সংসারের যন্ত্রণা হোক বা বড়সড় বিপর্যয়, তারা মায়ের তুমুল শক্তিতেই বড় মুক্তি
Bangla Editor
1/ 5
মা তারার আশীর্বাদে জীবন অতন্ত সুন্দর হযে ওঠে ৷ জীবনের বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে পড়ে খুশি ৷
2/ 5
সংসারের নানান ওঠাপড়া জীবনকে যখন কলুষিত করার উপক্রম করে ঠিক তখনই মা তারা এগিয়ে এসে জীবনকে শুধরে দেন ৷
3/ 5
বীরভূমের তারাপীঠে মা তারার আশীর্বাদ রয়েছে ৷ মা তারা শক্ত করে হাত ধরে থাকেন বিভিন্ন বিপর্যয়েও ৷
4/ 5
মা তারার নির্দেশেই গেরুয়া বসন ছেড়ে রক্তবর্ণ বসন ধারণ করেন তারাপীঠের মায়ের ভক্ত সন্তান সাধক বামাক্ষ্যাপা ৷
5/ 5
মায়ের নামেই আসে মুক্তি মা জীবনের অনেক বিপর্যেরর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস যোগান ৷ মানুষকে ধর্মভীরু করা নয়, যুক্তি তর্কে আরও যুক্তিবাদী করে তোলাটাই উদ্দেশ্য ৷ যাঁরা বিশ্বাস করেন তাঁদের জন্যই এই প্রয়াস ৷
সংসারের যন্ত্রণা হোক বা বড়সড় বিপর্যয়, তারা মায়ের তুমুল শক্তিতেই বড় মুক্তি
মায়ের নামেই আসে মুক্তি মা জীবনের অনেক বিপর্যেরর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস যোগান ৷ মানুষকে ধর্মভীরু করা নয়, যুক্তি তর্কে আরও যুক্তিবাদী করে তোলাটাই উদ্দেশ্য ৷ যাঁরা বিশ্বাস করেন তাঁদের জন্যই এই প্রয়াস ৷