আজ গুরু পূর্ণিমা, এই পুণ্য তিথিতে বিপুল সংখ্যক ভক্তেরা গঙ্গা স্নান সেরে সুন্দর ভাবে দিন শুরু করার অঙ্গীকার নিয়েছেন ৷ শাস্ত্রজ্ঞরা মনে করেছেন সমস্ত আখরা, আশ্রমে গুরু পূর্ণিমায় উদযাপন করছেন ৷ মঙ্গলবার পূর্বা সাড় নক্ষত্র, মিত্রযোগ, ধনু, মকর রাশির ক্ষেত্রে বড় প্রভাব পড়তে চলেছে ৷ মহাপূর্ণিমায় বিশেষ সংযোগ রয়েছে ৷ আজ চন্দ্রগ্রহণেও বিশেষ প্রভাব ফেলবে ৷ প্রতীকী ছবি ৷