হলদে-কালো এই সাপ ভীষণ লাজুক, অথচ কোবরার চেয়েও বিষধর! বিকল হয়ে যাবে স্নায়ুতন্ত্র...চিনে রাখুন
- Published by:Tias Banerjee
Last Updated:
Snake: এই সাপের গায়ে মোটা কালো-হলুদ ব্যান্ড বা মোটা ডোরা দাগ থাকে। অর্থাৎ, এর পুরো শরীর জুড়েই গাঢ় হলুদ এবং কালো রঙের মোটা মোটা দাগ থাকে। এই বিশেষ চেহারার জন্য দূর থেকেও এটি সহজেই চেনা যায়। কিন্তু সাবধান! কাছ থেকে দেখার ঝুঁকি নিলে তার ফল মারাত্মক হতে পারে।
advertisement
advertisement
advertisement
ব্যান্ডেড ক্রেইট (Bungarus fasciatus) ✅ এটি অত্যন্ত বিষাক্ত এবং এলাপিড পরিবারের সদস্য। ✅ ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ চিনে পাওয়া যায়। ✅ গায়ের উপর স্পষ্ট কালো-হলুদ ব্যান্ড থাকে, যা এটিকে সহজেই চেনার সুযোগ দেয়। ✅ এর বিষ নিউরোটক্সিন জাতীয়, যা দ্রুত স্নায়ুতন্ত্র বিকল করে দিতে পারে।
advertisement
advertisement