হোম » ছবি » পাঁচমিশালি » ‘A’ দিয়ে শুরু নামের মানুষরা কেমন হন ? জেনে নিন তাদের চরিত্রের ভাল-খারাপ দিকগুলি

Name starts with A: নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘A’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

  • 15

    Name starts with A: নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘A’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

    নামের আদ্যক্ষর থেকেও মানুষের ব্যক্তিত্বের গোপন দিক জানা সম্ভব। শুধু তা-ই নয়, কেরিয়ারে সেই মানুষ কেমন সাফল্য পাবেন, সেটাও বোঝা যায়। আজ জেনে নেওয়া যাক, যাঁদের নাম ইংরেজি ‘এ’ (A) দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে। Representative Image

    MORE
    GALLERIES

  • 25

    Name starts with A: নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘A’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

    যাঁদের নামের আদ্যক্ষরে ‘A’ থাকে, তাঁদের অনন্য ধারার একাধিক চারিত্রিক গুণ থাকে। এঁরা সাধারণত দুঃসাহসী প্রকৃতির হন। সেই সঙ্গে কৌতূহলী প্রকৃতির এবং মুক্ত মনের অধিকারী হন এঁরা। ভ্রমণে বেরিয়ে নতুন সংস্কৃতি, খাবার, রীতি-আচার জানার আগ্রহ থাকে তুঙ্গে। এঁরা স্বতঃস্ফূর্ত এবং উচ্চাকাঙ্ক্ষীও হন। এঁদের স্বপ্ন ও লক্ষ্যও বড় মাপের হয়। ব্যক্তিগত ও পেশাগত জীবনে এঁরা সেরা কৃতিত্বের অধিকারী হন।

    MORE
    GALLERIES

  • 35

    Name starts with A: নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘A’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

    যাঁদের আদ্যক্ষরে ‘A’ থাকে, তাঁদের বিশ্লেষণ ক্ষমতা মারাত্মক। যে কোনও সমস্যায় পড়লে এঁরা সমস্ত তথ্য বিশ্লেষণ করে দক্ষতার সঙ্গেই তা সমাধান করে থাকেন। আর পেশাগত ক্ষেত্রে এঁদের এই গুণটাই সবথেকে বড় সম্পদ হয়ে ওঠে।

    MORE
    GALLERIES

  • 45

    Name starts with A: নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘A’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

    এখানেই শেষ নয়, নামের আদ্যক্ষরে ‘A’ থাকা মানুষগুলি দৃঢ়চেতা হয়। সব সময় আত্মবিশ্বাসে ভরপুর থাকেন এঁরা। মনে মনে যা ভাবছেন, সেটা প্রকাশ করতেও পিছ-পা হন না। কী চাইছেন, সেই সম্পর্কে এঁদের স্পষ্ট ধারণা থাকে। নিজেদের মতামত ও ধারণার বিষয়ে দৃঢ় বিশ্বাসী হন এঁরা। তবে এই দৃঢ়চেতা মনোভাবই আবার কখনও কখনও তাঁদের আগ্রাসী করে তোলে। কথা ও কাজের মাধ্যমে অন্যদের উপর প্রভাব বিস্তার করতে পারেন তাঁরা।

    MORE
    GALLERIES

  • 55

    Name starts with A: নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘A’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

    এছাড়াও এই ধরনের মানুষের মধ্যে সৃজনশীল দিকটাও বর্তমান। শিল্পকলা, সঙ্গীতের মাধ্যমে নিজেদের প্রকাশ করে থাকেন এঁরা। কল্পনাপ্রবণ এই মানুষগুলির দৃষ্টিভঙ্গিও অনন্য। দুনিয়াটাকে অন্য ভাবে দেখেন এঁরা। সেই সঙ্গে যে কোনও সমস্যা সমাধানে এগিয়ে আসেন। চরিত্রের এই সমস্ত বিষয়গুলি নামের আদ্যক্ষরে ‘A’ থাকা মানুষগুলিকে অনন্য করে তোলে। তবে এঁদের কিছু বিষয়ে সতর্ক থাকা বাঞ্ছনীয়। নিজেদের শক্তি ও দুর্বলতার মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টা শেখা উচিত তাঁদের। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES