ্বারাই পরিচালিত গোলাপি অ্যাম্বুলেন্স (pink ambulances) পরিষেবা চালু করেছেন তাঁরা।
তখনই শহিদ ভগত সিং সেবাদলের মহিলা বিভাগের সভাপতি মনজিত কৌর শান্টি বুঝতে পেরেছিলেন, অল্পবয়সী মেয়েরা এবং অন্য মহিলারা সবসময় পুরুষ চালকদের কাছাকাছি স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারে। এর ফলে এই বছরের আন্তর্জাতিক নারী দিবসে মহিলা চালিত এবং নারীদের দ্বারাই পরিচালিত গোলাপি অ্যাম্বুলেন্স (pink ambulances) পরিষেবা চালু করেছেন তাঁরা।
advertisement
3/5
“একজন মহিলা অন্য মহিলার কাছেই আবেগের দিক থেকে আরও বেশি সহজ হতে পারে। এবং অ্যাম্বুলেন্সে কোনও সংকটের সময়, যখন একজন রোগীর অত্যন্ত যত্ন, সান্ত্বনা এবং ভরসার প্রয়োজন, তখন অন্য একজন মহিলা যে মানসিক সমর্থন জোগাতে পারেন তা অন্যরা পারেন না,” বলেন শহিদ ভগত সিং সেবা দলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারপার্সন, ডাঃ জ্যোতজিৎ শান্টি।
“একজন মহিলা অন্য মহিলার কাছেই আবেগের দিক থেকে আরও বেশি সহজ হতে পারে। এবং অ্যাম্বুলেন্সে কোনও সংকটের সময়, যখন একজন রোগীর অত্যন্ত যত্ন, সান্ত্বনা এবং ভরসার প্রয়োজন, তখন অন্য একজন মহিলা যে মানসিক সমর্থন জোগাতে পারেন তা অন্যরা পারেন না,” বলেন শহিদ ভগত সিং সেবা দলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারপার্সন, ডাঃ জ্যোতজিৎ শান্টি।
advertisement
4/5
এই উদ্যোগের অংশ হিসেবেই চারজন মহিলা চালক ও পরিচারিকা নিয়ে চারটি পিঙ্ক অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। সাতদিন চব্বিশ ঘণ্টা এই পরিষেবাটি বর্তমানে দিল্লি-এনসিআর জুড়ে বিনামূল্যেই পাওয়া যাচ্ছে।
এই উদ্যোগের অংশ হিসেবেই চারজন মহিলা চালক ও পরিচারিকা নিয়ে চারটি পিঙ্ক অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। সাতদিন চব্বিশ ঘণ্টা এই পরিষেবাটি বর্তমানে দিল্লি-এনসিআর জুড়ে বিনামূল্যেই পাওয়া যাচ্ছে।
advertisement
5/5
কেবল নারীর ক্ষমতায়নই নয়, পুরুষ শাসিত পেশার স্টিরিওটাইপও ভাঙছে এই উদ্যোগ। শহিদ ভগৎ সিং সেবাদলের সদস্যরা জানিয়েছেন তাঁদের কাছে প্রতিটি দিনই নারী দিবস। মহিলা চালক এবং মহিলা কর্মীদের দ্বারা চালিত গোলাপি অ্যাম্বুলেন্সের এই অনন্য উদ্যোগটি মহিলা রোগীদের জন্য কঠিন সময়ের নির্ভরতার কেন্দ্র হয়ে উঠছে।
কেবল নারীর ক্ষমতায়নই নয়, পুরুষ শাসিত পেশার স্টিরিওটাইপও ভাঙছে এই উদ্যোগ। শহিদ ভগৎ সিং সেবাদলের সদস্যরা জানিয়েছেন তাঁদের কাছে প্রতিটি দিনই নারী দিবস। মহিলা চালক এবং মহিলা কর্মীদের দ্বারা চালিত গোলাপি অ্যাম্বুলেন্সের এই অনন্য উদ্যোগটি মহিলা রোগীদের জন্য কঠিন সময়ের নির্ভরতার কেন্দ্র হয়ে উঠছে।
advertisement
advertisement
advertisement