Personality Traits: নিজের স্বার্থ ছাড়া কিছু দেখেন না? নাকি দেমাকে মাটিতে পা পড়ে না? বসার ধরনেই ফাঁস গোপন কথা

Last Updated:
Personality Traits: মানুষের বসার ধরন তার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। বসতে গিয়ে কী ভাবে পা রাখছেন, তা দেখেই জেনে নেওয়া যাবে আপনি আসলে কেমন মানুষ। বিস্তারিত জেনে নেওয়া যাক।
1/6
মানুষের বসার ধরন তার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। বসতে গিয়ে কী ভাবে পা রাখছেন, তা দেখেই জেনে নেওয়া যাবে আপনি আসলে কেমন মানুষ। বিস্তারিত জেনে নেওয়া যাক।
মানুষের বসার ধরন তার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। বসতে গিয়ে কী ভাবে পা রাখছেন, তা দেখেই জেনে নেওয়া যাবে আপনি আসলে কেমন মানুষ। বিস্তারিত জেনে নেওয়া যাক।
advertisement
2/6
হাঁটু সোজা করে বসা: যাঁরা হাঁটু সোজা করে বসেন, তাঁরা খুবই আত্মবিশ্বাসী। এই ধরনের মানুষেরা নিজের সম্পর্কে সব সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন। সাধারণত তাঁরা বুদ্ধিমান, যুক্তিবাদী। দৈনন্দিন জীবনে সময়নিষ্ঠ হন। কখনও কারও পিছনে কথা বলেন না। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন তাঁরা। কঠিন পরিস্থিতিতেও তাঁদের শান্ত থাকার ক্ষমতা আছে।
হাঁটু সোজা করে বসা: যাঁরা হাঁটু সোজা করে বসেন, তাঁরা খুবই আত্মবিশ্বাসী। এই ধরনের মানুষেরা নিজের সম্পর্কে সব সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন। সাধারণত তাঁরা বুদ্ধিমান, যুক্তিবাদী। দৈনন্দিন জীবনে সময়নিষ্ঠ হন। কখনও কারও পিছনে কথা বলেন না। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন তাঁরা। কঠিন পরিস্থিতিতেও তাঁদের শান্ত থাকার ক্ষমতা আছে।
advertisement
3/6
হাঁটু আলাদা করে বসা: হাঁটু আলাদা করে যাঁরা বসেন, তাঁরা নিজেদের অন্যের তুলনায় বড় মনে করে। অনেক ক্ষেত্রে এই মানুষেরা স্বার্থপরও হন। এই ধরনের মানুষদের বিশ্বাস যে, তাঁরা বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলছেন। কিন্তু সাধারণত পরিণতি সম্পর্কে চিন্তা না করেই তাঁরা অনেক মন্তব্য করে বসেন। সহজে বিরক্তও হয়ে যান। তাঁদর আচরণ খানিক শিশুসুলভ।
হাঁটু আলাদা করে বসা: হাঁটু আলাদা করে যাঁরা বসেন, তাঁরা নিজেদের অন্যের তুলনায় বড় মনে করে। অনেক ক্ষেত্রে এই মানুষেরা স্বার্থপরও হন। এই ধরনের মানুষদের বিশ্বাস যে, তাঁরা বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলছেন। কিন্তু সাধারণত পরিণতি সম্পর্কে চিন্তা না করেই তাঁরা অনেক মন্তব্য করে বসেন। সহজে বিরক্তও হয়ে যান। তাঁদর আচরণ খানিক শিশুসুলভ।
advertisement
4/6
ক্রস-লেগড সিটার: এক পা যদি অন্য পায়ের হাঁটুতে রেখে বসে থাকেন, তবে বুঝতে হবে যে এই মানুষদের সৃজনশীলতা অন্যদের চেয়ে বেশি। তাঁরা সাধারণত খুব কল্পনাপ্রবণ। বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন থাকতে ভালবাসেন। ক্রস-লেগ বসা রক্ষণাত্মক মনোভাব প্রকাশ করে। এর অর্থ হতে পারে নিরাপত্তাহীনতা লুকিয়ে রাখা।
ক্রস-লেগড সিটার: এক পা যদি অন্য পায়ের হাঁটুতে রেখে বসে থাকেন, তবে বুঝতে হবে যে এই মানুষদের সৃজনশীলতা অন্যদের চেয়ে বেশি। তাঁরা সাধারণত খুব কল্পনাপ্রবণ। বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন থাকতে ভালবাসেন। ক্রস-লেগ বসা রক্ষণাত্মক মনোভাব প্রকাশ করে। এর অর্থ হতে পারে নিরাপত্তাহীনতা লুকিয়ে রাখা।
advertisement
5/6
অ্যাঙ্কল ক্রসড: বিলাসবহুল যাপনের ইঙ্গিত এভাবে বসা। এ ভাবে বসা মানুষেরা যে কোনও পরিস্থিতিতে অত্যন্ত আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি চারপাশের সবাইকে আত্মবিশ্বাসী করে তুলতে পারেন। লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে পিছপা হন না।
অ্যাঙ্কল ক্রসড: বিলাসবহুল যাপনের ইঙ্গিত এভাবে বসা। এ ভাবে বসা মানুষেরা যে কোনও পরিস্থিতিতে অত্যন্ত আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি চারপাশের সবাইকে আত্মবিশ্বাসী করে তুলতে পারেন। লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে পিছপা হন না।
advertisement
6/6
হাঁটুর উপর গোড়ালি রেখে বসা: আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী মনোভাবকে প্রতিফলিত করে এমন ভাবে বসা। এই অবস্থানে বসাকে আধিপত্য, প্রশান্তি, এবং তারুণ্যের ইঙ্গিত হিসাবে দেখা হয়। এই ভাবে যাঁরা বসেন, তাঁরা লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বিচক্ষণতার সঙ্গে কাজ করবেন। এইভাবে বসে থাকা মানুষেরা তাঁদের গোপনীয়তাকে প্রাধান্য দেন। ভাল পোশাক এবং নিজেকে সুন্দর দেখানোর দিকে বেশি ঝোঁক থাকে তাঁদের। নিজেদের মত ছাড়া কারও মতামত গ্রহণ করেন না।
হাঁটুর উপর গোড়ালি রেখে বসা: আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী মনোভাবকে প্রতিফলিত করে এমন ভাবে বসা। এই অবস্থানে বসাকে আধিপত্য, প্রশান্তি, এবং তারুণ্যের ইঙ্গিত হিসাবে দেখা হয়। এই ভাবে যাঁরা বসেন, তাঁরা লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বিচক্ষণতার সঙ্গে কাজ করবেন। এইভাবে বসে থাকা মানুষেরা তাঁদের গোপনীয়তাকে প্রাধান্য দেন। ভাল পোশাক এবং নিজেকে সুন্দর দেখানোর দিকে বেশি ঝোঁক থাকে তাঁদের। নিজেদের মত ছাড়া কারও মতামত গ্রহণ করেন না।
advertisement
advertisement
advertisement