Knowledge Story: পিঁপড়ের দুধ কতটা পুষ্টিকর? বিজ্ঞানীদের গবেষণায় উঠে এল তাজ্জবজনক তথ্য
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
পিঁপড়ের দুধ কতটা পুষ্টিকর? বিজ্ঞানীদের গবেষণায় উঠে এল তাজ্জবজনক তথ্য
advertisement
advertisement
advertisement
advertisement
ডিম থেকে বের হওয়া ছোট পিঁপড়েকে লার্ভা বলা হয়। বিকাশের প্রক্রিয়া চলাকালীন, পিঁপড়ে প্রথমে ডিম পারে ,তারপর সেই ডিম থেকে একটি লার্ভা নির্গত হয় তারপর এই লার্ভা থেকে একটি পিউপা এবং অবশেষে একটি প্রাপ্তবয়স্ক পিঁপড়ের সৃষ্টি হয়। পিঁপড়ের লার্ভা পিঁপড়ের দুধের উপর ততটাই নির্ভর করে যেমন একজন মানুষের নবজাতক শিশু মায়ের দুধের উপর নির্ভর করে।
advertisement
পিঁপড়ের পিউপা থেকে বের হওয়া এই বিশেষ তরলে অ্যামিনো অ্যাসিড ও শর্করা ও ভিটামিন থাকে। শুধু তাই নয়, এতে হরমোনও পাওয়া যায়। গবেষকদের মতে, এই দুধের পরিমাণ এতটাই কম যে তা সংগ্রহ করা সম্ভব নয়। নেচার জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, পিঁপড়ে থেকে পিউপাকে আলাদা করার সময় প্রথমবারের মতো এই বিশেষ তরলটি লক্ষ্য করা গিয়েছে।