Gigantic Goliath Tiger Fish: না পিরানা, না হাঙড়!..৩০ সেকেন্ডে একটা কুমিরের হাড়গোড় চিবিয়ে ফেলতে পারে এই মাছ..নাম জানেন?

Last Updated:
সম্প্রতি এমনই একটি মাঝের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ মাছটির এক একটা দাঁত যেন এক একটা মোটা ধারাল ছুরি৷ এক বার একসঙ্গে শরীরে গেঁথে গেলে তা ছাড়িয়ে বেরয় কার সাধ্যি!
1/7
বিষাক্ত মাছের কথা বললে প্রথমেই আমাদের মাথায় আসে পাফার ফিশ বা প্লো ফিশের কথা৷ এরা কার্নিভোরাস প্রকৃতির তো বটেই এঁদের মধ্যে থাকা বিষাক্ত উপাদান অন্যান্য প্রাণির মতো মানুষের জন্যেও যথেষ্ট ক্ষতিকারক৷ কিন্তু, আপনাদের কাছে যদি জানতে চাওয়া হয়, এমন কোন মাছ আছে, যার ধারাল দাঁতে ছিন্নভিন্ন হতে পারে মানব শরীর?
বিষাক্ত মাছের কথা বললে প্রথমেই আমাদের মাথায় আসে পাফার ফিশ বা প্লো ফিশের কথা৷ এরা কার্নিভোরাস প্রকৃতির তো বটেই এঁদের মধ্যে থাকা বিষাক্ত উপাদান অন্যান্য প্রাণির মতো মানুষের জন্যেও যথেষ্ট ক্ষতিকারক৷ কিন্তু, আপনাদের কাছে যদি জানতে চাওয়া হয়, এমন কোন মাছ আছে, যার ধারাল দাঁতে ছিন্নভিন্ন হতে পারে মানব শরীর?
advertisement
2/7
উত্তরে অবশ্যই বলবেন পিরানা৷ অথবা হাঙড়৷ কিন্তু, এমন প্রজাতির মাছের নাম জানেন কি, যাদের দাঁত এতটাই ধারাল হয় যে তারা একটা কুমিরের হাড় পর্যন্ত চিবিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে?
উত্তরে অবশ্যই বলবেন পিরানা৷ অথবা হাঙড়৷ কিন্তু, এমন প্রজাতির মাছের নাম জানেন কি, যাদের দাঁত এতটাই ধারাল হয় যে তারা একটা কুমিরের হাড় পর্যন্ত চিবিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে?
advertisement
3/7
সম্প্রতি এমনই একটি মাঝের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ মাছটির এক একটা দাঁত যেন এক একটা মোটা ধারাল ছুরি৷ এক বার একসঙ্গে শরীরে গেঁথে গেলে তা ছাড়িয়ে বেরয় কার সাধ্যি!
সম্প্রতি এমনই একটি মাঝের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ মাছটির এক একটা দাঁত যেন এক একটা মোটা ধারাল ছুরি৷ এক বার একসঙ্গে শরীরে গেঁথে গেলে তা ছাড়িয়ে বেরয় কার সাধ্যি!
advertisement
4/7
গবেষকেরা জানাচ্ছেন, শিকারি এই মাছটি আসলে টাইগার ফিশ৷ পৃথিবীতে একাধিক প্রজাতির টাইগার ফিশের দেখা মেলে৷ বিশেষ করে আফ্রিকার বিভিন্ন হ্রদে, মিষ্টি জলের নদীর উপরিভাগে সাঁতরে বেড়াতে দেখা যায় এই দৈত্যাকার মাছেদের৷
গবেষকেরা জানাচ্ছেন, শিকারি এই মাছটি আসলে টাইগার ফিশ৷ পৃথিবীতে একাধিক প্রজাতির টাইগার ফিশের দেখা মেলে৷ বিশেষ করে আফ্রিকার বিভিন্ন হ্রদে, মিষ্টি জলের নদীর উপরিভাগে সাঁতরে বেড়াতে দেখা যায় এই দৈত্যাকার মাছেদের৷
advertisement
5/7
এরা ভয়ঙ্কর হিংস্র প্রকৃতির হয় এবং সাধারণ দল বেঁধে শিকার করে৷ এই মাছকে বিশ্বের সবচেয়ে হিংস্র মাছ বলে বিবেচনা করা হয়৷ এটি দক্ষিণ আমেরিকীয় পিরানা গোত্রীয় মাছেরও সমতূল্য৷ আফ্রিকার টাঙ্গানিকা হ্রদ বা কঙ্গো নদীতে সবচেয়ে বড় প্রজাতির টাইগার ফিশ পাওয়া যায়৷
এরা ভয়ঙ্কর হিংস্র প্রকৃতির হয় এবং সাধারণ দল বেঁধে শিকার করে৷ এই মাছকে বিশ্বের সবচেয়ে হিংস্র মাছ বলে বিবেচনা করা হয়৷ এটি দক্ষিণ আমেরিকীয় পিরানা গোত্রীয় মাছেরও সমতূল্য৷ আফ্রিকার টাঙ্গানিকা হ্রদ বা কঙ্গো নদীতে সবচেয়ে বড় প্রজাতির টাইগার ফিশ পাওয়া যায়৷
advertisement
6/7
 এই প্রজাতির মাছের বিজ্ঞানসম্মত নাম হাইড্রোসাইনাস গোলিয়াথ৷ ডাক নাম গোলিয়াথ টাইগার ফিশ৷ এ মাছের এক একটির ওজন ১১০ পাউন্ডের মতো হতে পারে৷
এই প্রজাতির মাছের বিজ্ঞানসম্মত নাম হাইড্রোসাইনাস গোলিয়াথ৷ ডাক নাম গোলিয়াথ টাইগার ফিশ৷ এ মাছের এক একটির ওজন ১১০ পাউন্ডের মতো হতে পারে৷
advertisement
7/7
এরা পাঁচ-ছ’জন একসঙ্গে মিলে শিকার করে৷ নিজের আকৃতির শিকার এদের প্রাথমিক লক্ষ্য৷ তবে পারলে নিজের চেয়ে বড় আকারের কুমিরদেরও আক্রমণ করে মেরে খেয়ে ফেলতে পারে এরা৷
এরা পাঁচ-ছ’জন একসঙ্গে মিলে শিকার করে৷ নিজের আকৃতির শিকার এদের প্রাথমিক লক্ষ্য৷ তবে পারলে নিজের চেয়ে বড় আকারের কুমিরদেরও আক্রমণ করে মেরে খেয়ে ফেলতে পারে এরা৷
advertisement
advertisement
advertisement