এক লিটার জলের বোতল ২০ টাকা, আসল দাম কত জানেন? শুনলে চমকে যাবেন

Last Updated:
water bottle: ২০ টাকার জলের বোতলের আসল দাম কত! জেনে নিন।
1/7
এক লিটার জলের বোতলের দাম ২০ টাকা। অনেকে অবশ্য এই জল মিনারেল ওয়াটার বলে ভুল করেন।
এক লিটার জলের বোতলের দাম ২০ টাকা। অনেকে অবশ্য এই জল মিনারেল ওয়াটার বলে ভুল করেন।
advertisement
2/7
আপনি হয়তো খেয়াল করেছেন, বোতলের গায়ে লেখা থাকে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। অর্থাৎ সংস্থাগুলি দাবি করে, এই জল পরিশুদ্ধ।
আপনি হয়তো খেয়াল করেছেন, বোতলের গায়ে লেখা থাকে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। অর্থাৎ সংস্থাগুলি দাবি করে, এই জল পরিশুদ্ধ।
advertisement
3/7
জানা গিয়েছে, এক লিটার জলের বোতল বিক্রি করে প্রস্তুতকারক সংস্থাগুলি তিন গুণের বেশি মুনাফা করে।
জানা গিয়েছে, এক লিটার জলের বোতল বিক্রি করে প্রস্তুতকারক সংস্থাগুলি তিন গুণের বেশি মুনাফা করে।
advertisement
4/7
প্লাস্টিকের বোতলের জন্য সংস্থাগুলির খরচ হয় ৩০ পয়সা মতো। এক লিটার জলের দাম পড়ে ১.২০-১.৩০ টাকা মতো। সেই জল পরিশোধন করতে খরচ হয় ৩.৩০ টাকা মতো।
প্লাস্টিকের বোতলের জন্য সংস্থাগুলির খরচ হয় ৩০ পয়সা মতো। এক লিটার জলের দাম পড়ে ১.২০-১.৩০ টাকা মতো। সেই জল পরিশোধন করতে খরচ হয় ৩.৩০ টাকা মতো।
advertisement
5/7
সব মিলিয়ে দেখা যায়, এক লিটার জলের বোতলের জন্য সংস্থাগুলির খরচ হয় প্রায় ৬ টাকা মতো। আর সেই জলের বোতল বিক্রি হয় ২০ টাকায়।
সব মিলিয়ে দেখা যায়, এক লিটার জলের বোতলের জন্য সংস্থাগুলির খরচ হয় প্রায় ৬ টাকা মতো। আর সেই জলের বোতল বিক্রি হয় ২০ টাকায়।
advertisement
6/7
এত টাকা লাভ করার পরও কিন্তু সব সংস্থার জল পরিশুদ্ধ নয়। ২০১৪-১৫ সালে বোতলজাত জলের গুণগত মান পরীক্ষা করেছিল ভারত সরকার। সেই পরীক্ষায় দেখা গিয়েছে, অর্ধেকের বেশি সংস্থার জলের গুণগত মান ভাল নয়।
এত টাকা লাভ করার পরও কিন্তু সব সংস্থার জল পরিশুদ্ধ নয়। ২০১৪-১৫ সালে বোতলজাত জলের গুণগত মান পরীক্ষা করেছিল ভারত সরকার। সেই পরীক্ষায় দেখা গিয়েছে, অর্ধেকের বেশি সংস্থার জলের গুণগত মান ভাল নয়।
advertisement
7/7
এখন ভারতে কয়েক হাজার সংস্থা বোতলজাল জলের ব্যবসা করে। এই ব্যবসার সূত্রপাত হয়েছিল পশ্চিমা দেশে। তবে এখন ভারতেও এই ব্যবসার রমরমা।
এখন ভারতে কয়েক হাজার সংস্থা বোতলজাল জলের ব্যবসা করে। এই ব্যবসার সূত্রপাত হয়েছিল পশ্চিমা দেশে। তবে এখন ভারতেও এই ব্যবসার রমরমা।
advertisement
advertisement
advertisement