Sun: চিরতরে নিভে যাবে সূর্যের আলো, কী হবে সে সময়, ভয়ঙ্কর ভবিষ্যতের কথা বলছেন বিজ্ঞানীরা

Last Updated:
Sun: মনে হয়, শুধু সূর্য নয়, মহাকাশে ছড়িয়ে আছে আরও অসংখ্য ছায়াপথ, আছে আরও অসংখ্য তারা, নক্ষত্র। সেগুলি সূর্যের থেকে ১০০ গুণ বড় হতে পারে বলে মনে করা হচ্ছে
1/5
 হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Smithsonian Astrophysical Observatory- বিজ্ঞানীরা সম্প্রতি গণনা করে দেখেছেন, ঠিক কতদিন সূর্য আলো দেবে পৃথিবীকে, কবে চিরতরে নিভে যাবে সূর্যের আলো।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Smithsonian Astrophysical Observatory- বিজ্ঞানীরা সম্প্রতি গণনা করে দেখেছেন, ঠিক কতদিন সূর্য আলো দেবে পৃথিবীকে, কবে চিরতরে নিভে যাবে সূর্যের আলো।
advertisement
2/5
 তাঁরা গবেষণা করে দেখেছেন, সূর্য এখন সবে মধ্যবয়সে আছে। পাওলা তেস্তা নামে এক বিজ্ঞানী জানিয়েছেন, সূর্য নিভে যাওয়ার সময় কেমন পারমাণবিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে, কেমন হতে পারে পরিস্থিতি।
তাঁরা গবেষণা করে দেখেছেন, সূর্য এখন সবে মধ্যবয়সে আছে। পাওলা তেস্তা নামে এক বিজ্ঞানী জানিয়েছেন, সূর্য নিভে যাওয়ার সময় কেমন পারমাণবিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে, কেমন হতে পারে পরিস্থিতি।
advertisement
3/5
তিনি জানিয়েছেন, কয়েক শতক ধরে তারার জন্ম, গড়ে ওঠা ও ধ্বংস নিয়ে বিভিন্ন আলোচনা করেছিলেন বিজ্ঞানীরা। তাঁদের সমস্ত গবেষণার ফল একসঙ্গে করে বোঝা সম্ভব হয়েছে যে কীভাবে তারার জন্ম হয়েছে, কীভাবেই বা তারা ধ্বংস হয়।
তিনি জানিয়েছেন, কয়েক শতক ধরে তারার জন্ম, গড়ে ওঠা ও ধ্বংস নিয়ে বিভিন্ন আলোচনা করেছিলেন বিজ্ঞানীরা। তাঁদের সমস্ত গবেষণার ফল একসঙ্গে করে বোঝা সম্ভব হয়েছে যে কীভাবে তারার জন্ম হয়েছে, কীভাবেই বা তারা ধ্বংস হয়।
advertisement
4/5
মনে হয়, শুধু সূর্য নয়, মহাকাশে ছড়িয়ে আছে আরও অসংখ্য ছায়াপথ, আছে আরও অসংখ্য তারা, নক্ষত্র। সেগুলি সূর্যের থেকে ১০০ গুণ বড় হতে পারে বলে মনে করা হচ্ছে।
মনে হয়, শুধু সূর্য নয়, মহাকাশে ছড়িয়ে আছে আরও অসংখ্য ছায়াপথ, আছে আরও অসংখ্য তারা, নক্ষত্র। সেগুলি সূর্যের থেকে ১০০ গুণ বড় হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
5/5
প্রথমেই বলা হয়েছে, সূর্য এখন মধ্যবয়সে আছে। ফলে শেষ বয়সে পৌঁছতে এখনও অনেকটা দেরি। তবে সূর্য যদি নিভে যায়, তাহলে তার প্রভাব সরাসরি এসে পড়বে পৃথিবীতে। প্রাকৃতিক নিয়ম ধ্বংস হয়ে যাবে।
প্রথমেই বলা হয়েছে, সূর্য এখন মধ্যবয়সে আছে। ফলে শেষ বয়সে পৌঁছতে এখনও অনেকটা দেরি। তবে সূর্য যদি নিভে যায়, তাহলে তার প্রভাব সরাসরি এসে পড়বে পৃথিবীতে। প্রাকৃতিক নিয়ম ধ্বংস হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement