Maha Shivratri 2023 : মহাশিবরাত্রি তো পালন করবেন, নামমাত্র খরচে বাংলার এই শিবমন্দিরগুলি দেখলে মুগ্ধ হয়ে যাবেন
- Published by:Sayani Rana
Last Updated:
মহাশিবরাত্রির শুভ তিথিতে ১০০ টাকারও কম খরচে দেবদর্শন করে আসতে পারেন বাংলার এই পাঁচ মন্দির থেকে।
advertisement
তারকেশ্বর মন্দির বাংলার শিব মন্দিরের বললেই সবার আগে মাথায় যে নাম মাথায় আসে তা হল তারকেশ্বর মন্দির। অতি পরিচিত এই শিব মন্দিরে শুধু শিবরাত্রি বা শ্রাবন মাসের সোমবার নয়, সারা বছরই ভিড় লেগে থাকে। এই মন্দিরে ভগবান শিব তারকনাথ নামে পূজিত হন। শিবরাত্রির বিশেষ তিথিতে এখানেও হবে মহাপূজা। হাওড়া স্টেশন থেকে হাওড়া-তারকেশ্বর লোকালে পৌঁছে যান তারকেশ্বর, সেখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথ। (ছবি-ফাইল চিত্র)
advertisement
ঘণ্টেশ্বর মন্দির তারকেশ্বরের পাশাপাশি হুগলি জেলার আর এক বিখ্যাত শিব মন্দির হল খানাকুলের ঘণ্টেশ্বর মন্দির। রত্নাবলী মন্দিরের পাশেই এই মন্দির। রত্নাবলী মন্দির হল একটি সতীপীঠ। যদি এই ঘণ্টেশ্বর মন্দিরে যেতে চান তাহলেও আপনাকে হাওড়া স্টেশন থেকে হাওড়া-তারকেশ্বর লোকালে পৌঁছে যেতে হবে তারকেশ্বরে। তারপর সেখান থেকে গড়েরঘাটগামী বাসে করে খানাকুল স্টপে নেমে ২-৩ মিনিট টোটো করে গেলেই পৌঁছে যাবেন ঘণ্টেশ্বর মন্দিরে। (ছবি-স্যোশাল মিডিয়া)
advertisement
ষণ্ডেশ্বর তলা মন্দির হুগলি জেলার চুঁচুড়ায় অবস্থিত এই প্রাচীন ষণ্ডেশ্বর তলা মন্দির। ভাগীরথী নদীর তীরে অবস্থিত প্রায় ৫০০ বছরের বেশি পুরনো এই মন্দিরে প্রতিষ্ঠা করেন দিগম্বর হালদার নামে এক শিবভক্ত। হাওড়া থেকে বর্ধমানগামী মেন লাইনের ট্রেনে করে পৌঁছতে হবে চুঁচুড়া স্টেশন। সেখান থেকে টোটো বা রিকশা করে সহজেই পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে।(ছবি-স্যোশাল মিডিয়া)
advertisement
কালনার ১০৮ শিব মন্দির পূর্ব বর্ধমানের কালনার ১০৮ শিব মন্দির অত্যন্ত বিখ্যাত এক মন্দির। ভক্তদের তীর্থক্ষেত্র কালনার এই শিবমন্দিরে পৌঁছতে গেলে হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে কাটোয়াগামী ট্রেনে করে গিয়ে নামতে হবে অম্বিকা কালনা স্টেশনে। সেখান থেকে টোটো বা রিকশা করে সহজেই পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। কালনার এই মন্দিরটি গোলাকার।(ছবি-স্যোশাল মিডিয়া)
advertisement