Most Poisonous Animal: শরীরে ১ ফোঁটা বিষেই মৃত্যু নিশ্চিত! পৃথিবীর সবথেকে বিষাক্ত প্রাণীর নাম জানেন? কিং কোবরা নয় তবে নাম জানেন?

Last Updated:
গোটা পৃথিবীতে পরিচিত প্রজাতির জীবের সংখ্যা আনুমানিক মোট ১৫ লাখ , যার মধ্যে ১০ লক্ষ ৫০ হাজার প্রজাতির কীটপতঙ্গ। এদের মধ্যে কিছু প্রাণী আছে, যারা অন্য প্রাণীর সহজ শিকার, আবার কিছু প্রাণী আছে যারা অন্যের প্রাণ কেড়ে নিতে পারদর্শী।
1/6
*বিষধর সাপের দাঁত: বিষধর সাপের মুখের সামনের দিকে দুটো বড় দাঁত (ফ্যাং) থাকে। এর মাধ্যমেই কামড়ানোর সময় বিষ ঢালে সাপ। সংগৃহীত ছবি।
গোটা পৃথিবীতে পরিচিত প্রজাতির জীবের সংখ্যা আনুমানিক মোট ১৫ লাখ , যার মধ্যে ১০ লক্ষ ৫০ হাজার প্রজাতির কীটপতঙ্গ। এদের মধ্যে কিছু প্রাণী আছে, যারা অন্য প্রাণীর সহজ শিকার, আবার কিছু প্রাণী আছে যারা অন্যের প্রাণ কেড়ে নিতে পারদর্শী। তাদের কেউ শিকার করে আবার কারোর ১ ফোঁটা বিষেই মৃত্যু৷ (প্রতীকী ছবি)
advertisement
2/6
অ্যান্টিভেনম দিয়েও বাঁচানো যাচ্ছে না সাপে-কাটা রোগীকে! তেলঙ্গনার অ্যান্টিভেনম পশ্চিমবঙ্গে ফেল! বাংলার সাপের বিষ নিয়ে গবেষণা তেলঙ্গনায়। কিন্তু সেখানে বিষের নমুনা পাঠাতে সময় লাগে! যত সময় যায় সাপের বিষ তত শক্তি হারায়!
সবচেয়ে বিষাক্ত প্রাণীর কথা বললে সাপের নামই প্রথমে আসে। এদের মধ্যে কিং কোবরাকে সবচেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করা হয়। মনে করা হয় কিং কোবরা কামড়ালে সময়মতো চিকিৎসা না হলে তাহলে ৩০ মিনিটের মধ্যে তার মৃত্যু নিশ্চিত। (প্রতীকী ছবি)
advertisement
3/6
সচিন সাপটিকে ধরে একটা বাক্সে তালা বন্ধ করে রেখেছিল। তারপর বাক্সটি রেখেছিল গাড়ির ভিতর। গাড়িটাও লক করা ছিল। সকালে বাক্সের তালা খুলে ডালা তুলতেই শিউরে ওঠেন সচিন। বাক্সে সাপটি নেই। সাপটি গাড়িতেও নেই। তাহলে কি উবে গেল সাপ? শোরগোল গোটা গ্রামে।
কিন্তু জানলে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী কিং কোবরা নয়। পৃথিবীতে এমন একটি প্রাণী আছে তার এক ফোঁটা বিষ কয়েক মিনিটের মধ্যে যে কোনও মানুষকে মেরে ফেলতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
4/6
 আপনি হয়ত ভাবছেন, এটা কী ধরনের প্রাণী? এই প্রাণীটির নাম কনাস জিওগ্রাফাস নামের একটি শামুক। সমুদ্রে পাওয়া এই প্রাণীটিকে। (প্রতীকী ছবি)
আপনি হয়ত ভাবছেন, এটা কী ধরনের প্রাণী? এই প্রাণীটির নাম কনাস জিওগ্রাফাস নামের একটি শামুক। সমুদ্রে পাওয়া এই প্রাণীটিকে। (প্রতীকী ছবি)
advertisement
5/6
ক্লাস চলছিল। হঠাৎ হিসহিস শব্দ, ঘরের মধ্যে ওটা কী কিলবিল করছে! সঙ্গে সঙ্গে হুলস্থুল কাণ্ড। সাপ সাপ করে চিৎকার! সোদপুরের মহেন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে বিষধর চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল স্কুল চত্বরে। হঠাৎ ক্লাস চলাকালীন সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। মুহূর্তের মধ্যে স্কুলে হুলস্থুল পড়ে যায়। Snake In Classroom Venomous Snake Found in Sodepur School Students and Teachers Panic know what happened
বিশেষজ্ঞরা বলছেন যে ইন্দো-প্যাসিফিক অঞ্চল অর্থাৎ ভারতমহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে পাথরে পাওয়া এই শামুকটি তার শিকারকে হত্যা করার জন্য যে পরিমাণ বিষের প্রয়োজন তার দশ ভাগের এক ভাগ দিয়েই শিকারকে মেরে ফেলে। (প্রতীকী ছবি)
advertisement
6/6
'কামানচাকা' শব্দের স্থানীয় মানে 'অন্ধকার' কারণ এই প্রাণীটির দেখাও পাওয়া যায় সমুদ্রের একদম অতল গভীরে। প্রতীকী ছবি
ই বিষের অ্যান্টিডোট আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কোনও ব্যক্তির শরীরে এই বিষ ঢুকলে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু, এগুলি সমুদ্রের গভীরে পাওয়া যায়, যার কারণে এগুলি মানুষের জন্য বিপজ্জনক নয়। তা সত্ত্বেও বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল এই শামুকের বিষে। দেখা গিয়েছে তাঁরা প্রত্যেকেই ডুবুরি ছিলেন। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement