৮০ কোটির লটারি জিতে প্রেমিকাকে নিয়ে এক রাত...সকালে উঠেই এ কী হল যুবকের! ভাবতেও পারবেন না...
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Lottery: জেমস যখন টাকা জেতার খবর পান, তখন তিনি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিলেন এবং পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া করে উদযাপন করেন। তবে পরের দিন সকালে তিনি রাস্তায় বেরিয়ে নিজের পুরনো কাজে ব্যস্ত হয়ে পড়েন।
advertisement
কথায় আছে, ঈশ্বর যখন দেন ভরিয়ে দেন, আর যখন নিতে আসেন, তখন সব কিছু শূন্য করে দিয়ে যান। কিছু মানুষ সম্পদের নেশায় সব কিছু ভুলে যায়, আবার কিছু মানুষ এতে প্রভাবিত হয় না। আজ আমরা এমনই এক ব্রিটিশ নাগরিকের গল্প বলব, যে এক রাতের মধ্যে কোটিপতি হয়ে যায়। যেন লক্ষ্মী দেবী তার জন্য অপেক্ষা করছিলেন, তার উপর ঐশ্বর্যের বর্ষণ করার জন্য।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement