Name Starts with 'S': নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘S’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

Last Updated:
Name Starts with S Personality: আজ কথা বলব, যাঁদের নাম ইংরেজি ‘S’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
1/5
নামের আদ্যক্ষর থেকেও মানুষের ব্যক্তিত্বের গোপন দিক জানা সম্ভব। শুধু তা-ই নয়, কেরিয়ারে সেই মানুষ কেমন সাফল্য পাবেন, সেটাও বোঝা যায়। আজ কথা বলব, যাঁদের নাম ইংরেজি ‘S’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
নামের আদ্যক্ষর থেকেও মানুষের ব্যক্তিত্বের গোপন দিক জানা সম্ভব। শুধু তা-ই নয়, কেরিয়ারে সেই মানুষ কেমন সাফল্য পাবেন, সেটাও বোঝা যায়। আজ কথা বলব, যাঁদের নাম ইংরেজি ‘S’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
advertisement
2/5
 নামের আদ্যক্ষরে ‘S’ থাকা মানুষগুলি সাধারণ বন্ধুত্বপূর্ণ। বেশির ভাগ ক্ষেত্রেই এঁরা বহির্মুখী স্বভাবের হয়ে থাকেন। স্বাভাবিক ভাবেই এঁরা একটা দারুণ ব্যক্তিত্বের অধিকারী। শুধু তা-ই নয়, এঁদের মধ্যে অনন্যসাধারণ প্রতিভা বর্তমান। যার ফলে অন্যরা এঁদের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। সেই সঙ্গে নামের আদ্যক্ষরে ‘S’ থাকা মানুষগুলি অন্যদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন। এঁরা ভাল শ্রোতাও হন। এছাড়াও এঁদের মধ্যে একটি বিশেষ গুণ থাকে। অন্যরা যাতে যে কোনও পরিস্থিতিতে সহজ-স্বাভাবিক হয়ে থাকতে পারেন, সেই ব্যবস্থা করারও ক্ষমতা রাখে নামের আদ্যক্ষরে ‘S’ থাকা মানুষগুলি।
নামের আদ্যক্ষরে ‘S’ থাকা মানুষগুলি সাধারণ বন্ধুত্বপূর্ণ। বেশির ভাগ ক্ষেত্রেই এঁরা বহির্মুখী স্বভাবের হয়ে থাকেন। স্বাভাবিক ভাবেই এঁরা একটা দারুণ ব্যক্তিত্বের অধিকারী। শুধু তা-ই নয়, এঁদের মধ্যে অনন্যসাধারণ প্রতিভা বর্তমান। যার ফলে অন্যরা এঁদের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। সেই সঙ্গে নামের আদ্যক্ষরে ‘S’ থাকা মানুষগুলি অন্যদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন। এঁরা ভাল শ্রোতাও হন। এছাড়াও এঁদের মধ্যে একটি বিশেষ গুণ থাকে। অন্যরা যাতে যে কোনও পরিস্থিতিতে সহজ-স্বাভাবিক হয়ে থাকতে পারেন, সেই ব্যবস্থা করারও ক্ষমতা রাখে নামের আদ্যক্ষরে ‘S’ থাকা মানুষগুলি।
advertisement
3/5
 যাঁদের নাম ‘S’ দিয়ে শুরু হচ্ছে, তাঁরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী এবং কঠোর পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন। সেই সঙ্গে হামেশাই দেখা যায় যে, নামের আদ্যক্ষরে ‘S’ থাকা মানুষগুলি সৃজনশীল কাজ এবং শিল্প সংক্রান্ত ক্ষেত্রের দিকে আকৃষ্ট হচ্ছেন। আর সবথেকে বড় কথা হল, নিজেদের মেলে ধরার এক সহজাত প্রতিভা থাকে এঁদের মধ্যে। সেই সঙ্গে এই মানুষগুলি দারুণ ভাবে নিজেদের সমস্যার সমাধান করতে পারে। আর নিজেদের আর্থিক লক্ষ্য পূরণের জন্য ঝুঁকি নিতেও পিছপা হয় না।
যাঁদের নাম ‘S’ দিয়ে শুরু হচ্ছে, তাঁরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী এবং কঠোর পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন। সেই সঙ্গে হামেশাই দেখা যায় যে, নামের আদ্যক্ষরে ‘S’ থাকা মানুষগুলি সৃজনশীল কাজ এবং শিল্প সংক্রান্ত ক্ষেত্রের দিকে আকৃষ্ট হচ্ছেন। আর সবথেকে বড় কথা হল, নিজেদের মেলে ধরার এক সহজাত প্রতিভা থাকে এঁদের মধ্যে। সেই সঙ্গে এই মানুষগুলি দারুণ ভাবে নিজেদের সমস্যার সমাধান করতে পারে। আর নিজেদের আর্থিক লক্ষ্য পূরণের জন্য ঝুঁকি নিতেও পিছপা হয় না।
advertisement
4/5
সম্পর্কের ক্ষেত্রেও এঁরা বেশ প্যাশনেট এবং রোম্যান্টিক প্রকৃতির হন। নিজেদের মনের অনুভূতি প্রকাশ করতে পিছপা হন না এঁরা। সঙ্গীর প্রতি প্রচণ্ড পরিমাণে স্নেহশীল হন নামের আদ্যক্ষরে ‘S’ থাকা মানুষগুলি। বিশ্বাসযোগ্যতা এবং অঙ্গীকারবদ্ধ হন এঁরা। সেই সঙ্গে অত্যন্ত সৎ প্রকৃতির এবং সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনায় বিশ্বাসী হয় এই মানুষগুলি।
সম্পর্কের ক্ষেত্রেও এঁরা বেশ প্যাশনেট এবং রোম্যান্টিক প্রকৃতির হন। নিজেদের মনের অনুভূতি প্রকাশ করতে পিছপা হন না এঁরা। সঙ্গীর প্রতি প্রচণ্ড পরিমাণে স্নেহশীল হন নামের আদ্যক্ষরে ‘S’ থাকা মানুষগুলি। বিশ্বাসযোগ্যতা এবং অঙ্গীকারবদ্ধ হন এঁরা। সেই সঙ্গে অত্যন্ত সৎ প্রকৃতির এবং সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনায় বিশ্বাসী হয় এই মানুষগুলি।
advertisement
5/5
গুণের পাল্লা ভারী হলেও এই মানুষগুলির চরিত্রে আবার কিছু দুর্বল বা নেতিবাচক দিকও রয়েছে। উদাহরণ স্বরূপ, এঁরা কিছু কিছু সময় জেদী এবং একগুঁয়ে প্রকৃতির হয়ে ওঠেন। কিছুতেই নিজেদের পরিবর্তন করতে পারেন না। কখনও কখনও আবার এঁরা আবেগপ্রবণ হয়ে পড়েন। পরিস্থিতি না দেখে এমনকী কোনও কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
গুণের পাল্লা ভারী হলেও এই মানুষগুলির চরিত্রে আবার কিছু দুর্বল বা নেতিবাচক দিকও রয়েছে। উদাহরণ স্বরূপ, এঁরা কিছু কিছু সময় জেদী এবং একগুঁয়ে প্রকৃতির হয়ে ওঠেন। কিছুতেই নিজেদের পরিবর্তন করতে পারেন না। কখনও কখনও আবার এঁরা আবেগপ্রবণ হয়ে পড়েন। পরিস্থিতি না দেখে এমনকী কোনও কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement