Husband wife relationship: বউকে ছেড়ে গোপনে হোটেল বুক করে ফুর্তি যুবকের! প্রতিশোধ নিলেন স্ত্রী, লজ্জায় লাল স্বামী

Last Updated:
স্বামী স্ত্রীর সম্পর্ক কত রকমই না হয়, তার মধ্যে কখনও মিশে থাকে ভালোবাসা, কখনও মিশে থাকে ঝগড়া, আবার কখনো হালকা খুনসুটি। এমনই একটি মজার ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে।
1/6
স্বামী স্ত্রীর সম্পর্ক কত রকমই না হয়, তার মধ্যে কখনও মিশে থাকে ভালোবাসা, কখনও মিশে থাকে ঝগড়া, আবার কখনো হালকা খুনসুটি। এমনই একটি মজার ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে। প্রতীকী ছবি।
স্বামী স্ত্রীর সম্পর্ক কত রকমই না হয়, তার মধ্যে কখনও মিশে থাকে ভালোবাসা, কখনও মিশে থাকে ঝগড়া, আবার কখনো হালকা খুনসুটি। এমনই একটি মজার ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
2/6
যেখানে দেখা গিয়েছে, এক যুবকের স্ত্রী তাঁর মা এবং স্ত্রীর পরিবারকে বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সেই আমন্ত্রণের বিষয়ে জানার পরই বাড়ি থেকে চম্পট দেন যুবক। প্রতীকী ছবি।
যেখানে দেখা গিয়েছে, এক যুবকের স্ত্রী তাঁর মা এবং স্ত্রীর পরিবারকে বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সেই আমন্ত্রণের বিষয়ে জানার পরই বাড়ি থেকে চম্পট দেন যুবক। প্রতীকী ছবি।
advertisement
3/6
কেন সেটি অবশ্য সমাজমাধ্যমে একটি পোস্ট করে কনফেশন-এর আকারে দিয়েছেন যুবক। তার কারণ, ‘শাশুড়ির থেকে বিভিন্ন সময় তাঁর আর্থিক অবস্থা এবং রোজগার নিয়ে যুবককে খোঁটা দেন’।
কেন সেটি অবশ্য সমাজমাধ্যমে একটি পোস্ট করে কনফেশন-এর আকারে দিয়েছেন যুবক। তার কারণ, ‘শাশুড়ির থেকে বিভিন্ন সময় তাঁর আর্থিক অবস্থা এবং রোজগার নিয়ে যুবককে খোঁটা দেন’।
advertisement
4/6
সে সব থেকে বাঁচার জন্যই, নাকি সেই যুবক বাড়ি ছাড়েন। হোটেল বুক করে বন্ধুদের ডেকে দিব্যি আনন্দে সময় কাটান যুবক, সেই সঙ্গে তিনি স্পাতেও যান। প্রতীকী ছবি।
সে সব থেকে বাঁচার জন্যই, নাকি সেই যুবক বাড়ি ছাড়েন। হোটেল বুক করে বন্ধুদের ডেকে দিব্যি আনন্দে সময় কাটান যুবক, সেই সঙ্গে তিনি স্পাতেও যান। প্রতীকী ছবি।
advertisement
5/6
ঘটনা গোপন রাখতে ইচ্ছা হয়নি তাঁর, তাই পুরো ঘটনাই স্ত্রীকে খুলে বলেন। এরপরেই হয় আসল মজা। বউ প্রতিশোধ নেওয়ার জন্য বন্ধুদের নিয়ে ঘুরতে চলে যান গোয়া। শুধু তাই নয় বাড়িতে আমন্ত্রণ জানান স্বামীর পরিবারের আত্মীয়-স্বজনদের। প্রতীকী ছবি।
ঘটনা গোপন রাখতে ইচ্ছা হয়নি তাঁর, তাই পুরো ঘটনাই স্ত্রীকে খুলে বলেন। এরপরেই হয় আসল মজা। বউ প্রতিশোধ নেওয়ার জন্য বন্ধুদের নিয়ে ঘুরতে চলে যান গোয়া। শুধু তাই নয় বাড়িতে আমন্ত্রণ জানান স্বামীর পরিবারের আত্মীয়-স্বজনদের। প্রতীকী ছবি।
advertisement
6/6
এরপরে পুরো দিশেহারা অবস্থা সেই যুবকের। ব্যবহারকারীদের কাছে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তাঁর স্ত্রী কি এইভাবে প্রতিশোধ নিয়ে ঠিক করলেন, না কি একটু বাড়াবাড়িই করে ফেলেছেন। প্রতীকী ছবি।
এরপরে পুরো দিশেহারা অবস্থা সেই যুবকের। ব্যবহারকারীদের কাছে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তাঁর স্ত্রী কি এইভাবে প্রতিশোধ নিয়ে ঠিক করলেন, না কি একটু বাড়াবাড়িই করে ফেলেছেন। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement